Model Test 02
০১. গঙ্গা নদী উৎপত্তি স্থল কোথায় ?
     ক. হিমালয়
     খ. কাশ্মির
     গ. নেপালের পাহাড়
     ঘ. পামীর মালভুমি
০২. জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তম মুসলিম রাষ্ট্র-
     ক. ইন্দোনেশিয়া
     খ. পাকিস্তান
     গ. মিশর
     ঘ. সৌদি আরব
০৩. কোপেন হেগে কোন দেশের রাজধানী ?
     ক. বেলজিয়াম
     খ. ডেনমার্ক
     গ. আর্মেনিয়া
     ঘ. ভিয়েতনাম
০৪. পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে ?
     ক. প্রশান্ত মহাসাগরে
     খ. ভারত মহাসাগরে
     গ. উত্তর মহাসাগরে
     ঘ. আটলান্টিক মহসাগরে
০৫. রেডক্রসে সদর দপ্তর কোথায় অবস্থিত ?
     ক. জেনেভা
     খ. প্যারিস
     গ. লন্ডন
     ঘ. নিউইয়র্ক
০৬. 'গ্রীনল্যান্ড' এর মালিকানা কোন দেশের ?
     ক. সুইডেন
     খ. ইংল্যান্ড
     গ. ডেনমার্ক
     ঘ. নেদারল্যান্ড
০৭. 'লাইন অব কন্ট্রোল' কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্ন ?
     ক. ভারত ও পাকিস্তান
     খ. ইসরাইল ও জর্ডান
     গ. চীন ও তাইওয়ান
     ঘ. দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া
০৮. বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয় ?
     ক. ২৬ জুন
     খ. ১ আগস্ট
     গ. ১ মে
     ঘ. ১০ ডিসেম্বর
০৯. ইন্ডিয়া হাউজ কোথায় অবস্থিত ?
     ক. লুক্সেমবার্গ
     খ. লন্ডন
     গ. ইস্তাম্বুল
     ঘ. কোনটিই নয়
১০. আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে-
     ক. ভলগা
     খ. মিসিসিপি
     গ. পানামা খাল
     ঘ. সুয়েজ খাল
১১. 'জেসমিন বিপ্লব' কোন দেশে সংঘটিত হয় ?
     ক. তিউনিশিয়া
     খ. ব্রাজিল
     গ. চীন
     ঘ. জাপান
১২. ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ সালেহ কত বছর ক্ষমতাসীন ছিলেন ?
     ক. ৫৫ বছর
     খ. ৩৩ বছর
     গ. ৩৫ বছর
     ঘ. ৩৬ বছর
১৩. নিম্নের কোন শহর দুই মহাদেশে অবস্থিত ?
     ক. ইস্তাম্বুল
     খ. কায়রো
     গ. মস্কো
     ঘ. জেরুজালেম
১৪. সংযুক্ত আর-আমিরাত ও ইরানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপটির নাম-
     ক. গুয়াম দ্বীপ
     খ. মিন্দানাও
     গ. মরুরুয়া দ্বীপ
     ঘ. আবু মুসা দ্বীপ
১৫. বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশ কোনটি ?
     ক. সাইপ্রাস
     খ. ভূটান
     গ. গ্রিস
     ঘ. রুমানিয়া
১৬. আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশের পক্ষে স্বাক্ষর করেন কে কে ?
     ক. রোনাল্ড রিগ্যান ও মার্গারেট থ্যাচার
     খ. জর্জ ডবি্লউ বুশ ও টনি ব্লেয়ার
     গ. জিমি কার্টার ও রানী দ্বিতীয় এলিজাবেথ
     ঘ. ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও উইনস্টোন চার্চিল
১৭. বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ কোনটি ?
     ক. শ্রীলংকা
     খ. ভারত
     গ. মিয়ানমার
     ঘ. রাশিয়া
১৮. FIFA প্রতিষ্ঠিত হয় কবে ?
     ক. ১৯০৪ সালে
     খ. ১৯২৪ সালে
     গ. ১৯১৪ সালে
     ঘ. ১৯০৫ সালে
১৯. কার্ল মার্ক্স কোন দেশে মৃত্যুবরণ করেন ?
     ক. যুক্তরাজ্য
     খ. রাশিয়া
     গ. জার্মানি
     ঘ. ফ্রান্স
২০. শ্রীলঙ্কার মুদ্রার নাম কি ?
     ক. ডলার
     খ. পাউন্ড
     গ. রূপী
     ঘ. টাকা
২১. তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত ?
     ক. খোয়াই
     খ. করিমগঞ্জ
     গ. পেট্রাপল
     ঘ. ডাউকি
২২. পৃথিবীর সর্বাপেক্ষা গম উৎপাদনকারী দেশ কোনটি ?
     ক. অস্ট্রেলিয়া
     খ. কানাডা
     গ. চীন
     ঘ. যুক্তরাষ্ট্র
২৩. মস্কো কোন নদীর তীরে অবস্থিত ?
     ক. রেইন
     খ. মস্কোভো
     গ. লোরি
     ঘ. টেমস
২৪. যুক্তরাজ্যের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ -
     ক. বেননেভিস
     খ. এলবুর্জ
     গ. এলগন
     ঘ. আবায়াত
২৫. ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে ?
     ক. ১৯৭৫ সালে
     খ. ১৯৭৬ সালে
     গ. ১৯৭৮ সালে
     ঘ. ১৯৯৮ সালে