Model Test 21
০১. একটি সংখ্যা ৭৪২ হতে যত বড় ৮৩০ হতে তত ছোট, সংখ্যাটি কত ?
     ক. ৭৯০
     খ. ৭৮০
     গ. ৭৮২
     ঘ. ৭৮৬
০২. যদি x + 5y = 24 এবং x = 3y হয় তাহলে y এর মান কত ?
     ক. ৪
     খ. 7
     গ. 9.5
     ঘ. 3
০৩. যদি a + b = 2, ab = 1 হয় তবে a এবং b এর মান কত ?
     ক. -1, 3
     খ. 1, 1
     গ. 0, 2
     ঘ. -3, -4
০৪. দুটি সংখ্যার ল. সা. গু ২৪, গ. সা. গু ৪, সংখ্যা দুটির বিয়োগফল ৪ হলে সংখ্যা দুটি কত ?
     ক. ১২, ৮
     খ. ১০, ৯
     গ. ১৫, ৪
     ঘ. ১৪, ২
০৫. দুটি সংখ্যার অনুপাত ৫:৬ এবং তাদের ল. সা. গু. ৩৬০ হলে, সংখ্যা দুটি কি কি ?
     ক. ৩৬, ৯৬
     খ. ৩৮, ৬৬
     গ. ৪০, ৫৪
     ঘ. ৬০, ৭২
০৬. বার্ষিক ৫% হার মুনাফায় ৪০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত ?
     ক. ৪৪১ টাকা
     খ. ৪৪৫ টাকা
     গ. ৪৪০ টাকা
     ঘ. ৪৫০ টাকা
০৭. একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য ৮ সেমি ও ৬ সেমি হলে, এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে ?
     ক. ১২ বর্গ সেন্টিমিটার
     খ. ২৪ বর্গ সেন্টিমিটার
     গ. ৪৮ বর্গ সেন্টিমিটার
     ঘ. ৬০ বর্গ সেন্টিমিটার
০৮. দুটি সংখ্যার ল. সা. গু ৯০ এবং গ. সা. গু ১৫, একটি সংখ্যা ৪৫ হলে অন্যটি কত ?
     ক. ৩০
     খ. ৬৬
     গ. ৬০
     ঘ. ৭৬
০৯. রায়হান সাহেব মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা ১০ ভাগ কর্তনের পর তিনি ২৭০০ টাকা পান। তার মাসিক বেতন কত ?
     ক. ২৯৭০
     খ. ৩০৭০
     গ. ৩১৭০
     ঘ. ৩০০০
১০. a-3 = 0.2 হলে, a12 এর মান কত ?
     ক. 625
     খ. 525
     গ. 125
     ঘ. 526
১১. বর্গক্ষেত্রের এক বাহু 4 মিটার হলে কর্ণ কত মিটার ?
     ক. 16
     খ. 2√4
     গ. 4√2
     ঘ. 32
১২. একটি গাড়ির চাকা ৩০ মিনিটে ২০০০ বার ঘুরে ১০ কিমি পথ অতিক্রম করে। চাকার পরিধি কত ?
     ক. ৫ মিটার
     খ. ১৫ মিটার
     গ. ২০ মিটার
     ঘ. ১০ মিটার
১৩. ১২০ টাকা দিয়ে একটি পণ্য কিনে ১০০ টাকায় বিক্রয় করলে ক্ষতির পরিমাণ-
     ক. ১৮.৭৫%
     খ. ২০%
     গ. ১৫%
     ঘ. ১৬.৬৭%
১৪. কাগজ ও কলমের মূল্য একত্রে ২৪০ টাকা। কাগজের মূল্য কলমের মূল্য অপেক্ষা ৪০ টাকা কম হলে কলমের মূল্য কত ?
     ক. ১৪০ ঢাকা
     খ. ২০০ টাকা
     গ. ১৬০ টাকা
     ঘ. ১০০ টাকা
১৫. যে চতুর্ভুজের কেবল দুইটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে কি বলে ?
     ক. রম্বস
     খ. চতুর্ভুজ
     গ. ট্রাপিজিয়াম
     ঘ. সামন্তরিক
১৬. কোন সংখ্যার
/
অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির
/
অংশ হবে। সংখ্যাটি কত ?
     ক. ৩৬
     খ. ৩৫
     গ. ৬৩
     ঘ. ৫৩
১৭. দুটি সংখ্যার ল.সা.গু ৮৪ এবং গ.সা.গু ১৪ । একটি সংখ্যা অপর সংখ্যার দুই-তৃতীয়াংশ হলে ছোট সংখ্যাটি কত ?
     ক. ২২
     খ. ৩২
     গ. ২৮
     ঘ. ৪২
১৮. দুইটি সংখ্যার গুণফল ১৫৩৬, তাদের ল. সা. গু ৯৬ হলে গ. সা. গু কত ?
     ক. ৫৪
     খ. ৩২
     গ. ১২
     ঘ. ১৬
১৯. যদি x : y = 2 : 3 এবং y : z = 5 : 7 হয়, তবে x : y : z = ?
     ক. 2 : 5 : 7
     খ. 3 : 5 : 7
     গ. 6 : 9 : 14
     ঘ. 10 : 15 : 21
২০. ৪ থেকে ৮৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় হতে ছোট হিসেবে সাজালে ৮ম সংখ্যাটি কত হবে ?
     ক. ৩২
     খ. ৫৬
     গ. ৬০
     ঘ. কোনটিই নয়
২১. একটি ট্রেন ৭২ কিলোমিটার গতিতে একটি সেতু ১ মিনিটে পার হলো। ট্রেনের দৈর্ঘ্য ৭০০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার ?
     ক. ৫০০ মিটার
     খ. ৭২০ মিটার
     গ. ৬০০ মিটার
     ঘ. ১২০০ মিটার
২২. একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৪ মিটার বেশি ।ঘরটির পরিসীমা ৩২ হলে ঘরটি দৈর্ঘ্য কত মিটার ?
     ক. ১২ মিটার
     খ. ১০ মিটার
     গ. ৬ মিটার
     ঘ. ১৮ মিটার
২৩. a + b + c = 0 হলে, a3 + b3 + c3 এর মান কত ?
     ক. 0
     খ. 1
     গ. abc
     ঘ. 3abc
২৪. ৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত ?
     ক. ৫৮
     খ. ৫৬
     গ. ৫৩
     ঘ. ৫৫
২৫. পিতা ও পুত্রের বয়সের গড় ৩০ বছর। ৬ বছর পরে তাদের বয়সের অনুপাত ৫:১ হলে, পুত্রের বর্তমান বয়স কত বছর ?
     ক. ৬ বছর
     খ. ৫ বছর
     গ. ৮ বছর
     ঘ. ৯ বছর