Home
About Us
Contact
News & Updates
Model Test 13
০১. 'মোসাদ' কোন দেশের গোয়েন্দা সংস্থা ?
ক. ইসরাইল
খ. রাশিয়া
গ. ফ্রান্স
ঘ. ইরান
০২. এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কবে প্রতিষ্টিত হয় ?
ক. ১৯৬১ সালে
খ. ১৮৬১ সালে
গ. ১৯৬৫ সালে
ঘ. ১৯৯১ সালে
০৩. কোন আন্তর্জাতিক সংস্থার পতাকায় জলপাই গাছ দেখা যায় ?
ক. রেডক্রস
খ. জাতিসংঘ
গ. ন্যাটো
ঘ. কোনোটিই নয়
০৪. বাংলাদেশ কত সালে ইসলামি সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে ?
ক. ১৯৭৪ সালে
খ. ১৯৭৫ সালে
গ. ১৯৮৪ সালে
ঘ. ১৯৭৬ সালে
০৫. ইন্টারফ্যাক্স কি ?
ক. রাশিয়ার সরকারি বার্তা সংস্থা
খ. ইন্টারনেটের মাধ্যমে ফ্যাক্স
গ. জাপানের সরকারি বার্তা সংস্থা
ঘ. ইরাকের সরকারি বার্তা সংস্থা
০৬. সার্কের প্রথম মহাসচিব কে ?
ক. ইব্রাহিম হোসেন জাকি
খ. সৈয়দ নাঈম-উল-হাসান
গ. আবুল আহসান
ঘ. ইব্রাহিম জাকি
০৭. উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি (NAFTA) কত সালে স্বাক্ষরিত হয় ?
ক. ১৯৯২ সালে
খ. ১৯৯৫ সালে
গ. ১৯২২ সালে
ঘ. ১৮৯২ সালে
০৮. জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন ?
ক. সাধারণ পরিষদের
খ. স্থায়ী সদস্যদের
গ. আমেরিকার প্রেসিডেন্টের
ঘ. নিরাপত্তা পরিষদের
০৯. 'ইউরো' মুদ্রা কখন চালু হয় ?
ক. ৫ জানুয়ারি, ১৯৯৯
খ. ১ জানুয়ারি, ১৯৯৯
গ. ১ জানুয়ারি, ১৯৯৬
ঘ. ১ জানুয়ারি, ২০০২
১০. ষোড়শ সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ?
ক. কাঠমুন্ডু
খ. দিল্লি
গ. থিম্পু
ঘ. ঢাকা
১১. 'টাইমস' কোন দেশের সংবাদপত্র ?
ক. যুক্তরাজ্য
খ. যুক্তরাষ্ট্র
গ. অস্ট্রেলিয়া
ঘ. ভারত
১২. 'সাংহাই ফাইভ' এর প্রধান উদ্দেশ্য কি ?
ক. অস্ত্র নিয়ন্ত্রণ
খ. সীমান্ত বিরোধ নিরসন
গ. সড়ক নির্মাণ
ঘ. সন্ত্রাস নিয়ন্ত্রণ
১৩. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় ?
ক. ম্যানিলা
খ. টোকিও
গ. দিল্লি
ঘ. ঢাকা
১৪. 'এফবিআই' কোন দেশের গোয়েন্দা সংস্থা ?
ক. যুক্তরাজ্য
খ. জার্মানি
গ. ব্রাজিল
ঘ. আমেরিকা
১৫. সুবর্ণভূমি কোন দেশের বিমানবন্দর ?
ক. ভারত
খ. থাইল্যান্ড
গ. নেপাল
ঘ. বাংলাদেশ
১৬. NATO কোন ধরনের জোট ?
ক. অর্থনৈতিক
খ. রাজনৈতিক
গ. পরিবেশগত
ঘ. সামরিক
১৭. দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (SARRC) গটিত হয় কত সালে ?
ক. ১৯৮২ সালে
খ. ১৯৮৫ সালে
গ. ১৯৮৬ সালে
ঘ. ১৯৮৮ সালে
১৮. রেড আর্মি কোন দেশের গেরিলা সংগঠন ?
ক. জাপান
খ. দক্ষিন সুদান
গ. ভারত
ঘ. পাকিস্তান
১৯. MI6'-কোন দেশের গোয়েন্দা সংস্থা ?
ক. ব্রিটেন
খ. ফ্রান্স
গ. ইরাক
ঘ. জাপান
২০. ওয়ার্ল্ড ফেডারেশন অব এক্সচেঞ্জ (WFE)-এর সদর দপ্তর কোথায় ?
ক. প্যারিস
খ. জেনেভা
গ. লন্ডন
ঘ. দিল্লি
২১. আল-জাজিরা স্যাটেলাইট টেলিভিশনের প্রধান সম্প্রচার কেন্দ্র কোন দেশে অবস্থিত ?
ক. বাহরাইনে
খ. ইরানে
গ. কুয়েতে
ঘ. কাতারে
২২. 'লীগ অব নেশনস' কত সালে বিলুপ্ত হয় ?
ক. ১৯৪৫ সালে
খ. ১৯৫৬ সালে
গ. ১৯৪৬ সালে
ঘ. ১৯৬৬ সালে
২৩. আন্তর্জাতিক সৌর জোট (ISA) গঠিত হয় কবে ?
ক. ৫ নভেম্বর ২০১৫
খ. ৩০ নভেম্বর ২০১৫
গ. ৩০ নভেম্বর ২০১৬
ঘ. ২০ নভেম্বর ২০১৫
২৪. নাসা কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা ?
ক. যুক্তরাষ্ট্র
খ. জার্মানি
গ. ফ্রান্স
ঘ. রাশিয়া
২৫. বিশ্ব ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় ?
ক. ১৯৬৪ সালে
খ. ১৯৪৬ সালে
গ. ১৯৪৪ সালে
ঘ. ১৯৯৪ সালে
Finish The Exam