Home
About Us
Contact
News & Updates
Model Test 11
০১. একটি ট্রেনের গতি ঘণ্টায় ৭৫ কি. মি. । ট্রেনটির দৈর্ঘ্য ১৫৫ মিটার হলে ৩৪৫ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে ?
ক. ২৪ সেকেন্ড
খ. ২৫ সেকেন্ড
গ. ১৫ সেকেন্ড
ঘ. ১৬ সেকেন্ড
০২. বিষমবাহু ∆ABC -এর বাহুগুলির মান এমনভাবে নির্ধারিত যে AD মধ্যমা দ্বারা গঠিত ∆ABD এর ক্ষত্রফল X বর্গমিটার । ∆ABC -এর ক্ষেত্রফল কত ?
ক. 2X বর্গমিটার
খ. 3X বর্গমিটার
গ. 4X বর্গমিটার
ঘ. X
2
০৩. x + y = 2, x
2
+ y
2
= 4 হলে x
3
+ y
3
= কত ?
ক. 6
খ. 8
গ. 16
ঘ. 25
০৪. ১৭ দিন আগে অমিত বলেছিল যে তার জন্মদিন আগামিকাল। আজ ২৩ তারিখ হলে তার জন্মদিন কোন তারিখে ?
ক. ৭ তারিখ
খ. ৮ তারিখ
গ. ৯ তারিখ
ঘ. ১০ তারিখ
০৫. সুদের হার শতকরা ৭ টাকা হলে ৬৫০ টাকার ছয় বছরের সুদ হবে-
ক. ২৭৩ টাকা
খ. ২৭০ টাকা
গ. ২৮০ টাকা
ঘ. ২৬৫ টাকা
০৬. পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা এবং চার অংকের বৃহত্তম সংখ্যার অন্তর কত ?
ক. ৯
খ. ১০
গ. ১
ঘ. -১
০৭. একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে ১৫৪০ ফুট গতিবেগে লক্ষ্যভেদ করে । একব্যক্তি বন্দুক ছুড়বার ৩ সেকেন্ড পরে লক্ষ্যভেদের শব্দ শুনতে পায় । শব্দের গতি প্রতি সেকেন্ডে ১১০০ ফুট । লক্ষ্যবস্তুর দূরত্ব কত ?
ক. ১৯২৫ ফুট
খ. ১৯১৫ ফুট
গ. ১৯২০ ফুট
ঘ. ১৯৩৫ ফুট
০৮. একটি বস্তু ৭৫ টাকা দিয়ে ক্রয় করে ৮% লাভে বিক্রি করা হল । বিক্রয় মূল্য কত ?
ক. ৮৪ টাকা
খ. ৮৫ টাকা
গ. ৭৮ টাকা
ঘ. ৮১ টাকা
০৯. একজন আচার ব্যবসায়ী ৩০০ জার আচার বিক্রি করে ৭৫ টাকা লাভ করে । এক্ষেত্রে প্রথম ১০০ জার আচারে খরচ হয় ০.৬৫ টাকা এবং বাকি জারে খরচ হয় ০.৫৫ টাকা । ৩০০ জার আচারের বিক্রয় মূল্য কত ?
ক. ১৭৫ টাকা
খ. ২৫০ টাকা
গ. ২২৫ টাকা
ঘ. ২৪০ টাকা
১০. ৫,১১,১৯,২৯, ...... ধারার পরের সংখ্যা কত ?
ক. ৩৯
খ. ৪১
গ. ৪১
ঘ. ৩৬
১১. ১,২৭,১২৫, ...... ধারার পরের সংখ্যা কত ?
ক. ৩৪৩
খ. ১৬৯
গ. ২১৬
ঘ. ৩৪৪
১২. একটি ক্লাসে বালিকার সংখ্যা বালকের ৫ গুণ । নিচের কোনটি বালক ও বালিকার মোট সংখ্যা হবে না ?
ক. ২৪
খ. ৩৫
গ. ৩০
ঘ. ৪২
১৩. কোন সংখ্যার দিগুনের সাথে ৯ যোগ করার পর প্রাপ্ত ফলাফলকে তিনগুণ করলে ৭৫ পাওয়া যাবে ?
