Model Test 03
০১. লিটল বাংলাদেশ কোথায় অবস্থিত ?
     ক. জাপানে
     খ. লন্ডনে
     গ. মার্কিন যুক্তরাষ্ট্রে
     ঘ. ভারতে
০২. আল আজহার বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ?
     ক. কায়রো
     খ. বাগদাদ
     গ. জেদ্দা
     ঘ. তেহরান
০৩. মারে ডার্লিং কোন দেশের নদী ?
     ক. জাপান
     খ. অস্ট্রেলিয়া
     গ. আফ্রিকা
     ঘ. যুক্তরাজ্য
০৪. দক্ষিণ আফ্রিকা কত বছর শ্বেতাঙ্গ শাসনে ছিল ?
     ক. ৩০০ বছর
     খ. ৩৩৫ বছর
     গ. ৫০০ বছর
     ঘ. ৩৪২ বছর
০৫. আফগানিস্তানের শেষ বাদশাহ কে ছিলেন ?
     ক. জহির শাহ
     খ. দাউদ খাঁ
     গ. নাদির শাহ
     ঘ. নজীবুল্লাহ
০৬. আরব বসন্ত বলতে কি বুঝায় ?
     ক. আরবের বিভিন্ন দেশ গণজাগরণ
     খ. আরব আঞ্চলে বসন্তকাল
     গ. আরব রাজতন্ত্র
     ঘ. আরবীয় মহিলাদের ক্ষমতায়
০৭. পৃথিবীর বৃহত্তম বিমান বন্দর কোনটি ?
     ক. নিউইয়র্ক
     খ. জেদ্দা
     গ. বার্লিন
     ঘ. লন্ডন
০৮. 'গ্রেটহল' কোথায় অবস্থিত ?
     ক. বৃটেন
     খ. রাশিয়া
     গ. যুক্তরাষ্ট্র
     ঘ. চীন
০৯. বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি ?
     ক. EU
     খ. WTO
     গ. NATO
     ঘ. FIFA
১০. মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা কোনটি ?
     ক. ম্যাকনামারা লাইন
     খ. হিল্ডারবার্গ লাইন
     গ. সনোরা লাইন
     ঘ. ডুরাল্ড লাইন
১১. ইতালির রোন নদীর উৎপত্তিস্থল কোথায় ?
     ক. কৃষ্ণ সাগর
     খ. ব্ল্যাক ফরেস্ট
     গ. আল্পস
     ঘ. ভারত মহাসাগর
১২. দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি ?
     ক. ইয়েন
     খ. ওয়ান
     গ. পেশো
     ঘ. ইউয়ান
১৩. লিওনার্দো দ্যা ভিঞ্চি কোন দেশের চিত্রকর ?
     ক. ইতালি
     খ. ফ্রান্স
     গ. জার্মানি
     ঘ. ইংল্যান্ড
১৪. কিউবায় ক্ষেপণাস্ত্র সংকটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন ?
     ক. হ্যারি এস ট্রুম্যান
     খ. জর্জ বুশ
     গ. লিন্ডন বেইনস জনসন
     ঘ. জন এফ কেনেডি
১৫. এশিয়ার দীর্ঘ নদী কোনটি ?
     ক. হোয়াংহো
     খ. ইয়াং সি কিয়াং
     গ. সিন্ধু
     ঘ. গঙ্গা
১৬. কোন মহাদেশকে জ্যামিতিক রেখায় বিভক্ত করা হয়েছে ?
     ক. দক্ষিণ আমেরিকা
     খ. উত্তর আমেরিকা
     গ. এশিয়া
     ঘ. আফ্রিকা
১৭. দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম -
     ক. রিয়াল
     খ. র‍্যান্ড
     গ. রুপি
     ঘ. ডলার
১৮. আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী একাডেমির সদর দপ্তর কোথায় ?
     ক. লুক্সেমবার্গ
     খ. ইস্তাম্বুল
     গ. লন্ডন
     ঘ. কোপেনহেগেন
১৯. 'সিমলাইন' হলো -
     ক. ইসরাইল কর্তৃক গাজা উপত্যকায় নির্মিত বেষ্টনী
     খ. আফগানিস্থানের একটি কারাগার
     গ. ভারত কর্তৃক নির্মিত বেষ্টনী
     ঘ. সংবাদ সংস্থা
২০. বিশ্বের দীর্ঘতম রেলপথ-
     ক. ট্রান্স সোমালিয়ান
     খ. ট্রান্স জাপানি
     গ. ট্রান্স সাইবেরিয়ান
     ঘ. কোনটিই নয়
২১. অ্যামনেস্টি ইন্টরন্যাশনাল এর সদর দপ্তর কোথয় অবস্থিত ?
     ক. নিউইয়র্ক
     খ. ভিয়েনা
     গ. প্যারিস
     ঘ. লন্ডন
২২. নোবেল পুরস্কার বিজয়ী 'তাওয়াচ্চুল কারমান' কোন দেশের নাগরিক ?
     ক. তুরস্ক
     খ. ইরান
     গ. ইয়েমেন
     ঘ. ইন্দোনেশিয়া
২৩. রেডক্রস প্রতিষ্ঠিত হয় ?
     ক. ১৮৬৮ সালে
     খ. ১৮৬৩ সালে
     গ. ১৮৬৬ সালে
     ঘ. ১৮৬১ সালে
২৪. টোগোর রাজধানী -
     ক. লোম
     খ. রোম
     গ. ব্রাসিলস
     ঘ. পিকিং
২৫. 'ব্যাবিলন ঝুলন্ত উদ্যান' কোন দেশে অবস্থিত ?
     ক. ইরান
     খ. ইরাক
     গ. মিশর
     ঘ. সিরিয়া