Model Test 18
০১. LEADER কে কত ভাবে সাজানো যায় ?
     ক. ৩৫০
     খ. ২৮০
     গ. ৩৬০
     ঘ. ২৮৫
০২. A, B থেকে ২ বছরের বড় এবং B এর বয়স C এর দ্বিগুণ । A, B এবং C এই তিনজনের বয়সের সমষ্টি ২৭ হলে, B এর বয়স কত ?
     ক. ১০ বছর
     খ. ১২ বছর
     গ. ১৫ বছর
     ঘ. ১৬ বছর
০৩. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে । এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরে ?
     ক. ৫৬০°
     খ. ৫৪০°
     গ. ১৮০°
     ঘ. ৩৬০°
০৪. ∫(3) = x3 + kx2 - 6x - 9, k এর মান কত হলে ∫(3) = o হবে ?
     ক. 1
     খ. -1
     গ. 2
     ঘ. 0
০৫. নিচের কোনটি মৌলিক সংখ্যা ?
     ক. ৫৯
     খ. ৮৭
     গ. ৬৩
     ঘ. ৯১
০৬. যদি হয় তবে এর মান কত ?
     ক.
     খ.
     গ.
     ঘ.
০৭. লাবিব, সাদ এবং সাবেত তিনজনে একটি কাজ করতে পারে যথাক্রমে ১৫, ৬ এবং ১০ দিনে । তারা একত্রে তিনজনে কাজটি কত দিনে শেষ করতে পারবে ?
     ক. ৪ দিনে
     খ. ৩ দিনে
     গ. ৫ দিনে
     ঘ. ৬ দিনে
০৮. একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি ও প্রস্থ ১০% হ্রাস করা হলে, ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে ?
     ক. ৮% (হ্রাস)
     খ. ১০৮% (বৃদ্ধি)
     গ. ১০৮% (হ্রাস)
     ঘ. ৮% (বৃদ্ধি)
০৯. একটি ত্রিভুজের ভূমির পরিমাণ ৬ মিটার ও উচ্চতা ৫ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত ?
     ক. ১২ বর্গমিটার
     খ. ১৫ বর্গমিটার
     গ. ১৬ বর্গমিটার
     ঘ. ১৮ বর্গমিটার
১০. x3 + x2y, x2y + xy2 এর ল. সা. গু. কোনটি ?
     ক. xy
     খ. x + y
     গ. x2y(x + y)
     ঘ. xy(x + y)
১১. একটি সমবাহু ত্রিভুজের বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 2 মিটার বাড়লে এর ক্ষেত্রফল 3√3 বর্গ মিটার বেড়ে যায় । সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত ?
     ক. ৩ মিটার
     খ. ৪ মিটার
     গ. ২ মিটার
     ঘ. ৬ মিটার
১২. যদি দুটি সংখ্যার যোগফল এবং গুণফল যথাক্রমে ২০ এবং ৯৬ হয়, তবে সংখ্যা দুটির ব্যস্তানুপাতিক যোগফল কত ?
     ক.
     খ.
     গ.
     ঘ.
১৩. একটি ত্রিভুজের ∠A = ৬০°, ∠B = ৪০° হলে ∠C = কত ?
     ক. ৮০°
     খ. ৬০°
     গ. ৯০°
     ঘ. ১৮০°
১৪. কোনো স্কুলে ৭০% শিক্ষার্থী ইংরেজী ও ৮০% শিক্ষার্থী বাংলায় পাস করেছে । কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে । যদি উভয় বিষয়ে ৩০০ জন শিক্ষার্থী পাস করে থাকে তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে ?
     ক. ৪০০ জন
     খ. ৫৬০ জন
     গ. ৭৬০ জন
     ঘ. ৫০০ জন
১৫. কোন সংখ্যার অংশ ৪৮ এর সমান ?
     ক. ১৩৪
     খ. ১১২
     গ. ১৩০
     ঘ. ১২৩
১৬. সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুইটির প্রত্যেকটি -
     ক. স্থূলকোণ
     খ. পূরক কোণ
     গ. সরল কোণ
     ঘ. সূক্ষ্মকোণ
১৭. ৩, ৪, ৭, ১১, ১৮, ২৯ ...... ধারাটির পরবর্তী সংখ্যাটি কত ?
     ক. ৫৫
     খ. ৪৭
     গ. ৬০
     ঘ. ৪৫
১৮. ৯৫, ৮৭, ৮০, ৭৪, ...... ধারাটির অষ্টম পদ হবে ?
     ক. ৬০
     খ. ৬১
     গ. ৬৪
     ঘ. ৬৬
১৯. ৫০০ মিটারের একটি দৌড়ে 'ক' এবং 'খ' এর গতিবেগের অনুপাত ৩:৪ । 'ক' যদি 'খ' থেকে ১৪০ মিটার এগিয়ে থাকে তবে 'ক' কত ব্যবধানে জিতবে ?
     ক. ২০ মিটার
     খ. ২৫ মিটার
     গ. ২৬ মিটার
     ঘ. ২৯ মিটার
২০. 'ক' এর ৫ গুণ থেকে ৫ বিয়োগ করলে বিয়োগফল ১২৫ হয় । 'ক' এর সঠিক মান কোনটি ?
     ক. ২৮
     খ. ২৫
     গ. ২৬
     ঘ. ২৯
২১. হলে এর মান কত ?
     ক. 2
     খ. 6
     গ. 9
     ঘ. 1
২২. কোন স্থানে যতজন লোক ছিল প্রত্যেকে তত পাঁচ টাকা করে চাদা দেওয়ায় মোট ৪৫০০ টাকা আদায় হল । এখানে লোক সংখ্যা কত ?
     ক. ৪৫ জন
     খ. ৯০০ জন
     গ. ৩০ জন
     ঘ. ৭৫০ জন
২৩. তিনটি মেশিন একটি কাজ করে যথাক্রমে ৫, ৬ ও ৭ ঘন্টায় করতে পারে । দুটি মেশিনে সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘন্টায় কতটুকু কাজ করতে পারবে ?
     ক. অংশ
     খ. অংশ
     গ. অংশ
     ঘ. অংশ
২৪. কোন সংখ্যার ৮ গুণ থেকে ২ গুণ বিয়োগ করলে ৭২ হয় ?
     ক. ১২
     খ. ১৫
     গ. ২৫
     ঘ. ২৬
২৫. ফয়সাল একটি মুরগি ৫৩৫ টাকায় বিক্রি করায় ৭% লাভ হয় । মুরগিটি কত টাকায় বিক্রি করলে ২০% ক্ষতি হত ?
     ক. ৩৯৫ টাকা
     খ. ৪০০ টাকা
     গ. ৪২৫ টাকা
     ঘ. ৩৫০ টাকা