Final Model Test 1
০১. কোনটি ফরেনসিক সাক্ষ্য নয় ?
     ক. ডিএনএ
     খ. ফটোকপি
     গ. পায়ের ছাপ
     ঘ. হাতের তালুর ছাপ
০২. কখন ডিজিটাল রেকর্ডকে দলিলের অন্তর্ভুক্ত করা হয়েছে ?
     ক. ২০২১ সালে
     খ. ২০২২ সালে
     গ. ২০২০ সালে
     ঘ. ২০১২ সালে
০৩. কোন ক্ষেত্রে বিশারদের মতামত সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক নয় ?
     ক. বিক্রয় দলিল
     খ. ডিজিটাল রেকর্ড
     গ. ফরেনসিক সাক্ষ্য
     ঘ. হস্তলিপি বা হাতের লেখা
০৪. সাক্ষ্য আইন ১৮৭২ অনুযায়ী সাক্ষী হিসেবে যোগ্যতার মানদণ্ড কি ?
     ক. শারীরিক সুস্থতা
     খ. জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে এবং উত্তর দিতে পারা
     গ. মামলা সম্পর্কে জ্ঞান
     ঘ. প্রাপ্ত বয়স্ক হওয়া
০৫. "লিখিত বিষয়বস্তু ছাড়া অন্য সকল বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে" সাক্ষ্য আইনের কোথায় বলা হয়েছে ?
     ক. ৫৫ ধারায়
     খ. ৫৬ ধারায়
     গ. ৫৯ ধারায়
     ঘ. ৫৮ ধারায়
০৬. "স্বীকারোক্তি হলো মৌখিক বা লিখিত (অথবা ডিজিটাল রেকর্ডে রয়েছে) বক্তব্য যা বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোন ধারণার সূত্রপাত করে" সাক্ষ্য আইনের কোথায় বলা হয়েছে ?
     ক. ১৮ ধারায়
     খ. ১৬ ধারায়
     গ. ১৭ ধারায়
     ঘ. ১৫ ধারায়
০৭. কোনটি মাধ্যমিক বা গৌণ সাক্ষ্য ?
     ক. সত্যায়িত জাবেদা নকল
     খ. মূল দলিল থেকে প্রস্তুত করা নকল
     গ. যান্ত্রিক পদ্ধতিতে মূল দলিলের নকল বা ফটোকপি
     ঘ. উপরের সব
০৮. ফরেনসিক প্রমাণ সম্পর্কে বিশেষজ্ঞদের মতামত সম্পর্কে সাক্ষ্য আইনের কোথায় বলা হয়েছে ?
     ক. ৪৫ক ধারায়
     খ. ৪৫ ধারায়
     গ. ৪৬ ধারায়
     ঘ. ৪৯ ধারায়
০৯. পিতা মাতার বিবাহ বিচ্ছেদের কত দিনের মধ্যে জন্মগ্রহণ করলে সাক্ষ্য আইনের ১১২ ধারায় আদালত কোন সন্তানকে বৈধ বলে অনুমান করবে ?
     ক. ২৮০ দিন
     খ. ৩৬০ দিন
     গ. ৩৮০ দিন
     ঘ. ১৮০ দিন
১০. সর্বনিম্ন কত বছর বয়সী শিশু আদালতে সাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে পারে ?
     ক. ১২ বছর
     খ. কোন বয়স সীমা নাই
     গ. ১৬ বছর
     ঘ. ১৮ বছর
১১. মৃত্যুকালীন ঘোষণা গ্রহণীয়-
     ক. কেবল ঘোষণাকারীর মৃত্যুর কারণ সংশ্লিষ্ট ফৌজদারী কার্যধারায়
     খ. দেওয়ানী ও ফৌজদারী কার্যধারায়
     গ. কেবল ফৌজদারী কার্যধারায়
     ঘ. কেবল দেওয়ানী কার্যধারায়
১২. কোন দলিলটি মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে ?
     ক. মূল বিক্রয় দলিল
     খ. মূল বন্ধকি দলিল
     গ. মূল বিক্রয় দলিলের ফটোগ্রাফ
     ঘ. মূল বিক্রয় দলিলের খসড়া
১৩. একজন সাক্ষীকে কখন আইনগতভাবে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় ?
     ক. জবানবন্দীর সময়
     খ. জেরার সময়
     গ. পুনঃজবানবন্দীর সময়
     ঘ. প্রাথমিক সাক্ষ্যদানের সময়
১৪. কোনটি ফরেনসিক সাক্ষ্য ?