ক. ৮
খ. ৬
গ. ৭
ঘ. ৩.৫
১৪. যদি
=
এবং x + 2y = 10 হয়। তাহলে x এর মান কত ?
ক. 2
খ. 3
গ. 4
ঘ. 6
১৫. X এর 10% যদি Y এর 20% এর সমান হয়, তাহলে X : Y এর মান কত ?
ক. 1:2
খ. 2:1
গ. 5:1
ঘ. 4:1
১৬. একটি নির্দিষ্ট পরিমাণ টাকা নাবিলা ও আয়েশাকে 4 : 3 অনুপাতে ভাগ করে দেওয়া হয়, যদি আয়েশার অংশ 2400 টাকা হয় মোট টাকার পরিমাণ কত ?
ক. 3200
খ. 9600
গ. 9800
ঘ. 5600
১৭. একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত
এবং উহার পরিসীমা ৯৪ সে. মি. । সবচেয়ে ছোট বাহুটির দৈর্ঘ্য কত ?
ক. ২০ সে. মি.
খ. ২৪ সে. মি.
গ. ২৩ সে. মি.
ঘ. ২৮ সে. মি.
১৮. ১২ জন শ্রমিক ৩ দিনে ৭২০ টাকা আয় করে, তবে ৯ জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করবে-
ক. ৪ দিনে
খ. ৬ দিনে
গ. ৭ দিনে
ঘ. ৮ দিনে
১৯. ঢাকা ও সিলেটের দূরত্ব ৫৫০ কি. মি. । ঢাকা হতে একটি বাস সকাল ৯ টায় ছেড়ে গিয়ে বিকেল ৫ টায় সিলেট পৌঁছে। বাসটির গড় গতিবেগ ঘণ্টায় কত ছিল ?
ক. ৬৮.৭৫ কি. মি.
খ. ৫৫.৭৫ কি. মি.
গ. ৬৫.৭৫ কি. মি.
ঘ. ৬৮.৫৫ কি. মি.
২০. ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় ক, খ কে ১০ মিটার এবং গ কে ১৩ মিটার ব্যবধানে পরাজিত করে। তাহলে ১৮০ মিটার দৌড় প্রতিযোগিতায় খ, গ -কে কত ব্যবধানে হারাবে ?
ক. ১০ মিটার
খ. ১২ মিটার
গ. ৫.৪ মিটার
ঘ. ১৭ মিটার
২১. একজন মোটর চালকের যাওয়ার বেগ ৫০ কি. মি./ ঘণ্টা এবং ফিরে আসার বেগ ৩০ কি. মি./ ঘণ্টা হলে সম্পূর্ণ ভ্রমনে তার গড় বেগ কত ?
ক. ৩৭ কি. মি. / ঘণ্টা
খ. ৩৬ কি. মি. / ঘণ্টা
গ. ৩৬.৫ কি. মি. / ঘণ্টা
ঘ. ৩৭.৫ কি. মি. / ঘণ্টা
২২. চার বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের তিনগুণ ছিল । চার বছর পরে তাদের বয়সের সমষ্টি ৬৪ বছর হলে বর্তমানে পিতার বয়স কত ?
ক. ৩০ বছর
খ. ৩৬ বছর
গ. ৪০ বছর
ঘ. ৪২ বছর
২৩. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৪৫ বছর । ৫ বছর আগে তাদের বয়সের গুনফল সেই সময়ে পিতার বয়সের চারগুণ ছিল । পিতা ও পুত্রের বর্তমান বয়স যতাক্রমে -
ক. ২৫, ১০
খ. ৩৬, ৯
গ. ৩৯, ৬
ঘ. ৪০, ৫
২৪. বার্ষিক ৫ টাকা সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে ৫ বছরে তা ৫৫৫ টাকা হবে ?
ক. ৪৪৪ টাকা
খ. ৪৫০ টাকা
গ. ৩৫৫ টাকা
ঘ. ৪৯০ টাকা
২৫. A = {1,2,3}, B = ɸ হলে A U B = কত ?
ক. {1, 2, ɸ }
খ. {2,3, ɸ }
গ. {1, 2, 3,}
ঘ. ɸ
Finish The Exam