Model Test 19
০১. তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যা থেকে কোন লগিষ্ট সংখ্যা বিয়োগ করলে য়িোগফল ৫, ১০ ও ১৫ দ্বারা বিভাজ্য হবে ?
     ক. ১০
     খ. ১৫
     গ. ২০
     ঘ. ৫
০২. যদি হয়, তবে X এর মান কত ?
     ক. 4
     খ. 3
     গ. 5
     ঘ. 6
০৩. একটি সাবানের আকার ৫ সে.মি. × ৪ সে.মি. × ১.৫ সে.মি. হলে, ৫৫ সেমি দৈর্ঘ্য ৪৮ সেমি প্রস্থ এবং ৩০ সেমি উচ্চতা বিশিষ্ট একটি বক্সের মধ্যে কতটি সাবান রাখা যাবে ?
     ক. ২৪৪০ টি
     খ. ২৬৪০ টি
     গ. ৩৬০০ টি
     ঘ. ৩২০০ টি
০৪. একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু ১০% বৃদ্ধি করলে ক্ষেত্রেফল কত বৃদ্ধি পাবে ?
     ক. ২১%
     খ. ১০%
     গ. ২০%
     ঘ. ৫০%
০৫. এক ব্যক্তি তার মোট সম্পত্তির অংশ ব্যয় করার পরে অবশিষ্টের অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট ১০০০ টাকা রয়েছে। মোট সম্পত্তির মূল্য কত ?
     ক. ৩০০০ টাকা
     খ. ২৩০০ টাকা
     গ. ৩৪০০ টাকা
     ঘ. ২৮০০ টাকা
০৬. (X - Y, 3) = (0, X + 2Y) হলে (X, Y) = কত ?
     ক. (-1, -1)
     খ. (1, 3)
     গ. (1, 1)
     ঘ. (-3, 1)
০৭. টাকায় ৩ টি করে লেবু কিনে টাকায় ২ টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে ?
     ক. ৫০ %
     খ. ২৫ %
     গ. ২০ %
     ঘ. ৩০ %
০৮. বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে ?
     ক. ৩ গুণ
     খ. ১২ গুণ
     গ. ১৫ গুণ
     ঘ. ৯ গুণ
০৯. ১০০০ টাকা 'ক' ও 'খ' ১ : ৪ অনুপাতে ভাগ করে নেয় । 'খ' এর অংশ সে এবং তার মা ও মেয়ের মধ্যে ২ : ১ : ১ অনুপাতে ভাগ করে । মেয়ে কত টাকা পাবে ?
     ক. ১০০ টাকা
     খ. ২০০ টাকা
     গ. ৩০০ টাকা
     ঘ. ৪০০ টাকা
১০. দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন, যাদের বর্গের অন্তর ৪৭
     ক. ২১ এবং ২২
     খ. ২২ এবং ২৩
     গ. ২৩ এবং ২৪
     ঘ. ২৪ এবং ২৫
১১. ৭২ সংখ্যাটির মোট ভাজক আছে --
     ক. ১২টি
     খ. ১১টি
     গ. ১০টি
     ঘ. ৯টি
১২. এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৫ বছরের বড় । তার স্ত্রীর বয়স ছেলের বয়সের ৪ গুণ । ৫ বছর পরে ছেলের বয়স ১২ বছর হলে বর্তমানে ঐ ব্যক্তির বয়স কত ?
     ক. ৪৪ বছর
     খ. ৩৩ বছর
     গ. ২৮ বছর
     ঘ. ৪২ বছর
১৩. একটি সংখ্যার তিন গুনের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়, সংখ্যাটি কত ?
     ক. ১৮
     খ. ১৭
     গ. ২১
     ঘ. ২২
১৪. দুটি সংখ্যার বিয়োগফলের অর্ধেক ২ । বড় সংখ্যাটির সঙ্গে ছোট সংখ্যাটির দ্বি-গুন যোগ করলে যোগফল ১৩ হয় । সংখ্যা দুটি কত ?
     ক. ৮, ৪
     খ. ৯, ২
     গ. ৯, ৪
     ঘ. ৭, ৩
১৫. আনিস নভেম্বর মাসে অন্যান্য মাসের তুলনায় দ্বিগুণ আয় করে। তার সারা বছরের আয়ের কত অংশ নভেম্বর মাসে আয় করে ?
     ক. অংশ
     খ. অংশ
     গ. অংশ
     ঘ. অংশ
১৬. x + y = 12 এবং x – y = 2 হলে, xy এর মান কত ?
     ক. 30
     খ. 37
     গ. 40
     ঘ. 35
১৭. X ও Y এর মানের গড় 9 এবং Z = 12 হলে, X, Y এবং Z এর মানের গড় কত ?
     ক. 12
     খ. 10
     গ. 14
     ঘ. 16
১৮. আটটি সংখ্যার গড় ১৪ এবং এর মধ্যে ছয়টির গড় ১৬ হলে বাকী দুইটির গড় কত ?
     ক. ৮
     খ. ৪
     গ. ১২
     ঘ. ১৬
১৯. চারটি সংখ্যার মধ্যে প্রথম তিনটির গড় ১৬ এবং শেষ তিনটির গড় ১৫ । শেষ সংখ্যাটি ১৮ হলে প্রথম সংখ্যাটি কত ?
     ক. ২১
     খ. ২০
     গ. ২৩
     ঘ. ২৫
২০. ১ সমকোণ = কত ডিগ্রী ?
     ক. ১৮০°
     খ. ৬০°
     গ. ৯০°
     ঘ. ৩৬০°
২১. একটি ত্রিভুজাকৃতি জমির ভূমি ৬০ মিটার এবং উচ্চতা ৩০ মিটার । প্রতি বর্গমিটার ৫০ টাকা হিসাবে ধান গাছ লাগাতে কত খরচ হবে ?
     ক. ৩৫০০০ টাকা
     খ. ৪৬০০০ টাকা
     গ. ৫৫০০০ টাকা
     ঘ. ৪৫০০০ টাকা
২২. ৬০ জন কোনো কাজ ১৮দিনে করতে পারে । উক্ত কাজ ৩৬ জন লোক কত দিনে সম্পন্ন করতে পারবে ?
     ক. ৬০ দিনে
     খ. ৩৬ দিনে
     গ. ৩০ দিনে
     ঘ. ১৮ দিনে
২৩. ১ কিলোমিটার কত মাইলের সমান ?
     ক. ০.৬৩ মাইল
     খ. ০.৬২ মাইল
     গ. ০.৬৪ মাইল
     ঘ. ০.৬৫ মাইল
২৪. তানহা বার্ষিক ৯% সুদে ৯০০০ টাকা ব্যাংকে জমা রাখল। সুদের হার বেড়ে ১৩% হলে তানহা ১ বছরে সুদ হিসেবে কত টাকা বেশি পাবে ?
     ক. ৩৬০ টাকা
     খ. ৫৫০ টাকা
     গ. ৫৬০ টাকা
     ঘ. ৩৫০ টাকা
২৫. কামাল সাহেব তার আয়ের ১২% আয়কর দেন। তিনি ৯৬০০ টাকা আয়কর দিয়ে থাকলে তার মোট আয় কত ?
     ক. ৯৫০০০ টাকা
     খ. ৮৫০০০ টাকা
     গ. ৮০০০০ টাকা
     ঘ. ৭৫০০০ টাকা