     ক. রক্ত
     খ. বীর্য
     গ. চুল
     ঘ. উপরের সব
১৫. কোন ধরণের বিবৃতি সর্বদা বিবৃতিদানকারীর বিরুদ্ধে যায় ?
     ক. Dying Declaration
     খ. Admission
     গ. Confession
     ঘ. Dying Deposition
১৬. মেট্রোপলিটন এলাকায় সরকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিতে পারে-
     ক. অতিরিক্ত পুলিশ কমিশনারকে
     খ. যেকোনো ব্যক্তিকে
     গ. তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে
     ঘ. পুলিশ কমিশনারকে
১৭. সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করতে পারে-
     ক. মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
     খ. প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট
     গ. ক্ষমতা প্রাপ্ত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট
     ঘ. উপরের সব
১৮. কোনটি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটদের সাধারণ ক্ষমতা ?
     ক. স্বামী কর্তৃক স্ত্রীকে ধর্ষণের অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা
     খ. স্থানীয় পরিদর্শন করার ক্ষমতা
     গ. পুলিশ তদন্তের সময় বিবৃতি এবং স্বীকারোক্তি রেকর্ড করার ক্ষমতা
     ঘ. মুক্তিপ্রাপ্ত আসামিদের বাসভবন সম্পর্কে অবহিত করার আদেশ দেওয়ার ক্ষমতা
১৯. ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর বিধানানুসারে ভূমি সংক্রান্ত বিরোধের কারণে শান্তি ভঙ্গের আশংকায় কোন ক্রোককৃত সম্পত্তিতে রিসিভার নিয়োগ করেন কে ?
     ক. জেলা ম্যাজিস্ট্রেট
     খ. দেওয়ানী আদালত
     গ. দায়রা জজ
     ঘ. যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট
২০. "গ্রেফতারী পরোয়ানা বাংলাদেশের যে কোন স্থানে কার্যকর করা যাবে" ফৌজদারী কার্যবিধির কোথায় বলা হয়েছে ?
     ক. ৮৩ ধারায়
     খ. ৮২ ধারায়
     গ. ৭২ ধারায়
     ঘ. ৭১ ধারায়
২১. কোনটি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটদের সাধারণ ক্ষমতা ?
     ক. স্বামী কর্তৃক স্ত্রীকে ধর্ষণের অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা
     খ. পুলিশ তদন্তের সময় বিবৃতি এবং স্বীকারোক্তি রেকর্ড করার ক্ষমতা
     গ. মুক্তিপ্রাপ্ত আসামিদের বাসভবন সম্পর্কে অবহিত করার আদেশ দেওয়ার ক্ষমতা
     ঘ. উপরের সব
২২. বিশেষভাবে ক্ষমতা প্রাপ্ত ম্যাজিস্ট্রেটগণ সর্বোচ্চ কত বছর কারাদণ্ড দিতে পারে ?
     ক. ৩ বছর
     খ. ১০ বছর
     গ. ৫ বছর
     ঘ. ৭ বছর
২৩. কোনটি Non-Cognizable Offence ?
     ক. জাল মুদ্রার আমদানী বা রফতানি
     খ. গর্ভপাতকরণ
     গ. ধর্মীয় সমাবেশে গোলমাল সৃষ্টি করা
     ঘ. খুন সহকারে ডাকাতি
২৪. দায়রা জজ কি দণ্ড দিতে পারে ?
     ক. সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ড দিতে পারে
     খ. সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড দিতে পারে
     গ. সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড দিতে পারে
     ঘ. আইনে অনুমোদিত যেকোনো দণ্ড দিতে পারে
২৫. তদন্ত কার্যক্রমে সংশ্লিষ্ট অভিযোগ প্রাথমিক ভাবে প্রমাণিত হলে যে প্রতিবেদন দেওয়া হয় তাকে কি বলে ?
     ক. অভিযোগ পত্র
     খ. চূড়ান্ত প্রতিবেদন
     গ. নালিশ
     ঘ. কেস ডায়েরি
২৬. প্রতিটি জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ পদ হচ্ছে-
     ক. দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট
     খ. জেলা ম্যাজিস্ট্রেট
     গ. তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট
     ঘ. বিশেষ ম্যাজিস্ট্রেট
২৭. অনুসন্ধান (Inquiry) করে-
     ক. পুলিশ
     খ. বিচারিক ম্যাজিস্ট্রেট
     গ. র‍্যাব
     ঘ. বেসরকারী ব্যক্তি
২৮. তদন্তকালে ম্যাজিস্ট্রেট কোন আসামীকে পুলিশ হেফাজতে রাখার জন্য তদন্তকারী পুলিশ কর্মকর্তাকে ক্ষমতা দিতে পারে অনধিক-
     ক. ১৫ দিন
     খ. ৭ দিন
     গ. ৩০ দিন
     ঘ. ২১ দিন
২৯. কোনটি Non-Cognizable Offence ?
