Home
About Us
Contact
News & Updates
Model Test 12
০১. একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর ২ , হর ও লভ উভয় থেকে ৩ বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সাথে
যোগ করলে যোগফল ১ হয়, ভগ্নাংশটি কত ?
ক.
খ.
গ.
ঘ.
০২.
এর হর এবং লবের সঙ্গে কোন সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটি
হয় ?
ক. ৮
খ. ৭
গ. ৬
ঘ. ৯
০৩. x
2
- 8x -8y + 16 + y
2
এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে ?
ক. 2xy
খ. -2xy
গ. 8xy
ঘ. 6xy
০৪. পাঁচটি সংখ্যার গড় ২৭। যদি একটি সংখ্যাকে বাদ দেওয়া হয় তবে গড় হয় ২৫ । বাদ দেওয়া সংখ্যাটি কত ?
ক. ৩৪
খ. ৩৬
গ. ৪০
ঘ. ৩৫
০৫. ৭৫ টি সংখ্যার গাণিতিক গড় ৩৫ । যদি প্রতিটি সংখ্যাই ৫ করে বৃদ্ধি পায় তাহলে নতুন সংখ্যাগুলোর গড় কত হবে ?
ক. ৪০
খ. ৩৫
গ. ৫০
ঘ. ৪৫
০৬. তিনটি গাড়ীর গতির অনুপাত ৩ : ৪ : ৫ । গাড়ী তিনটি একই দূরত্ব অতিক্রম করতে যে সময় নেয় তার অনুপাত কত ?
ক. ২০ : ১৫ : ১২
খ. ১২ : ১৫ : ২০
গ. ৫ : ৪ : ৩
ঘ. ৩ : ৪ : ৫
০৭. ববিতার বর্তমান বয়স দুই বছর আগে দিতির যা বয়স ছিল তার দ্বিগুণ । যদি তাদের বয়সের পার্থক্য ২ বছর হয় তাহলে ববিতার এখন বয়স কত ?
ক. ৬
খ. ৮
গ. ১০
ঘ. ১২
০৮. আনামের চেয়ে জাবেদ ততখানি ছোট যতখানি বড় পিন্টুর চেয়ে । আনাম এবং পিন্টুর বয়সের সমষ্টি ৪৮ হলে জাবেদের বয়স কত ?
ক. ২০
খ. ৩০
গ. ৩২
ঘ. ২৪
০৯. A, B এবং C একত্রে একটি কাজ ৪ দিনে করতে পারে। A একাকী ১২ দিনে এবং B একাকী ১৮ দিনে কাজটি শেষ করতে পারে। C একাকী কতদিনে শেষ করতে পারবে ?
ক. ১৪ দিনে
খ. ৯ দিনে
গ. ১৬ দিনে
ঘ. ২১ দিনে
১০. তিনটি ক্রমিক সংখ্যার গুনফল তাদের যোগফলের ৫ গুণ , সংখ্যা তিনটির গড় কত ?
ক. ৩
খ. ৬
গ. ৪
ঘ. ৫
১১. একটি শ্রেনীতে যতজন ছাত্র - ছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও ২৫ পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট ৭৫ টাকা উঠল । ঐ শ্রেনীর ছাত্র - ছাত্রীর সংখ্যা কত ?
ক. ৭০
খ. ৮৫
গ. ৭৫
ঘ. ১০০
১২. একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৮ ফুট হলে , ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অংকিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত ?
ক. ১৩০ বর্গফুট
খ. ১২৮ বর্গফুট
গ. ১৩৪ বর্গফুট
ঘ. ১৪০ বর্গফুট
১৩. দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কি বলে ?
ক. সম্পূরক কোণ
খ. পূরক কোণ
গ. সরল কোণ
ঘ. সন্নিহিত কোণ
১৪. একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ ৬০° হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ কত ?
ক. ১৮০°
খ. ৩৬০°
গ. ১৯০°
ঘ. ১২০°
১৫.
এর মান কত ?
ক. 180
খ. 225
গ. 60
ঘ. 90
১৬.
এর মান কত ?
ক. 6
খ. 3
গ. 8
ঘ. 9
১৭. ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত ?
ক. ১১%
খ. ১০%
গ. ১৩%
ঘ. ১২%
১৮. শতকরা ৫ টাকা হারে সুদে ২০ বছরে সুদাসলে ৫০০০০ টাকা হলে মূলধন কত ?
ক. ২৫০০০ টাকা
খ. ৩০০০০ টাকা
গ. ২০০০০ টাকা
ঘ. ২২০০০ টাকা
১৯. চালের দাম ২৫% বেড়ে যাওয়ায় এক ব্যাক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন সাংসারিক ব্যয় অপরিবর্তত থাকে । তিনি চালের ব্যাবহার শতকরা কত ভাগা কমালেন ?
ক. ২০%
খ. ১৬%
গ. ১৮%
ঘ. ১৫%
২০. ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাসের হার কত ?
ক. ২৫%
খ. ২৮%
গ. ৩০%
ঘ. ৩২%
২১. ৭২৯ মিলিলিটারের একটি মিশ্রণে দুধ ও পানির অনুপাত ৭:২। মিশ্রণটিতে কি পরিমাণ পানি মিশালে দুধ ও পানির অনুপাত ৭:৩ হবে ?
ক. ৬১ মিলিলিটার
খ. ৫৫ মিলিলিটার
গ. ৮০ মিলিলিটার
ঘ. ৮১ মিলিলিটার
২২. আনিসের কিছু মুরগি ও গরু আছে যদি মাথার সংখ্যা ৪৮ এবং পায়ের সংখ্যা ১৪০ হয় , মুরগীর সংখ্যা কত ?
ক. ২২
খ. ২৩
গ. ২৬
ঘ. ২৫
২৩. একটি নতুন সাইকেলের মূল্য ২৫০০ টাকা । প্রতি বছর শেষে ইহার মূল্য শুরুর মুল্যের
ভাগ হয় । ৩ বছর পরে সাইকেলটির মূল্য কত হবে ?
ক. ১৩৬০ টাকা
খ. ১২৮০ টাকা
গ. ১২৭০ টাকা
ঘ. ১৪০০ টাকা
২৪. একটি মাউস ১৬% লাভে বিক্রি করা হল । যদি মাউসটি ২০ টাকা বেশি দামে বিক্রি করা হত তাহলে ২০% বেশি লাভ হত । মাউসটির ক্রয় মূল্য কত ?
ক. ৫০০ টাকা
খ. ৫৫০ টাকা
গ. ৪৫০ টাকা
ঘ. ৬০০ টাকা
২৫. ∠A ও ∠B পরস্পর সম্পূরক কোন । ∠A = ১২০° হলে ∠B = কত ?
ক. ৯০°
খ. ৬০°
গ. ১৮০°
ঘ. ১২০°
Finish The Exam