Model Test 05
০১. যদি E = 10, J = 20, O = 30 এবং T = 40 হয়, তাহলে B + E + S + T = ?
     ক. ৮২
     খ. ৭১
     গ. ৯০
     ঘ. ৯২
০২. x + y = 6 এবং xy = 8 হলে (x - y)2 এর মান কত ?
     ক. 4
     খ. 6
     গ. 8
     ঘ. 12
০৩.
a / b
= 4, a + 2b = 12 হলে a এর মান কত ?
     ক. 4
     খ. 8
     গ. 12
     ঘ. 16
০৪. একটি ট্রেনের দৈর্ঘ্য ২০০ মিটার। ট্রেনটির গতি ঘণ্টায় ১০০ কি: মি: হলে ৩০ মিনিটে ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করবে ?
     ক. ২০০ কি: মি:
     খ. ১০০ কি: মি:
     গ. ৫০ কি: মি:
     ঘ. ৬০ কি: মি:
০৫. একটি ক্ষেত্রের দৈর্ঘ্য ২ মিটার, প্রস্থ ১ মিটার ও উচ্চতা শূন্য হলে ক্ষেত্রটি কি হবে ?
     ক. ত্রি-মাত্রিক
     খ. দ্বি-মাত্রিক
     গ. এক মাত্রিক
     ঘ. কোনটিই নয়
০৬. ১২৫ সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে ?
     ক. ৫
     খ. ৬
     গ. ২
     ঘ. ৩
০৭. একটি গাড়ির চাকা যদি মিনিটে ৯০ বার ঘোরে, ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে ?
     ক. ৫৪০º
     খ. ১৮০º
     গ. ২৭০º
     ঘ. ৩৬০º
০৮. কোন সংখ্যার ৩০% থেকে ৩০ বিয়োগ করলে বিয়োগফল ৩০ হবে ?
     ক. ২০০
     খ. ৩০০
     গ. ২৫০
     ঘ. ১০০
০৯. x>y এবং z<0 হলে নিচের কোনটি সঠিক ?
     ক. xz < yz
     খ.
x / z
>
y / z

     গ.
z / x
>
z / y

     ঘ. xz>yz
১০. একজন চাকুরিজীবীর বেতন ১৫% বৃদ্ধি পেয়ে ৫৭৫০ টাকা হলে পূর্বের বেতন কত টাকা ছিল ?
     ক. ৫৫৫০
     খ. ৪৭৫০
     গ. ৫০০০
     ঘ. ৫২৫০
১১. একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১ হেক্টর হলে বাগানটির পরিসীমা কত ?
     ক. ৩০০ মিটার
     খ. ২০০ মিটার
     গ. ৫০০ মিটার
     ঘ. ৪০০ মিটার
১২. দুটি সংখ্যার অনুপাত ৫:৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২:৩ হয়। সংখ্যা দুটি কী কী ?
     ক. ১০ ও ১৬
     খ. ১০ ও ২৪
     গ. ৭ ও ১১
     ঘ. ১২ ও ১৮
১৩. একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান । আবার আয়তক্ষেত্রের বড় বাহু ছোট বাহুর ৩ গুণ । বড় বাহু ২১ মিটার হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ কত ?
     ক. ৭ মিটার
     খ. ২১ মিটার
     গ. ১৪ মিটার
     ঘ. ৫৬ মিটার
১৪. ৪৮ সংখ্যাটি কোন সংখ্যার ৮০% ?
     ক. ৫০
     খ. ৭০
     গ. ৮০
     ঘ. ৬০
১৫. (x + 5)2 = x2 + bx + c সমীকরণে b ও c এর মান কত হলে সমীকরণটি অভেদ হবে ?
     ক. 10, 25
     খ. 3, 10
     গ. 10, 15
     ঘ. 15, 25
১৬. ৬ ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে ১০০ গজ দীর্ঘ রাস্তায় সবোর্চ্চ কতগুলো চারা রোপণ করা যাবে ?
     ক. ৫০
     খ. ৬০
     গ. ৫১
     ঘ. ৫৫
১৭. চার অংকের বৃহত্তম সংখ্যা হতে তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে ?
     ক. ৮৮৯৮
     খ. ৯৯৯৯
     গ. ৯১৯৯
     ঘ. ৯৮৯৯
১৮. নিচের কোনটি মৌলিক সংখ্যা ?
     ক. ২
     খ. ৪
     গ. ৮
     ঘ. ৯
১৯. ১৫ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা ২৪ সে.মি হলে কেন্দ্র থেকে উক্ত জ্যা এর সর্বনিম্ন দূরত্ব কত সে.মি. ?
     ক. ৮
     খ. ১০
     গ. ৯
     ঘ. ১২
২০. একটি ৫০ মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে ৪০ মিটার উচ্চতায় দেয়ালকে স্পর্শ করে । মইয়ের অপর প্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত মিটার ?
     ক. ৩০ মিটার
     খ. ২০ মিটার
     গ. ২৫ মিটার
     ঘ. ২৬ মিটার
২১. এক ঝুড়ি আম ৪০০ টাকায় ক্রয় করে ৫% লাভে বিক্রয় করা হল। এর ক্রয়মূল্য ৫% কম হলে কত টাকা লাভ হত ?
     ক. ৩৫ টাকা
     খ. ৪০ টাকা
     গ. ৫০ টাকা
     ঘ. ৩০ টাকা
২২. ২০ ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দু-তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট ?
     ক. ৬ ফুট
     খ. ৮ ফুট
     গ. ৯ ফুট
     ঘ. ১০ ফুট
২৩. ২০০ থেকে ৫০০ এর মধ্যে ৭ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি ?
     ক. ৪৩
     খ. ৪০
     গ. ৪২
     ঘ. ৪১
২৪. রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে-
     ক. শুধু সমকোণে দ্বিখন্ডিত করে
     খ. সমকোণে অসমভাবে দ্বিখন্ডিত করে
     গ. সমকোণে সমদ্বিখন্ডিত করে
     ঘ. শুধু সমদ্বিখন্ডিত করে
২৫. একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৬ : ৮ : ১০ হলে বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রী ?
     ক. ৫৫°
     খ. ৬৫°
     গ. ৬৬°
     ঘ. ৭৫°