     ক. জাল সরকারী ষ্ট্যাম্প দখলে রাখা
     খ. প্রতারণা
     গ. বাংলাদেশী মুদ্রা জালকরণ
     ঘ. রাজপথে বেপরোয়া গাড়ি চালানো
৩০. ফৌজদারী কার্যবিধির ১০৭ ধারা অনুযায়ী দণ্ডিত আসামী ব্যতীত অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার জন্য আদালত সর্বোচ্চ কত দিনের জন্য মুচলেকা দেওয়ার আদেশ দিতে পারেন ?
     ক. ৩ বছর
     খ. ২ বছর
     গ. ১ বছর
     ঘ. ৫ বছর
৩১. দায়রা জজ প্রদত্ত মৃত্যু দণ্ডাদেশ কার্যকর করার পূর্বে অনুমোদন প্রয়োজন হয়-
     ক. রাষ্ট্রপতির
     খ. প্রধানমন্ত্রীর
     গ. হাইকোর্টের
     ঘ. আইন মন্ত্রীর
৩২. জামিন অযোগ্য অপরাধ হলেও নিম্নের কোন ব্যক্তির জামিন মঞ্জুর করা যেতে পারে ?
     ক. অক্ষম
     খ. স্ত্রীলোক
     গ. ১৫ বছরের পুরুষ
     ঘ. উপরের সব
৩৩. The Code of Criminal Procedure, 1898 এর ২০০ ধারার জবানবন্দী গ্রহণ করা বাধ্যতামূলক, যদি অভিযোগটি -- হয়।
     ক. মৌখিক
     খ. থানায় পাঠানো
     গ. লিখিত
     ঘ. অপর আদালত কর্তৃক প্রদত্ত
৩৪. ৩য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত বছরের কারাদণ্ড দিতে পারে ?
     ক. ২ বছরের
     খ. ৩ বছরের
     গ. ৫ বছরের
     ঘ. ৬ বছরের
৩৫. ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারার বিধানসমূহ কোন এলাকায় প্রযোজ্য হবেনা ?
     ক. জেলা সদরে
     খ. মহানগরীতে
     গ. পৌরসভায়
     ঘ. উপজেলা সদরে
৩৬. দেওয়ানী কার্যবিধির ৫৮ ধারা অনুযায়ী দেওয়ানী জারী মামলায় একজন দায়িককে সর্বোচ্চ কত দিন দেওয়ানী আদালতে আটক রাখা যায় ?
     ক. ৬ মাস
     খ. ৩ মাস
     গ. ৬০ দিন
     ঘ. ১৫ দিন
৩৭. "বারিত না হলে দেওয়ানী আদালত সকল প্রকার দেওয়ানী প্রকৃতির মামলার বিচার করবে"- দেওয়ানী কার্যবিধির কোথায় বলা হয়েছে ?
     ক. ১২ ধারায়
     খ. ১১ ধারায়
     গ. ৯ ধারায়
     ঘ. ৮ ধারায়
৩৮. সর্বনিম্ন এখতিয়ারসম্পন্ন আদালত কিভাবে নির্ধারণ হবে ?
     ক. আঞ্চলিক এখতিয়ার দ্বারা
     খ. অর্থিক এখতিয়ার দ্বারা
     গ. আদি এখতিয়ার দ্বারা
     ঘ. বিষয় ভিত্তিক এখতিয়ার দ্বারা
৩৯. কোনটি দেওয়ানী প্রকৃতির মামলা ?
     ক. ধর্ষণের মামলা
     খ. মারামারি নিয়ে মামলা
     গ. রাজনৈতিক অধিকার বিষয়ক মামলা
     ঘ. সম্পত্তির অধিকার নিয়ে মামলা
৪০. বিরোধীয় জমি দুটি জেলায় অবস্থিত হলে তৎসম্পর্কে কোন জেলার আদালতে মামলা করতে হবে ?
     ক. যে জেলায় বাদী বসবাস করে
     খ. যে জেলায় বিবাদী বসবাস করে
     গ. দুটি জেলার যেকোনো একটিতে
     ঘ. তৃতীয় কোন জেলায়
৪১. "ক" এবং 'খ' এর মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে, জমিগুলো কক্সবাজার এবং চট্টগ্রাম উভয় জেলাতেই অবস্থিত, কিন্তু "ক" বসবাস করে সিলেটে এবং "খ" বসবাস করে ঢাকায়। এখন "ক" যদি ঐ বিরোধীয় জমি নিয়ে মামলা করতে চায়, তাহলে কোথায় মামলা করতে হবে ?
