Model Test 14
০১. ২০ ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয় , ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট ?
     ক. ৬
     খ. ৭
     গ. ৮
     ঘ. ৯
০২. একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ । এর ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে, পরিসীমা কত ?
     ক. ৯৬ মিটার
     খ. ৯৫ মিটার
     গ. ৯৮ মিটার
     ঘ. ৯৯ মিটার
০৩. একটি সরল রেখার উপর অংকিত বর্গের ক্ষেত্রফল ঐ সরল রেখার এক-চতুর্থাংশের উপর অংকিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ ?
     ক. ১২
     খ. ১৬
     গ. ১৮
     ঘ. ২০
০৪. ০.০৩, ০.১২, ০.৪৮ -- শূন্যস্থানে সংখ্যাটি কত হবে ?
     ক. ০.৯৬
     খ. ১.৪৮
     গ. ১.৫০
     ঘ. ১.৯২
০৫. কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অংকন সম্ভব হবে ?
     ক. ৩ : ৪ : ৫
     খ. ৬ : ৫ : ৪
     গ. ১২ : ৮ : ৪
     ঘ. ৬ : ৪ : ৩
০৬. a+b=7 এবং a2 + b2 = 25 হলে ab এর মান কত ?
     ক. 12
     খ. 10
     গ. 16
     ঘ. 18
০৭. = কত ?
     ক.
     খ.
     গ.
     ঘ. কোনটিই না
০৮. নিচের কোনটি বৃত্তের সমীকরণ ?
     ক. ax2 + bx + c = 0
     খ. y2 = ax
     গ. y2 = 2x + 7
     ঘ. x2 - y2 = 16
০৯. একটি বস্তুর ২৫% লাভে বিক্রয় মূল্য ২৫০ টাকা হলে, ক্রয় মূল্য কত ?
     ক. ১৫০ টাকা
     খ. ২০০ টাকা
     গ. ১৮০ টাকা
     ঘ. ২৪০ টাকা
১০. ২০% ছাড়ে একটি কলম ১০০ টাকায় ক্রয় করলে ইহার আসল মূল্য কত ?
     ক. ১২০ টাকা
     খ. ১৪০ টাকা
     গ. ১২৫ টাকা
     ঘ. ১৩৫ টাকা
১১. একজন উৎপাদক একটি পণ্য পাইকারের কাছে ২০% লাভে এবং পাইকার খুচরা বিক্রেতার কাছে ১০% লাভে বিক্রি করল । যদি খুচরা বিক্রেতা ২৪৪ টাকায় কিনে তাহলে পণ্যটির উৎপাদন খরচ কত ?
     ক. ১৮৪ টাকা
     খ. ১৮৫ টাকা
     গ. ১৮৪.৮৫ টাকা
     ঘ. ১৮৫.৮৫ টাকা
১২. ফারজান এবং নাফিজার বয়সের অনুপাত ৬ : ৫ তাদের বয়সের যোগফল হচ্ছে ৪৪ । ৮ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে ?
     ক. ৫ : ৬
     খ. ৮ : ৭
     গ. ৭ : ৮
     ঘ. ১৪ : ১৩
১৩. কিছু পরিমাণ টাকা A, B ও C এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হল যাতে A এর প্রাপ্ত প্রতি ১ টাকার জন্য B পায় ৬৫ পয়সা এবং C পায় ৩৫ পয়সা । যদি C এর অংশ ২৮ টাকা হয় মোট টাকার পরিমাণ কত ?
     ক. ১৬০
     খ. ১২০
     গ. ১৪০
     ঘ. ১৮০
১৪. চারটি ধারাবাহিক জোড় সংখ্যার গড় ২৭ হলে বৃহত্তম সংখ্যাটি কত ?
     ক. ৩২
     খ. ২৮
     গ. ৩৬
     ঘ. ৩০
১৫. দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা ৮ মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেওয়ার ৪ মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো ৬ মিনিট লাগে । প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে ?
     ক. ১৮ এবং ১২ মিনিট
     খ. ২৪ এবং ১২ মিনিট
     গ. ১৫ এবং ১২ মিনিট
     ঘ. ১০ এবং ১৫ মিনিট
১৬. কোন সংখ্যার অংশ ৬৪ এর সমান ?
     ক. ২৩৬
     খ. ২১৭
     গ. ২৩০
     ঘ. ২২৪
১৭. তালহার সাপ্তাহিক বেতন ৫০০ টাকা । এক সপ্তাহে বখশিশ থেকে তার আয় তার বেতনের । তাহলে ঐ সপ্তাহে তার মোট আয়ের কত ভাগ বখশিশ থেকে এসেছে ?
     ক. অংশ
     খ. অংশ
     গ. অংশ
     ঘ. অংশ
১৮. কোন আসল ৩ বছরে সুদে আসলে ৪৬০ টাকা এবং ৫ বছরে সুদে আসলে ৫০০ টাকা হয়। শতকরা সুদের হার কত ?
     ক. ৫%
     খ. ৬%
     গ. ৪%
     ঘ. ৮%
১৯. শতকরা ৫ টাকা হারে সুদে ১২০ টাকা তিন বছরে সুদে আসলে কত হবে ?
     ক. ১৩৮ টাকা
     খ. ১৩৫ টাকা
     গ. ১৩৬ টাকা
     ঘ. ১৪৫ টাকা
২০. ১১, ১৫, ২৩, ৩৯, ...... ধারার পরের সংখ্যা কত ?
     ক. ৫২
     খ. ৬৫
     গ. ৭১
     ঘ. ৮৯
২১. লুপ্ত পদটি নির্ণয় করুন ১২ : ১৬ : : ২০
     ক. ১৮
     খ. ২০
     গ. ২২
     ঘ. ১৫
২২. সকাল ১১ টা ১ মিনিট থেকে দুপুর ১২ টা ৫৯ মিনিট পর্যন্ত ঘড়ির মিনিটের কাঁটা ঘণ্টার কাঁটাকে কতবার অতিক্রম করবে ?
     ক. ২ বার
     খ. ৩ বার
     গ. ১ বার
     ঘ. ৪ বার
২৩. ২৯৪ এর সাথে আর সর্বনিম্ন কত গুণ করলে প্রাপ্ত সংখ্যাটি একটি পূর্ণবর্গ হবে ?
     ক. ৩
     খ. ৬
     গ. ২
     ঘ. ২৪
২৪. একটি ট্রেন যদি ৪০ কিমি/ঘন্টা বেগে গেলে ১১ মিনিট দেরি করে । আর ৫০ কিমি/ঘন্টা বেগে গেলে ৫ মিনিট দেরি করে । ট্রেনটি যাত্রাস্থানে পৌঁছাতে প্রকৃত কত সময় লাগবে ?
     ক. ১৯ মিনিট
     খ. ১২ মিনিট
     গ. ১৩ মিনিট
     ঘ. ২০ মিনিট
২৫. কোনটি ৫৫° কোণের পূরক কোন ?
     ক. ৪৫°
     খ. ৩৫°
     গ. ৯০°
     ঘ. ৬০°