Home
About Us
Contact
News & Updates
Model Test 09
০১. হোয়াইট হাউজ কোন শহরে অবস্থিত ?
ক. নিউইয়র্কে
খ. শিকাগোতে
গ. ওয়াশিংটনে
ঘ. কোনটিই নয়
০২. রামাল্লা কোথায় অবস্থিত ?
ক. ফিলিস্তিন
খ. আফগানিস্তান
গ. ইরান
ঘ. ইরাক
০৩. কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয় ?
ক. ব্রাজিল
খ. পানামা
গ. আর্জেন্টিনা
ঘ. পেরু
০৪. উত্তর ও দক্ষিণ কোরিয়া কখন বিভক্ত হয় ?
ক. ১৮৪৫ সালে
খ. ১৯৫৬ সালে
গ. ১৯৫৫ সালে
ঘ. ১৯৪৫ সালে
০৫. আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়ন কত সালে বিলুপ্ত করা হয় ?
ক. ১৯৯১ সালে
খ. ১৯৯৩ সালে
গ. ১৯৯৫ সালে
ঘ. ১৯৯৬ সালে
০৬. কত সালে ফরাসী বিপ্লব সংঘটিত হয়েছিল ?
ক. ১৭৮৯ সালে
খ. ১৮১৫ সালে
গ. ১৮৭৯ সালে
ঘ. ১৭৮৬ সালে
০৭. সেক্রেটারী অব স্টেট বলা হয় কোন দেশের পররাষ্ট্র মন্ত্রীকে ?
ক. যুক্তরাজ্য
খ. যুক্তরাষ্ট্র
গ. ফ্রান্স
ঘ. অস্ট্রেলিয়া
০৮. স্বর্ণ নগরী বলা হয় কোন নগরটিকে ?
ক. দুবাই
খ. শিকাগো
গ. প্যারিস
ঘ. জোহান্সবার্গ
০৯. ইসরাইলকে কোন দেশ প্রথম স্বীকৃতি দেয় ?
ক. যুক্তরাজ্য
খ. যুক্তরাষ্ট্র
গ. ফ্রান্স
ঘ. ব্রাজিল
১০. দুশাম্বে কোন দেশের রাজধানী ?
ক. কাজাকিস্তান
খ. উজবেকিস্তান
গ. তাজিকিস্তান
ঘ. কিরগিজস্তান
১১. আয়ারল্যান্ডের রাজধানী কোনটি ?
ক. গ্লাসগো
খ. বেলফাস্ট
গ. ডাবলিন
ঘ. প্যারিস
১২. চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কি ?
ক. তাজিক
খ. উইঘুর
গ. তুর্কমেন
ঘ. কোনটিই নয়
১৩. দোহা কোন দেশের রাজধানী ?
ক. কাতার
খ. ওমান
গ. ইরাক
ঘ. ইরান
১৪. ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারী বাসভবনের নাম কি ?
ক. হোয়াইট হাউস
খ. হোয়াইট হল
গ. বাকিংহাম প্যালেস
ঘ. ১০ নং ডাউনিং স্ট্রীট
১৫. জার্মানির প্রথম মহিলা চ্যান্সেলর কে ?
ক. পল উলফোভিৎস
খ. অ্যাঞ্জেলা মার্কেল
গ. মাইকেল গ্রিফিন
ঘ. অ্যাঞ্জেলা মাইকেল
১৬. ব্রিটেনের রাজা যিনি একজন সাধারণ মহিলাকে বিবাহ করার জন্য রাজসিংহাসন হারান--
ক. পঞ্চম এডওয়ার্ড
খ. নবম এডওয়ার্ড
গ. সপ্তম এডওয়ার্ড
ঘ. অষ্টম এডওয়ার্ড
১৭. সূর্যোদয়ের দেশ বলা হয় কোনটি ?
ক. ইরান
খ. জাপান
গ. চীন
ঘ. ইরাক
১৮. অস্ট্রেলিয়ার কিংবদন্তী ক্রিকেটার রিচি বেনো কবে মৃত্যু বরণ করেন ?
ক. ১০ এপ্রিল ২০১৫
খ. ১২ এপ্রিল ২০১৫
গ. ৬ এপ্রিল ২০১৫
ঘ. ১০ এপ্রিল ২০১৬
১৯. পর্তুগালের রাজধানীর নাম কি ?
ক. লিসবন
খ. মাদ্রিদ
গ. লন্ডন
ঘ. প্যারিস
২০. যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কি ?
ক. জর্জ ওয়াশিংটন
খ. বারাক ওবামা
গ. আব্রাহাম লিঙ্কন
ঘ. রুজভেল্ট
২১. ফরাসি বিপ্লবের মূল শ্লোগান কি ছিল ?
ক. বিপ্লব, শিল্পায়ন ও উন্নয়ন
খ. মুক্তি, একতা ও সমতা
গ. গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা
ঘ. ভ্রাতৃত্ব, সমতা ও স্বাধীনতা
২২. ভারতে পণ্য ও পরিষেবা কর (GST) চালু হয় কবে ?
ক. ১৫ জুলাই, ২০১৭
খ. ১৬ জুলাই, ২০১৭
গ. ১ জুলাই, ২০১৭
ঘ. ১ জুলাই, ২০১৬
২৩. হিটলারের দলের নাম--
ক. সমাজতান্ত্রিক দল
খ. জার্মান ফ্যাসীবাদী দল
গ. জাতীয় সমাজতান্ত্রিক দল
ঘ. কোনটিই নয়
২৪. 'বিগ আপেল' বলা হয়-
ক. নিউইয়র্ক শহরকে
খ. শিকাগো শহরকে
গ. সিডনি শহরকে
ঘ. বার্লিন শহরকে
২৫. কাতালোনিয়ার স্বাধীনতাকামী নেতার নাম কি ?
ক. হুয়ান কার্লোস
খ. কার্লোস পুজদেমন
গ. মারিয়ানো রাজয়
ঘ. ষষ্ঠ ফিলিপ
Finish The Exam