Model Test 05
০১. জার্মানীর কেন্দ্রিয় ব্যাংকের নাম কি ?
     ক. ন্যাশনাল ব্যাংক অব জার্মানী
     খ. ব্যাংক অব জার্মানী
     গ. বুন্ডেস ব্যাংক
     ঘ. কোনটিই নয়
০২. ইউরোপের কোন দেশ প্রথম হিজাব পরা নিষিদ্ধ করে ?
     ক. ফ্রান্স
     খ. স্পেন
     গ. রাশিয়া
     ঘ. পোল্যান্ড
০৩. সাফটা (SAFTA) চুক্তি কখন স্বাক্ষরিত হয় ?
     ক. ২০০৬ সালে
     খ. ২০০৪ সালে
     গ. ১৯৯৯ সালে
     ঘ. ২০০১ সালে
০৪. পেট্রোনাস টাওয়ার কোথায় অবস্থিত ?
     ক. জাপান
     খ. থাইল্যান্ড
     গ. রাশিয়া
     ঘ. মালয়েশিয়া
০৫. 'মহৎ কিছু করার উপায় হলো- যা ভালোবাসি তাই করা' উক্তিটি কার ?
     ক. স্টিভ জবস
     খ. বিল ক্লিনটন
     গ. আমির খান
     ঘ. আবুল কালাম
০৬. শান্তিতে নোবেল বিজয়ী প্রথম মহিলার নাম-
     ক. বার্থাভন সুটনার
     খ. বারবারা মরি
     গ. ফাহমিদা মির্জা
     ঘ. কোনটিই নয়
০৭. তোপকাপি মিউজিয়াম কোন দেশে অবস্থিত ?
     ক. জাপান
     খ. তুরস্ক
     গ. রাশিয়া
     ঘ. আর্জেন্টিনা
০৮. এশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশকে পৃথক করেছে -
     ক. মালাক্কা প্রণালী
     খ. ডেভিস প্রণালী
     গ. জিব্রাল্টার প্রণালী
     ঘ. বেরিং প্রণালী
০৯. নিম্নের কোন দেশটি দুই মহাদেশে অবস্থিত ?
     ক. মঙ্গোলিয়া
     খ. রাশিয়া
     গ. ইউক্রেন
     ঘ. মিশর
১০. সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত ?
     ক. ৩ কোটি কি. মি.
     খ. ১৫ কোটি মাইল
     গ. ১৫ কোটি কি. মি.
     ঘ. ২০ কোটি কি. মি.
১১. পৃথিবীর বৃহত্তম বনভূমি-
     ক. সুন্দরবন
     খ. আমাজান
     গ. তৈগা
     ঘ. মধ্য আফ্রিকা বনভূমি
১২. লুক্সেমবার্গের কেন্দ্রিয় ব্যাংকের নাম কি ?
     ক. ব্যাংক অব লুক্সেমবার্গ
     খ. ইনস্টিটিউট মনিটায়ার লুক্সেমবুর্ডেয়িস
     গ. ন্যাশনাল ব্যাংক অব লুক্সেমবার্গ
     ঘ. মনিটায়ার লুক্সেমবুর্ডেয়িস
১৩. ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়-
     ক. মিশর ও ইসরাইলের মধ্যে
     খ. ভারত ও পাকিস্তানের মধ্যে
     গ. ইসরায়েল ও ইরানের মধ্যে
     ঘ. বাংলাদেশ ও ভারতের মধ্যে
১৪. পৃথিবীর সর্বাপেক্ষা খর্বাকায় জাতি-
     ক. উলুল
     খ. চাকমা
     গ. লুথার
     ঘ. পিগমি
১৫. শততম আন্তর্জাতিক নারী বর্ষ কবে পালিত হয় ?
     ক. ৬ মার্চ ২০০১
     খ. ৮ মার্চ ২০০১
     গ. ৮ মার্চ ২০০২
     ঘ. ৮ মার্চ ২০০৩
১৬. 'সাইনিং পাথ' কি ?
     ক. সংবাদ সংস্থা
     খ. গোয়েন্দা সংস্থা
     গ. সোমালিয়ার গেরিলা সংগঠন
     ঘ. পেরুর গেরিলা সংগঠন
১৭. মঙ্গোলিয়ার আইনসভার নাম কি ?
     ক. সিনেট
     খ. থুরাল
     গ. মুরাল
     ঘ. হউস অব কমন্স
১৮. রাজীব গান্ধীর হত্যাকরী নারীর নাম-
     ক. নলিনী
     খ. নলি দেবী
     গ. পার্বতী
     ঘ. হেমালি
১৯. চীনের প্রথম নারী মহাকাশচারীর নাম কি ?
     ক. লিউ ইয়াং
     খ. লিনা
     গ. লি ইউ
     ঘ. ইয়াং ইয়াং
২০. ১ জুলায় ২০১২ কোন দেশ কার্বন কর চালু করে ?
     ক. কানাডা
     খ. জাপান
     গ. অস্ট্রেলিয়া
     ঘ. ভারত
২১. স্পেনের জাতীয় প্রতীক কি ?
     ক. সিসাম গাছ
     খ. স্বর্ন দন্ড
     গ. শষ্যফুল
     ঘ. ঈগল
২২. মাল্টার মুদ্রার নাম কি ?
     ক. পাউন্ড
     খ. ফ্রাংক
     গ. ইউরো
     ঘ. পেসো
২৩. অষ্ট্রেলিয়া জাতীয় প্রতীক কি ?
     ক. শষ্যফুল
     খ. ক্যাঙ্গারু
     গ. সিসাম গাছ
     ঘ. স্বর্ণ দন্ড
২৪. আর্জেন্টিনার মুদ্রার নাম কি ?
     ক. পেসো
     খ. ফ্রাংক
     গ. পাউন্ড
     ঘ. ইউরো
২৫. যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক কি ?
     ক. ক্যাঙ্গারু
     খ. স্বর্ণ দন্ড
     গ. শষ্যফুল
     ঘ. সিসাম গাছ