Home
About Us
Contact
News & Updates
Model Test 17
০১. ৫০ টি বলের গড় ওজন ২ পাউন্ড । পাত্রের ওজন অন্তর্ভুক্ত করলে গড় ওজন ০.০৫ বৃদ্ধি পায় । পাত্রের ওজন কত ?
ক. ৪.৫৫ পাউন্ড
খ. ২.২ পাউন্ড
গ. ২.৩ পাউন্ড
ঘ. ২.৫ পাউন্ড
০২. একটি নারকেল গাছের পাদবিন্দু হতে 15 মিটার দূরবর্তী স্থান হতে গাছের শীর্ষের উন্নতি কোন 60° হলে গাছটির উচ্চতা কত ?
ক. 25.98 মিটার
খ. 25 মিটার
গ. 24.98 মিটার
ঘ. 23.98 মিটার
০৩. A এবং B একটি কাজ যতাক্রমে ৪৫ ও ৪০ দিনে সম্পন্ন করতে পারবে । তারা একত্রে কাজ শুরু করল। কিছু দিন পর A চলে গেল । বাকী কাজ B ২৩ দিনে সম্পন্ন করল। কত দিন পর A চলে গিয়েছিল ?
ক. ৮ দিন
খ. ৯ দিন
গ. ৬ দিন
ঘ. ১২ দিন
০৪.
= কত ?
ক. 144
খ. 12
গ. 36
ঘ. 48
০৫. কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত ?
ক. ৩৬০°
খ. ১৮০°
গ. ৯০°
ঘ. ২৭০°
০৬. x
2
- y
2
+ 2y – 1 এর একটি উৎপাদক -
ক. x + y + 1
খ. x - y
গ. x + y - 1
ঘ. x - y - 1
০৭.
= কত ?
ক. 3
খ. 4
গ. 5
ঘ. 6
০৮. বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যা কে কী বলা হয় ?
ক. পরিধি
খ. বৃত্তচাপ
গ. ব্যাসার্ধ
ঘ. ব্যাস
০৯. x > y এবং z < 0 হলে নিচের কোনটি সঠিক ?
ক. xz > yz
খ. xz < yz
গ. x > yz
ঘ. z > yz
১০. একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য ২৬, ২৮ ও ৩০ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত ?
ক. ৩১২ বর্গমিটার
খ. ৩৩৫ বর্গমিটার
গ. ৩৩৬ বর্গ মিটার
ঘ. ৩৫৬ বর্গ মিটার
১১. ৪০ সংখ্যাটি a হতে ১১ কম । গাণিতিক আকারে প্রকাশ করলে কি হবে ?
ক. a - ১১ = ৪০
খ. a + ৪০ = ১১
গ. a = ৪০ + ১১
ঘ. a = ৪০ + ১
১২. একটি সরল রেখার ওপর অংকিত বর্গ ঐ সরল রেখার অর্ধেকের ওপর অংকিত বর্গের কত গুণ ?
ক. সাতগুন
খ. চারগুণ
গ. তিনগুণ
ঘ. দ্বিগুণ
১৩. একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ৮৪ বর্গগজ । ত্রিভুজটির শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অংকিত লম্বের দৈর্ঘ্য ১২ গজ হলে ভূমির দৈর্ঘ্য কত ?
ক. ১৪ গজ
খ. ১৬ গজ
গ. ১২ গজ
ঘ. ১০ গজ
১৪. ৭ টি ক্রমিক সংখ্যার গড় ২০ হলে বড় সংখ্যাটি কত ?
ক. ২৫
খ. ২৪
গ. ২২
ঘ. ২৩
১৫. যদি 2x - y = 4 হয় তাহলে 6x - 3y = কত ?
ক. 11
খ. 12
গ. 10
ঘ. 16
১৬. যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবেনা ?
ক. ১৫%
খ. ৩০%
গ. ২৮%
ঘ. ২০%
১৭. একটি জিনিস ৩৮০ টাকায় বিক্রি করায় ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত ?
ক. ৪%
খ. ৫%
গ. ৬%
ঘ. ৭%
১৮. টাকায় ৪ টি এবং টাকায় ৬ টি দরে সমান সংখ্যক আমড়া কিনে এক ব্যক্তি টাকায় ৫ টি দরে বিক্রি করলে তার লাভ বা ক্ষতির পরিমাণ কত ?
ক. ক্ষতি ৪%
খ. লাভ ১%
গ. ক্ষতি ১%
ঘ. লাভ বা ক্ষতি নেই
১৯. কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪, ৩৬, এবং ৪৮ দ্বারা বিভাজ্য হবে ?
ক. ১৪১
খ. ৮৯
গ. ২৪৮
ঘ. ১৭০
২০. টাকায় তিনটি করে আম ক্রয় করে টাকায় ২ টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে ?
ক. ৪০%
খ. ৪৫%
গ. ৫০%
ঘ. ৫৫%
২১. ১৬, ২২, ৩৪, ৫৮, ১০৬ ...... ধারাটির পরের পদটি কত ?
ক. ১৫৪
খ. ১৯০
গ. ১৪০
ঘ. ২০২
২২. x + y = 8, x – y = 6 হলে x
2
+ y
2
এর মান কত ?
ক. 40
খ. 60
গ. 50
ঘ. 70
২৩. কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ১৮ এবং ২৪ দ্বারা বিভাজ্য হবে ?
ক. ৮৯
খ. ৭০
গ. ১৭০
ঘ. ১৪২
২৪. যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে কি বলে ?
ক. সামান্তরিক
খ. রম্বস
গ. ট্রাফিজিয়াম
ঘ. আয়তক্ষেত্র
২৫. এক সরল কোন = কত ?
ক. ৯০°
খ. ২৭০°
গ. ১৮০°
ঘ. ৩৬০°
Finish The Exam