Home
About Us
Contact
News & Updates
Model Test 22
০১. শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে কোনো আসল কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে ?
ক. ২০ বছরে
খ. ৫ বছরে
গ. ১০ বছরে
ঘ. ১৫ বছরে
০২. ১২টি বই থেকে ৫টি বই কত প্রকারে বাছাই করা যায় যেখানে ২টি বই সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে ?
ক. ১৪২
খ. ১২০
গ. ১৮৮
ঘ. ১৪০
০৩. একটি সংখ্যা থেকে ৪০% বিয়োগ করলে ৩০ থাকে। সংখ্যাটি কত ?
ক. ৫৬
খ. ৩০
গ. ৬০
ঘ. ৫০
০৪. একটি সভায় ১৫ জন লোক রয়েছে এবং তারা সকলেই সভা শেষে একে অপরের সাথে করমর্দন করে। মোট কতটি করমর্দন হবে ?
ক. ২১০
খ. ২২৫
গ. ১০৫
ঘ. ১৯৬
০৫. p + q = 5 এবং p – q = 3 হলে p
2
+ q
2
এর মান কত ?
ক. 8
খ. 34
গ. 19
ঘ. 17
০৬. একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের ৭০% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন । তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা ৬০০০ ভোট বেশি পেয়েছেন । ভোট কেন্দ্রে কতজন ভোটার উপস্থিত ছিল ?
ক. ২৫০০০ জন
খ. ৬৫০০০ জন
গ. ১৫০০০ জন
ঘ. ৫৫০০০ জন
০৭. বিক্রয় মূল্য দ্বিগুণ হলে লাভ তিন গুণ হয় । লাভের হার কত ?
ক. ৬৬%
খ. ১০০%
গ. ১০৫%
ঘ. ১২০%
০৮. জামিলের বয়স তার পুত্রের বয়সের ৪ গুণ । ৪ বছর পরে তাদের বয়সের সমষ্টি হবে ৪৩ বছর । পুত্রের বর্তমান বয়স কত ?
ক. ৫ বছর
খ. ৭ বছর
গ. ৮ বছর
ঘ. ১০ বছর
০৯. একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কোণ হবে-
ক. সন্নিহিত কোণ
খ. সুক্ষ্ম কোণ
গ. সরলকোণ
ঘ. সম্পূরক কোণ
১০. কোন সংখ্যার
২
/
৭
অংশ ৬৪ এর সমান ?
ক. ২২৪
খ. ২৫৪
গ. ২৭২
ঘ. ২৪৮
১১. ৬ জন শ্রমিক ৫ দিনে ১,৮০০ টাকা আয় করে। ১০ জন শ্রমিক কতদিনে সমপরিমাণ টাকা আয় করবে ?
ক. ৩ দিনে
খ. ৪ দিনে
গ. ৫ দিনে
ঘ. ৬ দিনে
১২. লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৫ কি.মি. ও ৫ কিমি। নদী পথে ৪০ কি.মি. দূরত্ব অতিক্রম করে পুনরায় যথাস্থানে ফিরে আসতে সময় লাগবে-
ক. ৫ ঘণ্টা
খ. ৬ ঘণ্টা
গ. ৭ ঘণ্টা
ঘ. ৮ ঘণ্টা
১৩. কোনো পরীক্ষায় ২০% পরীক্ষার্থী ইংরেজিতে, ১৮% পরীক্ষার্থী গণিতে এবং ১১% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে ?
ক. ৭০ জন
খ. ৭৫ জন
গ. ৭৬ জন
ঘ. ৭৩ জন
১৪. ৮, ১১, ১৭, ২৯, ৫৩ …… পরবর্তী সংখ্যাটি কত ?
ক. ১০২
খ. ১০১
গ. ৭৫
ঘ. ৫৯
১৫. যে চতুর্ভুজের বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে কী বলে ?
ক. রম্বস
খ. সামান্তরিক
গ. ট্রাপিজিয়াম
ঘ. আয়তক্ষেত্র
১৬. এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ৫ : ৩ এবং তার মাসিক সঞ্চয় ১০,০০০ টাকা হলে তিনি কত টাকা আয় করেন ?
ক. ২০,০০০
খ. ২২,৫০০
গ. ২৫,০০০
ঘ. ৩০,০০০
১৭. ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত ?
ক. লাভ ২৫%
খ. ক্ষতি ২৫%
গ. ক্ষতি ৫০%
ঘ. লাভ ১০%
১৮. একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1 : 2√2 : 3 হলে এর বৃহত্তম কোণটির মান কত ?
ক. 90°
খ. 30°
গ. 60°
ঘ. 80°
১৯. 'ক' ও 'খ' একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। 'ক' একা কাজটি ২০ দিনে করতে পারে। 'খ' একা কাজটি কত দিনে করতে পারবে ?
ক. ৩৫ দিনে
খ. ৪০ দিনে
গ. ২৫ দিনে
ঘ. ৩০ দিনে
২০. দুইটি সন্নিহিত কোণের সমষ্টি ২ সমকোণ হলে একটিকে অপরটির কি বলে ?
ক. সম্পূরক কোণ
খ. সন্নিহিত কোণ
গ. সরল কোণ
ঘ. পূরক কোণ
২১. একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৫১২ বর্গ মিটার হলে পরিসীমা কত ?
ক. ৯৮ মিটার
খ. ৯৬ মিটার
গ. ১০০ মিটার
ঘ. ১২০ মিটার
২২. দুটি সংখ্যার যোগফল ১৭ এবং গুণফল ৭২। ছোট সংখ্যাটি কত ?
ক. ৬
খ. ৮
গ. ৯
ঘ. কোনটিই নয়
২৩. xyz = 240 হলে y এর মান কোনটি হতে পারে না ?
ক. 0
খ. 2
গ. 3
ঘ. 5
২৪.
3
/
x
+
4
/
x + 1
= 2 হলে X এর মান কত ?
ক. 2
খ. 3
গ. 1
ঘ. 4
২৫. ১ হতে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত ?
ক. ৫০০১
খ. ৫৫০১
গ. ৫০৫০
ঘ. ৪৯৯৯
Finish The Exam