Math Model Test 16
০১. A, B, C, D এর মধ্যে 5 : 2 : 4 : 3 অনুপাতে কিছু টাকা ভাগ করা হলো । C যদি D থেকে 1,000 টাকা বেশি পায় তাহলে B এর শেয়ার কত ?
     ক. 1000 টাকা
     খ. 3000 টাকা
     গ. 2000 টাকা
     ঘ. 5000 টাকা
০২. ৪৩ থেকে ৬০ এর মধ্যে মৌলিক সংখ্যা -
     ক. ৪ টি
     খ. ৫ টি
     গ. ৬ টি
     ঘ. ৩টি
০৩. যদি P একটি মৌলিক সংখ্যা হয় তবে √P -
     ক. একটি মূলদ সংখ্যা
     খ. একটি অমূলদ সংখ্যা
     গ. একটি পূর্ণ সংখ্যা
     ঘ. কোনটিই নয়
০৪. ২০ সদস্য বিশিষ্ট একটি ফুটবল দল থেকে একজন অধিনায়ক ও একজন সহ-অধিনায়ক কত ভাবে নির্বাচন করা যাবে ?
     ক. ১২০ ভাবে
     খ. ২৯০ ভাবে
     গ. ১৫০ ভাবে
     ঘ. ১৯০ ভাবে
০৫. দুটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু যথাক্রমে ২ ও ৩৬০ । একটি ১০ হলে অপর সংখ্যাটি কত ?
     ক. ৭২
     খ. ৬০
     গ. ৪৮
     ঘ. ২৪
০৬. কতগুলো ঘন্টা একসাথে বাজার পর ১০, ১৫, ২০ এবং ২৫ সেকেন্ড পর পর বাজতে থাকল । এগুলো আবার কতক্ষন পর একত্রে বাজবে ?
     ক. ৫ মি.
     খ. ৩ মি.
     গ. ১ মি. ৩০ সে.
     ঘ. ১ মি. ২০ সে.
০৭. ৫০ টি সংখ্যার গড় ৩৮ । দুটি সংখ্যা ৪৫ ও ৫৫ বাদ দেওয়া হলে বাকী সংখ্যাগুলোর গড় কত ?
     ক. ৩৭
     খ. ৩৭.৫
     গ. ৩৬.৫
     ঘ. ৩৭.৫২
০৮. ছয়টি সংখ্যার গড় ৩০ । প্রথম চারটির গড় ২৫ এবং শেষ তিনটির গড় ৩৫ হলে, চতুর্থ সংখ্যাটি কত ?
     ক. ৩০
     খ. ৩৫
     গ. ৪০
     ঘ. ২৫
০৯. একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভুমি অপেক্ষা ২ সে.মি. ছোট , কিন্তু অতিভুজ ভুমি অপেক্ষা ২ সে মি বড় । অতিভুজের দৈর্ঘ্য কত ?
     ক. ১২ সে. মি.
     খ. ১০ সে. মি.
     গ. ৮ সে. মি.
     ঘ. ১৫ সে. মি.
১০. হলে এর মান কত ?
     ক. 0
     খ. 1
     গ. 10
     ঘ. 6
১১. দুটি সংখ্যার যোগফল ৪৮ তাদের গুণফল ৪৩২। বড় সংখ্যাটি কত ?
     ক. ৪০
     খ. ৩৭
     গ. ৩৬
     ঘ. ৩৮
১২. একটি সংখ্যা ৩০১ হতে যত বড় ৩৮১ থেকে তত ছোট। সংখ্যাটি কত ?
     ক. ৩৪০
     খ. ৩৪১
     গ. ৩৪২
     ঘ. ৩৪৪
১৩. ১.১, .০১ ও .০০১১ – এর সমষ্টি কত ?
     ক. ১.১১১১
     খ. ০.০১১১১
     গ. ১১.১১০১
     ঘ. ১.১০১১১
১৪. টাকায় ১২ টি লেবু বিক্রি করায় ২০% ক্ষতি হয় । ৬০% লাভ করতে হলে টাকায় কতটি লেবু বিক্রি করতে হবে ?
     ক. ৫ টি
     খ. ৬ টি
     গ. ৭ টি
     ঘ. ৬ টি
১৫. একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩:১। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪:১ হবে ?
     ক. ৩ গ্রাম
     খ. ৪ গ্রাম
     গ. ৬ গ্রাম
     ঘ. ৮ গ্রাম
১৬. সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান কত ?
     ক. ১৮০°
     খ. ৯০°
     গ. ৫০°
     ঘ. ৬০°
১৭. ৫ : ১৮, ৭ : ২ এবং ৩ : ৬ এর মিশ্র অনুপাত কত ?
     ক. ৭২ : ১০৫
     খ. ৩৫ : ৭২
     গ. ৭২ : ৩৫
     ঘ. ১০৫ : ৭২
১৮. বার্ষিক শতকরা ১০ টাকা হার সুদে কোনো মূলধন কত বছর পরে আসলের দ্বিগুণ হবে ?
     ক. ১০ বছর পরে
     খ. ১২ বছর পরে
     গ. ১৪ বছর পরে
     ঘ. ২০ বছর পরে
১৯. ২ থেকে ৩২ এর মধ্যে মৌলিক সংখ্যা -
     ক. ১১টি
     খ. ৯টি
     গ. ১০টি
     ঘ. ৮টি
২০. একটি সংখ্যা ৬৫০ থেকে যত বড় ৮২০ থেকে তত ছোট সংখ্যাটি কত ?
     ক. ৭৮০
     খ. ৮০০
     গ. ৭৩৫
     ঘ. ৭৩০
২১. ২ টি বিন্দু দিয়ে কয়টি সরল রেখা আঁকা যাবে ?
     ক. ২ টি
     খ. ৫ টি
     গ. ৩ টি
     ঘ. ১ টি
২২. ১০০ গজ লম্বা একটি সড়কের উভয় পাশে ১৫ ফুট অন্তর গাছ লাগাতে হলে কতটি চারার প্রয়োজন ?
     ক. ২২
     খ. ৩২
     গ. ৪২
     ঘ. ৪০
২৩. ১ কে ১০০ বার ১ দিয়ে গুণ করে গুণফলকে ১ দিয়ে ভাগ করে, ভাগফল থেকে ১ বিয়োগ করে বিয়োগফলকে ১০০ দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে ?
     ক. ১
     খ. ০
     গ. ১১
     ঘ. - ১
২৪. এক দোকানদার ১১০ টাকা কেজি দামের কিছু চায়ের সাথে ১০০ টাকা কেজি দামের দ্বিগুণ পরিমাণ চা মিশ্রিত করে তা ১২০ টাকা কেজি দামে বিক্রি করে মোট ২০০০ টাকা লাভ করল । দোকানদার দ্বিতীয় প্রকারের কত কেজি চা ক্রয় করেছিল ?
     ক. ৮০ কেজি
     খ. ১০০ কেজি
     গ. ৭০ কেজি
     ঘ. ৬০ কেজি
২৫. x + y = 7 এবং xy = 10 হলে, (x - y)2 এর মান কত ?
     ক. 2
     খ. 9
     গ. 6
     ঘ. 8