Home
About Us
Contact
News & Updates
Model Test 08
০১. হাম্বানটোটা (Hambantota) গভীর সমুদ্রবন্দর কোন দেশে অবস্থিত ?
ক. ইরাক
খ. মালদ্বীপ
গ. শ্রীলংকা
ঘ. জাপান
০২. কলম্বিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত ?
ক. দক্ষিণ আমেরিকা
খ. উত্তর আমেরিকা
গ. ইউরোপ
ঘ. আফ্রিকা
০৩. আমেরিকার ডেমোক্র্যাট পার্টির প্রতীক কি ?
ক. ঘোড়া
খ. গাধা
গ. হাতি
ঘ. ঈগল
০৪. মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন ?
ক. আলজেরিয়া
খ. জার্মানি
গ. ফ্রান্স
ঘ. আলবেনিয়া
০৫. বিশ্বের প্রথম সৌরবিমানের উদ্ভাবক কোন দেশ ?
ক. সুইজারল্যান্ড
খ. রাশিয়া
গ. ভারত
ঘ. চীন
০৬. ভারতের প্রথম নারী রাষ্ট্রপতির নাম কি ?
ক. প্রতিভা পাতিল
খ. ইন্দিরা গান্ধী
গ. মমতা বন্দ্যোপাধ্যায়
ঘ. সোনিয়া গান্ধী
০৭. সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত ?
ক. হিমাচল
খ. কাশ্মীর
গ. কাঠমান্ডু
ঘ. ভুটান
০৮. যুক্তরাজ্যের অর্থমন্ত্রীর সরকারি পদবি কি ?
ক. সেক্রেটারি অব ট্রেজারি
খ. চিফ অব ফিন্যান্স
গ. লর্ড প্রিভি সিল
ঘ. চ্যান্সেলর অব এক্সচেকার
০৯. ডেনমার্কের রাজধানীর নাম কি ?
ক. ভিয়েনা
খ. কোপেনহেগেন
গ. ক্রিমলিন
ঘ. প্যারিস
১০. ২৫ অক্টোবর ২০১৭ কোন দেশ সোফিয়া নামক রোবটকে নাগরিকত্ব দেয় ?
ক. ফ্রান্স
খ. জাপান
গ. সৌদি আরব
ঘ. ইরান
১১. লেলিনের নেতৃত্বে রুশ বিপ্লব সংঘটিত হয়েছিল কত সালে ?
ক. ১৮১৭ সালে
খ. ১৯১৬ সালে
গ. ১৯১৭ সালে
ঘ. ১৯১৯ সালে
১২. আলজেরিয়ার রাজধানীর নাম কি ?
ক. খার্তুম
খ. আলজিয়ার্স
গ. রাবাত
ঘ. কোপেনহেগেন
১৩. আব্রাহাম লিংকন যুক্তরাষ্ট্রের কত তম প্রেসিডেন্ট ছিলেন ?
ক. ১৬ তম
খ. ১৫ তম
গ. ৩৬ তম
ঘ. ২৫ তম
১৪. ফিলিস্তিনের ইতিহাসে প্রথম নারী বিচারক কে ?
ক. আমিনা আব্বাস
খ. হামিদা আব্বাস
গ. আব্বাস হামিদ
ঘ. তাহরির হামিদ
১৫. মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ক্লিনটন কোন তারিখে বাংলাদেশ সফরে আসেন ?
ক. ১৫ মার্চ ২০০০
খ. ২০ মার্চ ২০০০
গ. ২৫ মার্চ ২০০০
ঘ. ২০ মার্চ ২০০২
১৬. রোমানিয়ার আইনসভার নাম কি ?
ক. কংগ্রেস
খ. ডায়েট
গ. লয়াজিরগা
ঘ. পার্লামেন্ট
১৭. আটলান্টিক মহাসাগরের কোন দ্বীপে নেপোলিয়নকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল ?
ক. সেন্ট পল
খ. সেন্ট হেলেনা
গ. সেন্ট চার্লস
ঘ. কোনটিই নয়
১৮. ব্রাজিলের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কি ?
ক. আলভোরাদা
খ. হোয়াইট হাউস
গ. অ্যাসেম্বলী ভবন
ঘ. সিনেট ভবন
১৯. 'তাহরির স্কয়ার' কোথায় অবস্থিত ?
ক. কায়রো
খ. তেহরান
গ. লন্ডন
ঘ. প্যারিস
২০. যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল ?
ক. ফ্লোরিডা
খ. নেবারাস্কা
গ. লুইসিয়ানা
ঘ. উইসকনসিন
২১. যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যকার বিরোধপূর্ন ভূখণ্ডটির নাম কি ?
ক. গ্রানাডা
খ. হ্যান্স আইল্যান্ড
গ. মাইয়োট
ঘ. গুয়ান্তানামো বে
২২. প্রিন্সেস ডায়ানা কোন সুরঙ্গপথে দুর্ঘটনায় নিহিত হন ?
ক. ইউরো টানেল
খ. রস্কো
গ. আলমা ডি টানেল
ঘ. আর্ল বার্গ
২৩. গার্ডিয়ান -এর প্রথম নারী সম্পাদক কে ?
ক. ক্যাথেরিন ওয়েডার
খ. ক্যাথেরিন ভিয়েনার
গ. ক্যাথেরিন ম্যালিস
ঘ. ক্যাথেরিন ক্রিচনার
২৪. 'হেলভেটিয়া' কোন দেশে পূর্ব নাম ?
ক. সুইজারল্যান্ড
খ. পোল্যান্ড
গ. জাম্বিয়া
ঘ. জাপান
২৫. গুয়ান্তানামো বে বন্দিশালা কোথায় অবস্থিত ?
ক. যুক্তরাষ্ট্র
খ. কিউবা
গ. আফগানিস্তান
ঘ. ইরাক
Finish The Exam