Model Test 07
০১. ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারী বাসভবনের নাম কি ?
     ক. টেম্পল টি
     খ. ক্রেমলিন
     গ. এলিসি প্রাসাদ
     ঘ. বাকিংহাম প্রাসাদ
০২. কোনটি চির শান্তির শহর নামে পরিচিত ?
     ক. রোম
     খ. লন্ডন
     গ. ভেনিস
     ঘ. এথেন্স
০৩. জার্মানির কোন রাজা ইংল্যান্ডের সিংহাসনে বসেন ?
     ক. দ্বিতীয় জর্জ
     খ. প্রথম জর্জ
     গ. তৃতীয় জর্জ
     ঘ. কোনটিই না
০৪. অনুরাধাপুর কোথায় অবস্থিত ?
     ক. বাংলাদেশ
     খ. ভারত
     গ. ইরাক
     ঘ. শ্রীলংকা
০৫. কোনটি 'শ্বেতহস্তীর দেশ' নামে পরিচিত ?
     ক. থাইল্যান্ড
     খ. ইন্দোনেশিয়া
     গ. সিঙ্গাপুর
     ঘ. শ্রীলংকা
০৬. ঐতিহাসিক 'ফেজ শহর' কোথায় অবস্থিত ?
     ক. মরক্কোয়
     খ. গ্রীসে
     গ. লিবিয়ায়
     ঘ. মিশরে
০৭. ভারতের প্রথম মুসলিম নারী পাইলট কে ?
     ক. হেলেনা হামিদ খান
     খ. সারাহ হামিদ আহমেদ
     গ. সুফিয়া হামিদ আহমেদ
     ঘ. আমেনা হামিদ আহমেদ
০৮. চেকোস্লোভাকিয়া কত সালে ভেঙ্গে দুটো রাষ্ট্রে পরিণত হয় ?
     ক. ১৮৯৩ সালে
     খ. ১৯৯৬ সালে
     গ. ১৯৯৯ সালে
     ঘ. ১৯৯৩ সালে
০৯. বাবরি মসজিদ ভারতবর্ষের কোন শহরে অবস্থিত ছিল ?
     ক. বোম্বাই
     খ. অযোধ্যা
     গ. দিল্লী
     ঘ. পাটনা
১০. আমেরিকার ৩৫তম প্রেসিডেন্ট কে ছিলেন ?
     ক. লিন্ডন বেনিন জনসন
     খ. বারাক ওবামা
     গ. জন এফ কেনেডি
     ঘ. হ্যারি এস ট্রুম্যান
১১. কোন মার্কিন প্রেসিডেন্ট ওয়াটার গেট কেলেঙ্কারির সাথে জড়িত ?
     ক. জিমি কার্টার
     খ. বারাক ওবামা
     গ. রিচার্ড নিক্সন
     ঘ. জন এফ কেনেডি
১২. পোলাস্কা কোন দেশের পূর্ব নাম ?
     ক. ইরাক
     খ. পোল্যান্ড
     গ. পর্তুগাল
     ঘ. জাপান
১৩. প্রিন্সেস ডায়ানা সড়ক দুর্ঘটনায় কোথায় মৃত্যুবরণ করেন ?
     ক. প্যারিস
     খ. লন্ডন
     গ. বার্লিন
     ঘ. নিউইয়র্ক
১৪. নেপোলিয়ান কোথায় জন্মগ্রহণ করেন ?
     ক. মাল্টা
     খ. লন্ডন
     গ. প্যারিস
     ঘ. কর্সিকা
১৫. কসোভোর রাজধানীর নাম কি ?
     ক. তিরানা
     খ. প্রিস্টিনা
     গ. প্যারিস
     ঘ. নিকোশিয়া
১৬. কান্দাহার কোন দেশের শহর ?
     ক. ইরান
     খ. ইরাক
     গ. মিশর
     ঘ. আফগানিস্তান
১৭. যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
     ক. নিউইয়র্কে
     খ. পেন্টাগনে
     গ. লন্ডনে
     ঘ. কেপ টাউনে
১৮. ফ্রান্সের প্রেসিডেন্টের মেয়াদকাল কত বছর ?
     ক. ৫ বছর
     খ. ২ বছর
     গ. ৬ বছর
     ঘ. ৩ বছর
১৯. লাটভিয়ার রাজধানীর নাম কি ?
     ক. রিগা
     খ. লিমা
     গ. প্যারিস
     ঘ. ভিলনিয়াস
২০. 'পানাম পেপারস' ফাঁস হয় কবে ?
     ক. ৩ মার্চ ২০১৬
     খ. ৫ মার্চ ২০১৬
     গ. ৩ এপ্রিল ২০১৬
     ঘ. ২ এপ্রিল ২০১৬
২১. আব্রাহাম লিংকন মৃত্যু বরণ করেন--
     ক. ১৬ এপ্রিল, ১৮৬৫
     খ. ২৫ এপ্রিল, ১৮৬৫
     গ. ১৫ এপ্রিল, ১৯৬৫
     ঘ. ১৫ এপ্রিল, ১৮৬৫
২২. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর প্রথম কোন দেশ সফর করেন ?
     ক. ইসরাইল
     খ. রাশিয়া
     গ. সৌদি আরব
     ঘ. ফ্রান্স
২৩. নিউইয়র্কের টুইন টাওয়ার ধ্বংসস্তুপ অঞ্চলটি এখন কি নামে পরিচিত ?
     ক. ফেয়ার ফিল্ড
     খ. গ্রাউন্ড জিরো
     গ. নো ফ্লাই জোন
     ঘ. ডেড ভ্যালি
২৪. এডলফ হিটলার কোন দেশে জন্মগ্রহণ করেন ?
     ক. অস্ট্রিয়া
     খ. জার্মানি
     গ. ইতালি
     ঘ. জাপান
২৫. ইয়াসির আরাফাত কত সালে PLO-র চেয়ারম্যান হন ?
     ক. ১৯৬৬ সালে
     খ. ১৯৬৯ সালে
     গ. ১৯৬৫ সালে
     ঘ. ১৯৭৯ সালে