Model Test 15
০১. স্টেট অয়েল কোন দেশভিত্তিক বহুজাতিক কোম্পানি ?
     ক. নরওয়ে
     খ. কানাডা
     গ. ইরাক
     ঘ. জাপান
০২. 'স্ট্যাচু অব পিস' কোথায় অবস্থিত ?
     ক. নাগাসাকি
     খ. নিউইয়র্ক
     গ. হিরোশিমা
     ঘ. দিল্লি
০৩. ইরাকের প্রাচীন ঐতিহাসিক নগরী 'ব্যাবিলন' কোন নদীর তীরে অবস্থিত ?
     ক. টাইগ্রিস
     খ. ইউফ্রেটিস
     গ. শাত-ইল-আরব
     ঘ. কোনোটিই নয়
০৪. মার্কসবাদের প্রণেতা কার্ল মার্কসের জন্ম কোন দেশে ?
     ক. জার্মানি
     খ. ফ্রান্স
     গ. রাশিয়া
     ঘ. ব্রাজিল
০৫. বিপ্লবী চে গুয়েভারা কোন দেশে নিহত হয় ?
     ক. বলিভিয়ায়
     খ. আর্জেন্টিনায়
     গ. কিউবাতে
     ঘ. জাকার্তায়
০৬. সক্রেটিসকে হেমলক পানে হত্যা করা হয় কোথায় ?
     ক. রোমে
     খ. লন্ডনে
     গ. ফ্রান্সে
     ঘ. সেন্ট হেলেনায়
০৭. হাইডেলবার্গ মানব কোথায় পাওয়া যায় ?
     ক. জার্মানিতে
     খ. ইতালিতে
     গ. ব্রাজিলে
     ঘ. ফ্রান্সে
০৮. দক্ষিণ আফ্রিকার প্রধান আদিবাসীদের নাম কি ?
     ক. মাসাই
     খ. কুর্দি
     গ. আফ্রিদি
     ঘ. জুলু
০৯. প্লোটো কোন দেশে জন্মগ্রহণ করেন ?
     ক. ইতালি
     খ. গ্রিস
     গ. কলম্বিয়া
     ঘ. জাপান
১০. কোন নদীর তীরে চীনের প্রথম সভ্যতা গড়ে উঠেছিল ?
     ক. ইয়াংসি
     খ. হান
     গ. পীত
     ঘ. সিং পি
১১. দক্ষিণ আমেরিকার আদিম অধিবাসী কারা ?
     ক. রেড ইন্ডিয়ান
     খ. বার্বার
     গ. মাউরি
     ঘ. কুর্দি
১২. নিউজিল্যান্ডের আদিবাসীদের কি বলা হয় ?
     ক. কুর্দি
     খ. মাউরি
     গ. রেড ইন্ডিয়ান
     ঘ. বার্বার
১৩. সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের আত্মজীবনীমূলক বইটির নাম কি ?
     ক. মাই লাইফ
     খ. ক্লিনটন'স লাইফ
     গ. মাই প্রেসিডেন্সি
     ঘ. বিল ক্লিনট
১৪. সেনেগালের রাষ্ট্রভাষা কি ?
     ক. ইংরেজি
     খ. ডাচ
     গ. বাংলা
     ঘ. ফ্রেঞ্জ
১৫. 'ইন্ডিয়াস ডটার' বা 'ভারত-কন্যা' প্রামাণ্যচিত্রের পরিচালক কে ?
     ক. মাইকেল ডওসন
     খ. লেসলি উডউইন
     গ. রাজকুমার হিরানী
     ঘ. অ্যাঞ্জেলা মাইকেল
১৬. হংকং -এর আইনসভার নাম কি ?
     ক. কংগ্রেস
     খ. ডায়েট
     গ. সংসদ
     ঘ. লেজিসলেটিভ কাউন্সিল
১৭. জাভা মানব কোথায় পাওয়া যায় ?
     ক. জার্মানিতে
     খ. ইন্দোনেশিয়ায়
     গ. চীনে
     ঘ. ইরাকে
১৮. পাবলো পিকাসো কোথায় জন্মগ্রহণ করেন ?
     ক. স্পেন
     খ. ইতালি
     গ. ফ্রান্স
     ঘ. ব্রাজিল
১৯. শেভরন কোন দেশভিত্তিক তেল-গ্যাস কোম্পানি ?
     ক. যুক্তরাষ্ট্র
     খ. যুক্তরাজ্য
     গ. জপান
     ঘ. চীন
২০. পৃথিবীর সর্বাপেক্ষা গম উৎপাদনকারী দেশ কোনটি ?
     ক. জাপান
     খ. অস্ট্রেলিয়া
     গ. চীন
     ঘ. ইরাক
২১. পৃথিবীতে সবচাইতে বেশী কফি উৎপন্ন হয় কোন দেশে ?
     ক. কেনিয়া
     খ. আর্জেন্টিনা
     গ. ফ্রান্স
     ঘ. ব্রাজিল
২২. কোন দেশে প্রথম আণবিক বোমা ফেলা হয় ?
     ক. ইরাক
     খ. ফ্রান্স
     গ. জাপান
     ঘ. জার্মানি
২৩. ভার্সাই নগরীটি কোথায় অবস্থিত ?
     ক. জার্মানি
     খ. ফ্রান্স
     গ. ইংল্যান্ড
     ঘ. ইরান
২৪. ইন্টারপোল প্রতিষ্ঠিত হয় কত সালে ?
     ক. ৭ সেপ্টেম্বর ১৯২৩
     খ. ৫ সেপ্টেম্বর ১৯২৩
     গ. ৬ সেপ্টেম্বর ১৯২৩
     ঘ. ৭ সেপ্টেম্বর ১৯১৩
২৫. পোর্ট অব প্রিন্স কোন দেশের রাজধানী ?
     ক. কোস্টারিকা
     খ. স্পেন
     গ. হাইতি
     ঘ. ত্রিনিদাদ