Home
About Us
Contact
News & Updates
Model Test 04
০১. ইতিহাস বিখ্যাত ট্রয় নগরি কোথায় ?
ক. তুরস্ক
খ. ইতালি
গ. স্পেন
ঘ. গ্রীস
০২. ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
ক. ব্রাসেলস
খ. লন্ডন
গ. প্যারিস
ঘ. কোপেনহেগেন
০৩. দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলি কবে সাপটা (SAPTA) চুক্তি সই করেছে ?
ক. ১৯৭৬ সালে
খ. ১৯৯৩ সালে
গ. ১৯৮৩ সালে
ঘ. ১৯৭৭ সালে
০৪. বসনিয়ায় যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থাকারী কে ?
ক. জিমি কার্টার
খ. বিল-ক্লিনটন
গ. নিক্সন
ঘ. রিগ্যান
০৫. চীন জাতিসংঘে স্থায়ী সদস্যপদ পায় -
ক. ১৯৭১ সালে
খ. ১৯৬৬ সালে
গ. ১৯৮৭ সালে
ঘ. ১৯৬০ সালে
০৬. পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি ?
ক. এটলাট পর্বতমালা
খ. হিমালয় পর্বতমালা
গ. আন্দিজ পর্বতমালা
ঘ. আল্পস পর্বতমালা
০৭. ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় -
ক. হোয়াইট হল
খ. বুশ হাউস
গ. মার্বেল চার্চ
ঘ. ওয়েস্ট মিনিস্টার অ্যাবে
০৮. সোয়াইন ফ্লু সর্বপ্রথম দেখা দেয় -
ক. ইন্দোনেশিয়ায়
খ. জাপানে
গ. ভারতে
ঘ. মেক্সিকোতে
০৯. কোনটি ভারতের সেভেন সিস্টারস রাজ্যগুলোর অন্তর্ভুক্ত নয় ?
ক. ত্রিপুরা
খ. কেরালা
গ. মনিপুর
ঘ. মিজোরাম
১০. 'কমোডো ন্যাশনাল পার্ক' অবস্থিত-
ক. জাপানে
খ. পোল্যান্ডে
গ. ইন্দোনেশিয়ায়
ঘ. ইরাকে
১১. লিবিয়ার প্রয়াত রাষ্ট্রপতি মুয়াম্মার গাদ্দাফি কতবছর ক্ষমতায় ছিলেন ?
ক. ৪২ বছর
খ. ৩২ বছর
গ. ৪৫ বছর
ঘ. ৪৩ বছর
১২. 'বাগরাম' কি ?
ক. সংবাদ সংস্থা
খ. আফগানিস্থানের একটি কারাগার
গ. গোয়েন্দা সংস্থা
ঘ. যাদুঘর
১৩. ফারাক্কা বাঁধ চালু হয় কবে ?
ক. ১৯৭৫ সালে
খ. ১৯৭৬ সালে
গ. ১৯৮৫ সালে
ঘ. ১৯৮৬ সালে
১৪. দু'দেশের মধ্যে বিশ্বের দীর্ঘতম সীমান্ত কোনটি ?
ক. পাকিস্তান ও ভারত সীমান্ত
খ. বাংলাদেশ ও ভারত সীমান্ত
গ. ইসরায়েল ও ফিলিস্তিন সীমান্ত
ঘ. যুক্তরাষ্ট্র ও কানাডা সীমান্ত
১৫. যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যটি রাশিয়ার নিকট থেকে কেনা ?
ক. আলাবামা
খ. আলাস্কা
গ. ফ্লোরিডা
ঘ. ইন্ডিয়ানা
১৬. 'কারেন ন্যাশনাল ইউনিয়ন' (KNU) কোন দেশভিত্তিক আদিবাসী বিদ্রোহী সংগঠন ?
ক. চীন
খ. ভারত
গ. সোমালিয়া
ঘ. মিয়ানমার
১৭. নিচের কোন দেশটি শিল্পোন্নত আট জাতির অন্তর্ভক্ত নয়-
ক. যুক্তরাজ্য
খ. ফিনল্যান্ড
গ. জাপান
ঘ. জার্মানি
১৮. গ্রিনিচ মিন টাইম এবং কোন শহরের সময়ে ব্যবধান নেই ?
ক. লন্ডন
খ. প্যারিস
গ. রোম
ঘ. ওয়াশিংটন
১৯. মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয় ?
ক. ১৯৬৬ সালে
খ. ১৯৫০ সালে
গ. ১৯৫৫ সালে
ঘ. ১৯৬৫ সালে
২০. আটলান্টিক মহাসাগরের পশ্চিম তীরে কোনটি অবস্থিত ?
ক. ইউরোপ
খ. এশিয়া
গ. আমেরিকা
ঘ. আফ্রিকা
২১. বিশ্বের কোন দেশের স্বাক্ষরতার হার ১০০% ?
ক. পোল্যান্ড
খ. স্লোভাকিয়া
গ. ভারত
ঘ. লিথুয়ানিয়া
২২. লেবানন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ?
ক. তুরস্ক
খ. স্পেন
গ. ফ্রান্স
ঘ. ব্রিটেন
২৩. কত সালে আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহার করা হয় ?
ক. ১৯৯০ সালে
খ. ১৯৮৯ সালে
গ. ১৯৮৮ সালে
ঘ. ১৯৯১ সালে
২৪. রাশিয়ার সামরিক সদর দপ্তরের নাম-
ক. ক্রেমলিন
খ. রেড স্কোয়ার
গ. হোয়াইট হাউস
ঘ. পেন্টাগন
২৫. নিচের কোন দেশটি ইন্দোচীনের অন্তর্ভুক্ত ?
ক. বেলজিয়াম
খ. লুক্সেমবার্গ
গ. কম্বোডিয়া
ঘ. সুইডেন
Finish The Exam