Home
About Us
Contact
News & Updates
Model Test 06
০১. মোবাইল ফোনে কোন Mode-এ যোগাযোগ হয় ?
ক. Full-duplex
খ. Half-duplex
গ. Simplex
ঘ. কোনটিই নয়
০২. মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয় ?
ক. OCR
খ. OMR
গ. MICR
ঘ. Scanner
০৩. নিচের কোন প্রোগ্রামটি একটি সম্পূর্ণ কম্পিউটার প্রোগ্রামকে একবারে অনুবাদ ও সম্পাদন করে ?
ক. Interpreter
খ. Compiler
গ. Emulator
ঘ. Simulator
০৪. নিচের কোনটি একই সাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে ?
ক. Touch Screen
খ. Mouse
গ. Printer
ঘ. Microphone
০৫. নিচের কোনটি Octal Number নয় ?
ক. 19
খ. 77
গ. 15
ঘ. 101
০৬. একটি রিলেশনাল ডাটাবেস মডেলের নিচের কোনটি দ্বারা Relation প্রকাশ করা হয় ?
ক. Rows
খ. Tuples
গ. Tables
ঘ. Attributes
০৭. Bluetooth কিসের উদাহরণ ?
ক. Personal Area Network
খ. Local Area Network
গ. Virtual Private Network
ঘ. কোনটিই নয়
০৮. Time-Shared OS এর জন্য কোন Scheduling Policy সবচেয়ে ভালো ?
ক. First come first server
খ. Shortest job first
গ. Last come first server
ঘ. Round-robin
০৯. প্রথম ওয়েব ব্রাউজার কোনটি ?
ক. World wide web
খ. Netscape Navigator
গ. Internet Eplorer
ঘ. Safari
১০. Firewall কি Protection দেয়ার জন্য ব্যবহৃত হয় ?
ক. Fire Attacks
খ. Virus Attacks
গ. Unauthorized Access
ঘ. Data-driven Attacks
১১. H .323 Protocol সাধারণত কি কাজে ব্যবহৃত হয় ?
ক. VoIP
খ. File Transfer
গ. Data Security
ঘ. File Download
১২. নিচের কোন মেমোরীটি Non-Volatile ?
ক. DRAM
খ. ROM
গ. SRAM
ঘ. উপরের সব
১৩. Wi-fi কোন স্ট্যান্ডার্ড -এর উপর ভিত্তি করে কাজ করে ?
ক. IEEE 802.11
খ. IEEE 803.11
গ. IEEE 804.11
ঘ. IEEE 806.11
১৪. Social Networking Site এ যোগাযোগে কোন Media ব্যবহৃত হয় ?
ক. Image/Video
খ. Text
গ. Audio
ঘ. উপরের সবগুলো
১৫. 8086 কত বিটের মাইক্রো প্রসেসর ?
ক. 8
খ. 16
গ. 32
ঘ. 64
১৬. Mobile Phone এর কোনটি Input Device নয় ?
ক. Touch Screen
খ. Camera
গ. Keypad
ঘ. Power Supply
১৭. নিচের কোনটি ডাটাবেজ Language ?
ক. C
খ. Oracle
গ. MS-Word
ঘ. Adobe Photoshop
১৮. কমিউনিকেশন সিস্টেমে গেটওয়ে কি কাজে ব্যবহার হয় ?
ক. দুই বা তার অধিক ভিন্ন ধরণের নেটওয়ার্ককে সংযুক্ত করার কাজে
খ. এটি নেটওয়ার্ক হাব কিংবা সুইচের মতই কাজ করে
গ. বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইস সংযুক্ত করার কাজে
ঘ. কোনটিই নয়
১৯. Plotter কোন ধরনের ডিভাইস ?
ক. অউটপুট
খ. ইনপুট
গ. মেমোরি
ঘ. কোনটিই নয়
২০. ROM ভিত্তিক প্রোগ্রামের নাম কি ?
ক. Malware
খ. Virus
গ. Firmware
ঘ. lip - lop
২১. নিচের কোন প্রটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয় ?
ক. Net BEUI
খ. Novel network
গ. Linux
ঘ. TCP/IP
২২. কোনটি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম ?
ক. Windows XP
খ. Windows 7
গ. MS DOS
ঘ. Windows 98
২৩. ডিস্ক ডিফ্রাগমেন্টেশান ব্যবহৃত হয়-
ক. ভাইরাস ধ্বংসের জন্য
খ. ডিস্কের ফাইলগুলোকে পুনর্বিন্যস্ত করতে
গ. খারাপ সেক্টরসমূহ পরীক্ষা করতে
ঘ. ডিস্ক ফরমেট কতে
২৪. কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে ?
ক. @
খ. #
গ. &
ঘ. $
২৫. কম্পিউটার নেটওয়ার্ক OSI মডেল এর স্তর কয়টি ?
ক. 9
খ. 8
গ. 7
ঘ. 5
Finish The Exam