Home
About Us
Contact
News & Updates
Model Test 10
০১. যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের নায়ক কে ?
ক. জন এফ কেনেডি
খ. আব্রাহাম লিংকন
গ. জর্জ ওয়াশিংটন
ঘ. বিল ক্লিনটন
০২. আইফেল টাওয়ার কোথায় অবস্থিত ?
ক. প্যারিসে
খ. লন্ডনে
গ. মিউনিখে
ঘ. নিউইয়র্কে
০৩. 'ইউরোপের ককপিট' বলা হয় কোন দেশকে ?
ক. ফ্রান্স
খ. জার্মানি
গ. বেলজিয়াম
ঘ. ফিনল্যান্ড
০৪. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন এর নাম কি ?
ক. হোয়াইট হল
খ. প্রেসিডেন্ট হাউস
গ. বাকিংহাম প্যালেস
ঘ. হোয়াইট হাউস
০৫. ব্রিটিশ রাজপরিবারের বাসভবনের নাম ?
ক. বাকিংহাম প্যালেস
খ. এলিজাবেথ প্যালেস
গ. ভিক্টোরিয়া প্যালেস
ঘ. হোয়াইট হাউস
০৬. ইসরাইলকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটি ?
ক. মিশর
খ. লেবানন
গ. ইরাক
ঘ. সৌদি আরব
০৭. উজবেকিস্তানের রাজধানীর নাম ?
ক. ঘার্তুম
খ. তাসখন্দ
গ. প্যারিস
ঘ. বুখারা
০৮. নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম কি ?
ক. ন্যাশন্যালিস্ট পার্টি
খ. অফ্রিকান সোস্যালিস্ট পার্টি
গ. অফ্রিকান ন্যাশন্যালিস্ট পার্টি
ঘ. আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস
০৯. ভারতের লোকসভায় সরকার গঠন করতে নূন্যতম কত আসনের প্রয়োজন ?
ক. ২৭৫
খ. ২৭২
গ. ২৭৩
ঘ. ২৭০
১০. ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?
ক. ভিভিগিরি
খ. এস রাধাকৃষ্ণান
গ. রাজেন্দ্র প্রাসাদ
ঘ. সি রাজা গোপালচারিয়া
১১. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কে ?
ক. আব্রাহাম লিঙ্কন
খ. বারাক ওবামা
গ. জর্জ ওয়াশিংটন
ঘ. রুজভেল্ট
১২. মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন ?
ক. আলবেনিয়া
খ. মেসেডোনিয়া
গ. সার্বিয়া
ঘ. ফ্রান্স
১৩. নরওয়ের রাজধানীর নাম কি ?
ক. অসলো
খ. ব্রাসেলস
গ. প্যারিস
ঘ. কোপেনহেগেন
১৪. কোন দেশ এশিয়া ও ইউরোপ উভয় মহাদেশে বিস্তৃত ?
ক. পাকিস্তান
খ. জাপান
গ. ইরাক
ঘ. তুরস্ক
১৫. স্লোভাকিয়ার রাজধানীর নাম কি ?
ক. বুদাপেস্ট
খ. ব্রাটিস্লাভা
গ. কোপেনহেগেন
ঘ. ব্রাসেলস
১৬. কোন রাজার শাসন আমলে ফরাসি বিপ্লব সূচীত হয় ?
ক. ত্রয়োদশ লুই
খ. চতুর্দশ লুই
গ. পঞ্চদশ লুই
ঘ. ষোড়শ লুই
১৭. গ্রানাডাতে যুক্তরাষ্ট্র কত সালে সামরিক আগ্রাসন চালিয়েছিল ?
ক. ১৯৭৯ সালে
খ. ১৯৮৩ সালে
গ. ১৯৭৬ সালে
ঘ. ১৮৭৯ সালে
১৮. বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট ?
ক. ৪৪ তম
খ. ৪৫ তম
গ. ৪৬ তম
ঘ. ৪২ তম
১৯. ঐতিহাসিক বাবরি মসজিদ ভারতের কোন প্রদেশের অন্তর্ভুক্ত ছিল ?
ক. উত্তর প্রদেশ
খ. বোম্বাই
গ. অন্ধ্র
ঘ. রাজস্থান
২০. ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি ?
ক. চার্চিল
খ. জন ওয়ালপোল
গ. রবার্ট ওয়ালপোল
ঘ. জন এডামস
২১. 'বুলেটের চাইতে ব্যালট শক্তিশালী' উক্তিটি কার ?
ক. হিটলার
খ. চার্চিল
গ. মুসোলিনী
ঘ. লিংকন
২২. নমপেন কোন দেশের রাজধানী ?
ক. থাইল্যান্ড
খ. ভিয়েতনাম
গ. কম্বোডিয়া
ঘ. জাপান
২৩. কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী কবে মৃত্যু বরণ করেন ?
ক. ৫ জুন ২০১৫
খ. ৩ জুন ২০১৬
গ. ৫ জুন ২০১৬
ঘ. ৩ জুন ২০১৭
২৪. দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কি ?
ক. ব্লু হাউজ
খ. হোয়াইট লজ
গ. হোয়াইট হাউজ
ঘ. ক্রোমলিন
২৫. কোপেন হেগেন কোন দেশের রাজধানী ?
ক. ভিয়েতনাম
খ. ডেনমার্ক
গ. বেলজিয়াম
ঘ. জার্মানি
Finish The Exam