Model Test 20
০১. একটি মটর সাইকেল ১২% ক্ষতিতে বিক্রি করা হলো । যদি বিক্রয় মূল্য ১২০০ টাকা বেশি হতো, তাহলে ৮% লাভ হতো। মটর সাইকেলের ক্রয় মূল্য কত ?
     ক. ৬০০০ টাকা
     খ. ৫০০০ টাকা
     গ. ৪০০০ টাকা
     ঘ. ৮০০০ টাকা
০২. ২৫ বছর আগে এক হালি আপেলের দাম ১.০০ টাকা ছিল। বর্তমানে একটি আপেলের দাম ৪.০০ টাকা হলে আপেলের দাম কতগুণ বৃদ্ধি পেল ?
     ক. ১৫ গুণ
     খ. ১২ গুণ
     গ. ৮ গুণ
     ঘ. ৪ গুণ
০৩. ১৬০ টাকার একটি পণ্য ক্রয় করলে যদি ১৫% কমিশন পাওয়া যায়, তবে উক্ত পণ্যটি ক্রয় করতে কত টাকা লাগবে ?
     ক. ১৪০ টাকা
     খ. ১৩৬ টাকা
     গ. ১৩৫ টাকা
     ঘ. ১৩০ টাকা
০৪. একটি জিনিস ২৫ টাকা বিক্রি করায় ২৫% লাভ হল, জিনিসটির ক্রয়মূল্য কত ?
     ক. ২০ টাকা
     খ. ১৫ টাকা
     গ. ১৬ টাকা
     ঘ. ১৮ টাকা
০৫. যদি ৯ × ৭ = ৩৫৪৫ এবং ৪ × ৩ = ১৫২০ হয় তবে, ৬ × ৮ = ?
     ক. ৪০৩০
     খ. ৩০৪০
     গ. ৫০৪০
     ঘ. ৬০৫০
০৬. দুইটি সংখ্যার অনুপাত 7:5 এবং তাদের ল.সা.গু 140 হলে সংখ্যা দুইটির গ.সা.গু কত ?
     ক. 12
     খ. 6
     গ. 4
     ঘ. 9
০৭. নিচের কোনটি মৌলিক সংখ্যা ?
     ক. ৪৭
     খ. ৮৭
     গ. ৯১
     ঘ. ১৪৩
০৮. ৭৫০০ টাকা ১ : ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য হবে-
     ক. ২৫০০
     খ. ২৬০০
     গ. ৩০০০
     ঘ. ২০০০
০৯. একটি ত্রিভুজের পরিসীমা ৪৫ সে.মি. এবং বাহুগুলোর অনুপাত ৩ : ৫ : ৭ হলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত হবে ?
     ক. ৬ সে.মি.
     খ. ৯ সে.মি.
     গ. ১২ সে.মি.
     ঘ. ১৫ সে.মি.
১০. ক, খ ও গ এর বেতনের অনুপাত ৭ : ৫ : ৩। খ,গ অপেক্ষা ২২২ টাকা বেশি পেলে, ক-এর বেতন কত ?
     ক. ৫৫৫ টাকা
     খ. ৩৩৩ টাকা
     গ. ৭৭৭ টাকা
     ঘ. ৮৮৮ টাকা
১১. সাদ ও সাবেতের মাসিক বেতনের অনুপাত ৭ : ৫ এবং তাদের মাসিক বেতনের সমষ্টি ১২০০০ টাকা। তাদের বার্ষিক বর্ধিত বেতন যথাক্রমে ২০০ ও ১৫০ টাকা হলে এক বছর পরে তাদের বেতনের অনুপাত কত ?
     ক. ১৪৪ : ১০৩
     খ. ১২০ : ১০৩
     গ. ১৪৪ : ১০৪
     ঘ. ১৪৪ : ১০৫
১২. একটি সোনার গহনার ওজন ৩২ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ১। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ : ১ হবে ?
     ক. ৬ গ্রাম
     খ. ৮ গ্রাম
     গ. ৩ গ্রাম
     ঘ. ২ গ্রাম
১৩. যদি 2 × 3 = 812, 4 × 5 = 1620 হয় তবে 6 × 7 = ?
     ক. 2428
     খ. 2442
     গ. 42
     ঘ. 1214
১৪. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 সে.মি. এবং প্রস্থ 10 সে.মি। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 সে.মি. করা হলো। আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে ?
     ক. 7.3 সে.মি.
     খ. 7 সে.মি.
     গ. 7.1 সে.মি.
     ঘ. 7.2 সে.মি.
১৫. 0.4 × 0.02 × 0.08 = ?
     ক. 6.40000
     খ. 0.00064
     গ. 0.64000
     ঘ. 0.06400
১৬. একটি পণ্য 180 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো। পণ্যটির ক্রয়মূল্য কত ?
     ক. 210 টাকা
     খ. 162 টাকা
     গ. 198 টাকা
     ঘ. 200 টাকা
১৭. একটি গাড়ির সামনের চাকার পরিধি ২ মিটার এবং পেছনের চাকার পরিধি ৩ মিটার। কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করলে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা ১০ বার বেশি ঘুরবে ?
     ক. ৩০ মিটার
     খ. ৬০ মিটার
     গ. ৪০ মিটার
     ঘ. ২০ মিটার
১৮. দুইটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু এর গুণফল সংখ্যা দুইটির-
     ক. গুনফলের সমান
     খ. যোগফলের সমান
     গ. বিয়োগফলের সমান
     ঘ. ভাগফলের সমান
১৯. দুটি সংখ্যার ল. সা. গু. ৪৮ এবং গ. সা. গু. ৪। একটি সংখ্যা ১৬ হলে, অপর সংখ্যাটি কত ?
     ক. ১২
     খ. ২২
     গ. ২৪
     ঘ. ৩২
২০. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫, ৬ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ হবে ১ ?
     ক. ৭১
     খ. ৪১
     গ. ৩১
     ঘ. ৩৯
২১. যদি a : b = 2 : 3 এবং b : c = 6: 7 হয়, তবে a : c = কত ?
     ক. 2:6
     খ. 3:7
     গ. 2:7
     ঘ. 4:7
২২. একটি পাত্রে দুধ ও পানির অনুপাত 7 : 3 হলে এতে কি পরিমাণ পানি আছে ?
     ক. ৫০%
     খ. ৫৫%
     গ. ৭০%
     ঘ. ৯০%
২৩. ক, খ ও গ একত্রে ব্যবসা করে ১২০০ টাকা লাভ করে। যদি ক, খ ও গ-এর মূলধনের অনুপাত ২ : ৩ : ৫ হয়, তবে 'ক' কত লভ্যাংশ পাবে ?
     ক. ১৮০ টাকা
     খ. ২৪০ টাকা
     গ. ৫৮০ টাকা
     ঘ. ২৬০ টাকা
২৪. পনির ও তপনের আয়ের অনুপাত ৪:৩। তপন ও রবিনের আয়ের অনুপাত ৫:৪। পনিরের আয় ১২০ টাকা হলে, রবিনের আয় কত ?
     ক. ৭২ টাকা
     খ. ৭১ টাকা
     গ. ৬৯ টাকা
     ঘ. ৭০ টাকা
২৫. ১০০ টাকায় ১০ টি ডিম কিনে ১০০ টাকায় ৮ টি ডিম বিক্রয় করলে শতকরা লাভ কত হবে ?
     ক. ১৫%
     খ. ১০%
     গ. ২৫%
     ঘ. ২৬%