Model Test 01
০১. আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ?
     ক. ফিজি
     খ. কুয়েত
     গ. ভ্যাটিকান
     ঘ. মালদ্বীপ
০২. 'তাস' কোন দেশের সংবাদ সংস্থা ?
     ক. রাশিয়া
     খ. চীন
     গ. ভারত
     ঘ. পাকিস্তান
০৩. কবে ফরাসি বিপ্লব সংঘটিত হয় ?
     ক. ১৮৮৯
     খ. ১৭৮৯
     গ. ১৯৮৯
     ঘ. ১৭৭৯
০৪. ওয়াটার লু কোথায় অবস্থিত ?
     ক. জাপানে
     খ. চীনে
     গ. ভারতে
     ঘ. বেলজিয়ামে
০৫. প্রথম বেসরকারি মহাকাশযানের নাম কি ?
     ক. ড্রাগন
     খ. নাসা
     গ. সি ৫
     ঘ. বি ১৬
০৬. বিশ্বের প্রথম মহিলা স্পিকার-
     ক. ফাহমিদা মির্জা
     খ. বারবারা মরি
     গ. হিলারি ক্লিনটন
     ঘ. ড. শিরীন শারমিন
০৭. ঝরণার শহর বলা হয় কোন নগর কে ?
     ক. লন্ডন
     খ. তাসখন্দ
     গ. ইস্তাম্বুল
     ঘ. লুক্সেমবার্গ
০৮. কোন ইউরোপীয়ান দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ?
     ক. পর্তুগাল
     খ. স্পেন
     গ. ফিনল্যান্ড
     ঘ. পোল্যান্ড
০৯. বিন লাদেন হত্যা মিশনে পরিচালিত অপারেশনের নাম কি ছিলো ?
     ক. অপারেশন লাদেন
     খ. অপারেশন জেরোনিমো
     গ. অপারেশন জেরোমিয়া
     ঘ. কোনটিই নয়
১০. 'যুদ্ধই জীবন যুদ্ধই সর্বজনীন' উক্তিটি করেন -
     ক. জর্জ বুশ
     খ. বিল ক্লিনটন
     গ. এডলফ হিটলার
     ঘ. জন এফ কেনেডি
১১. জন এফ কেনেডি মার্কিন যুক্তরাষ্ট্রের কততম রাষ্ট্রপতি ?
     ক. ৩৬ তম
     খ. ২৫ তম
     গ. ৩৫ তম
     ঘ. ৩৫ তম
১২. পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি ?
     ক. মানস সরোবর
     খ. বৈকাল
     গ. ডেড সী
     ঘ. কাসপিয়ান
১৩. লয়াজিরগা কোন দেশের আইন সভা ?
     ক. আফগানিস্তান
     খ. সিরিয়া
     গ. ফিজি
     ঘ. লেবানন
১৪. 'জুলিয়াস সিজার' কেন বিখ্যাত ?
     ক. বর্ণবাদ বিরোধী হিসেবে
     খ. আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে
     গ. বৃটেনের রাজা হিসেবে
     ঘ. রোমার সম্রাট হিসেবে
১৫. স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দান করে ?
     ক. ইরাক
     খ. আলজেরিয়া
     গ. ইরান
     ঘ. সৌদি আরব
১৬. কিরগিস্তানের রাজধানী কোথায় ?
     ক. আলমা আতা
     খ. আশাখাবাদ
     গ. উলানবাটোর
     ঘ. বিশকেক
১৭. আলফ্রেড নোবেল কী আবিষ্কার করেন ?
     ক. কম্পিউটার
     খ. ডিনামাইট
     গ. কয়লা
     ঘ. পোলিও টিকা
১৮. যুক্তরাষ্ট্রের সিনেটের মোট আসনসংখ্যা কতটি ?
     ক. ১০০
     খ. ১০২
     গ. ১০১
     ঘ. ৯৯
১৯. ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে ?
     ক. বেলজিয়াম
     খ. ফ্রান্স
     গ. জার্মানি
     ঘ. ফিনল্যান্ড
২০. বার্লিন প্রাচীর ধ্বংস করা হয় কবে ?
     ক. ১৯৮৯ সালের ১৯ নভেম্বর
     খ. ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারী
     গ. ১৯৮৯ সালের ৯ নভেম্বর
     ঘ. ১৯৮৯ সালের ২৯ নভেম্বর
২১. ইউরোপিয়ান ইউনিয়ন এর একক মুদ্রা চালু হয়েছে -
     ক. ১ মার্চ ২০০০
     খ. ১ জুলাই ২০০১
     গ. ১ জুলাই ১৯৯৯
     ঘ. ১ জানুয়ারী, ১৯৯৯
২২. বার্লিন প্রাচীর তৈরি করেছিল -
     ক. রাশিয়া
     খ. দুই জার্মানি একত্রে
     গ. সাবেক পূর্ব জার্মানি
     ঘ. সাবেক পশ্চিম জার্মানি
২৩. দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে -
     ক. ১৯৪৪ সালের মে মাসে
     খ. ১৯৪৫ সালের মে মাসে
     গ. ১৯৪৩ সালের মে মাসে
     ঘ. ১৯৪২ সালের মে মাসে
২৪. 'ব্লাক ক্যাট' কোন দেশের কমান্ডো বাহিনী ?
     ক. ভারত
     খ. নেপাল
     গ. ইরান
     ঘ. বাংলাদেশ
২৫. নীল নদের দৈর্ঘ্য কত ?
     ক. ৫৬৯৯ কি. মি
     খ. ৬৬৬৯ কি. মি.
     গ. ৬০০০ কি. মি
     ঘ. ৭০০০ কি. মি.