Model Test 03
০১. একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ ২ সে. মি. এবং উচ্চতা ৬ সে. মি. হলে, উহার তলগুলির মোট ক্ষেত্রফল কত ?
     ক. ১৬π বর্গ বর্গ সে.মি.
     খ. ৩২π বর্গ বর্গ সে.মি.
     গ. ৩৬π বর্গ বর্গ সে.মি.
     ঘ. ৪৮π বর্গ বর্গ সে.মি.
০২. নিচের কোন ভগ্নাংশটি
/
হতে বড় ?
     ক.
৩৩ / ৫০

     খ.
/ ১১

     গ.
/

     ঘ.
১৩ / ২৭
০৩. কোনো একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ ২৮° ও ৬২°। ত্রিভুজটি কোন ধরনের ?
     ক. সূক্ষ্মকোণী
     খ. স্থূলকোণী
     গ. সমকোণী
     ঘ. সমদ্বিবাহু সমকোণী
০৪. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১২ বার ঘুরে। চাকাটি ৫ সেকেন্ডে কত ডিগ্রী ঘুরে ?
     ক. ৩৬০°
     খ. ২৭০°
     গ. ১৮০°
     ঘ. ৩০০°
০৫. ১ থেকে ৪৪০ পর্যন্ত সংখ্যাগুলির একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখাটি বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা-
     ক.
/ ২২

     খ.
/ ৬৪

     গ.
/ ৬৫

     ঘ.
/ ৬০
০৬. ১ হতে ২০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত ?
     ক. ২২০
     খ. ২৩০
     গ. ২৪০
     ঘ. ২১০
০৭. x < 4 হলে নীচের কোন মানটি x এর জন্য সত্য হতে পারে ?
     ক. 1
     খ. 3
     গ. -4
     ঘ. সবগুলোই
০৮. পর পর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল হবে-
     ক. ৯
     খ. ১১
     গ. ১৫
     ঘ. ১২
০৯. কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪, ৩৬ ও ৪৮ দ্বারা বিভাজ্য হবে ?
     ক. ৪২
     খ. ৮৭
     গ. ১৪১
     ঘ. ১০৪
১০. একটি সংখ্যা ৫৬০ থেকে যত বড় ৮০০ থেকে তত ছোট। সংখ্যাটি কত ?
     ক. ৬৮০
     খ. ৬৩০
     গ. ৬৫৫
     ঘ. ৬৭৫
১১. একটি বৃত্তের ব্যাস ২০% বাড়ানো হলে এর ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে ?
     ক. ৪৪%
     খ. ১০%
     গ. ২৪%
     ঘ. ২০%
১২. বার্ষিক ১২% মুনাফায় কত বছরে ১০,০০০ টাকার মুনাফা ৪৮০০ টাকা হবে ?
     ক. ৮ বছর
     খ. ৪ বছর
     গ. ৫ বছর
     ঘ. ৩ বছর
১৩. ৭ সে. মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সে. মি. ?
     ক. ৯৮
     খ. ৯৬
     গ. ১৯৬
     ঘ. ১৯২
১৪. ৮০ ফুট দীর্ঘ এবং ৭০ ফুট প্রস্থ একটি বাগানের বাইরের চারদিকে ৫ ফুট প্রস্থ একটি রাস্তা আছে । রাস্তাটির ক্ষেত্রফল কত বর্গফুট ?
     ক. ১২০০
     খ. ১৬০০
     গ. ১৫০০
     ঘ. ১৪০০
১৫. কোন স্কুলের ছাত্র সংখ্যাকে ৫, ৮, ২০ দ্বারা ভাগ করলে প্রতিবারই ৪ জন ছাত্র অবশিষ্ট থাকে । ঐ স্কুলের ছাত্র সংখ্যা কত ?
     ক. ৬০
     খ. ৫৪
     গ. ৪৩
     ঘ. ৪৪
১৬. ১৫ সে. মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা ২৪ সে.মি হলে কেন্দ্র থেকে উক্ত জ্যা এর সর্বনিম্ন দূরত্ব কত সে. মি. ?
     ক. ৯ সে. মি.
     খ. ১০ সে. মি.
     গ. ১২ সে. মি.
     ঘ. ৮ সে. মি.
১৭. ফলের দোকান থেকে ১৮০ টি আম কিনে আনা হল । দুই দিন পর ৯ টি আম পচে গেল । শতকরা কতটি আম ভাল আছে ?
     ক. ৯৫
     খ. ৮৫
     গ. ৯০
     ঘ. ৮০
১৮. যদি (6x - y, 13) = (1, 3x + 2y) হয়, তাহলে (x, y) = কত ?
     ক. (2, 3)
     খ. (1, 5)
     গ. (3, 2)
     ঘ. (5, 1)
১৯. ভাজক ৭৮, ভাগফল ২৫ এবং ভাগশেষ ভাজকের এক তৃতীয়াংশ। ভাজ্য কত ?
     ক. ১৯৭৮
     খ. ১৯৭০
     গ. ১৯৭৬
     ঘ. ১৯৮০
২০. এক ব্যক্তির জুলাই মাসের আয় তার বাকি ১১ মাসের আয়ের সমান হলে, তার জুলাই মাসের আয় সারা বছরের আয়ের কত অংশ ?
     ক.
/

     খ.
/

     গ.
/

     ঘ.
/
২১. দুই অংক বিশিষ্ট কোন সংখ্যার অংক দুটির অন্তর ২, অংক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা ৬ কম। সংখ্যাটি কত ?
     ক. ২৫
     খ. ২৪
     গ. ৪৬
     ঘ. ৩৫
২২. যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবেনা ?
     ক. ১৬
     খ. ২০
     গ. ১৮
     ঘ. ২২
২৩. একটি বৃত্তের ক্ষেত্রফল ১৬ বর্গমিটার , পরিধি ৮ মিটার। এর ব্যাসার্ধ কত মিটার ?
     ক. ২ মিটার
     খ. ৩ মিটার
     গ. ৪ মিটার
     ঘ. ৫ মিটার
২৪. ১, ৫, ৯, ....., ৮১ ধারাটির সংখ্যাগুলোর গড় কত ?
     ক. ৪১
     খ. ৪২
     গ. ৪৫
     ঘ. ৪৬
২৫. দুটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু যথাক্রমে ২ ও ৩৬০। একটি সংখ্যা ১০ হলে অপর সংখ্যাটি কত ?
     ক. ২৪
     খ. ৬০
     গ. ৭২
     ঘ. ৪৮