     ক. ঢাকায়
     খ. সিলেটে
     গ. চট্টগ্রামে
     ঘ. চট্টগ্রাম অথবা কক্সবাজারে
৪২. কোন আদালতের আদি এখতিয়ার আছে ?
     ক. যুগ্ম জেলা জজ আদালত
     খ. সিনিয়র সহকারী জজ আদালত
     গ. সহকারী জজ আদালত
     ঘ. উপরের সব
৪৩. সিনিয়র সহকারী জজের আর্থিক এখতিয়ার কত ?
     ক. ১৫ লক্ষ টাকা পর্যন্ত
     খ. ২৫ লক্ষ টাকা পর্যন্ত
     গ. ৫ লক্ষ টাকা পর্যন্ত
     ঘ. সীমাহীন
৪৪. যুগ্ম জেলা জজ আদালতের ৫০০০০০০০ টাকা মূল্যমানের মামলার রায়ের বিরুদ্ধে কোথায় আপীল করতে হবে ?
     ক. জেলা জজ আদালতে
     খ. হাইকোর্টে
     গ. যুগ্ম জেলা জজ আদালতে
     ঘ. অতিরিক্ত জেলা জজ আদালতে
৪৫. ২৫০০০০১ টাকা মূল্যমানের দেওয়ানী মামলা কোন আদালতে দায়ের করতে হবে ?
     ক. সিনিয়র সহকারী জজ আদালতে
     খ. যুগ্ম জেলা জজ আদালতে
     গ. অতিরিক্ত জেলা জজ আদালতে
     ঘ. জেলা জজ আদালতে
৪৬. প্রতিনিধিত্বমূলক মামলা দায়ের করা যাবে-
     ক. বাদীর ইচ্ছায়
     খ. ন্যায় বিচারের স্বার্থে
     গ. সরকারের অনুমতি নিয়ে
     ঘ. আদালতের অনুমতি নিয়ে
৪৭. প্লিডিংস সংশোধনের জন্য অনুমতি দেওয়া হলে কত দিনের মধ্যে সংশোধন করতে হবে ?
     ক. ৭ দিনের মধ্যে
     খ. ১৫ দিনের মধ্যে
     গ. ৩০ দিনের মধ্যে
     ঘ. আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে
৪৮. রেস জুডিকাটার ক্ষেত্রে আদালত পরবর্তীতে দায়েরকৃত মামলাটি-
     ক. দুইটাই চালিয়ে যাবেন
     খ. স্থগিতের আদেশ প্রদান করবেন
     গ. খারিজের আদেশ প্রদান করবেন
     ঘ. কোনটিই নয়
৪৯. আরজিতে কোনটি উল্লেখ করতে হবে ?
     ক. আদালতে মামলা
     খ. বাদীর নাম
     গ. বিবাদীর নাম
     ঘ. উপরের সব
৫০. যতাযত এখতিয়ার সম্পন্ন আদালতে কোন বৈধ স্বত্ব সম্পর্কে কোনো মোকদ্দমা চলাকালে বাদী বা বিবাদী নালিশি সম্পত্তি কোনভাবেই হস্তান্তর করিতে পারিবেনা । এই নীতিকে কি বলে ?
     ক. Lispendens
     খ. Set Off
     গ. Res Judicata
     ঘ. Res Sub Judice
৫১. আরজি প্রত্যাখ্যান (Rejection Of Plaint) এর সিদ্ধান্ত কি ?
     ক. আদেশ
     খ. ডিক্রি
     গ. আপীলযোগ্য আদেশ
     ঘ. কোনটিই নয়
৫২. এখতিয়ারবিহীন আদালতে আরজি দাখিল করলে কি হবে ?
     ক. আরজি খারিজ
     খ. আরজি ফেরত
     গ. মামলা ডিসমিস
     ঘ. মামলার কার্যক্রম চলবে
৫৩. আরজিতে যে সকল বিষয় উল্লেখ করতে হবে তা দেওয়ানী কার্যবিধির কোথায় বলা হয়েছে ?
     ক. আদেশ ৭, বিধি ১
     খ. আদেশ ৬, বিধি ১
     গ. আদেশ ৭, বিধি ৪
     ঘ. আদেশ ৮, বিধি ১
৫৪. এক জেলার দেওয়ানী আদালত থেকে অন্য জেলার দেওয়ানী আদালতে মামলা স্থানান্তরের আবেদন করতে হবে-
     ক. জেলা জজ আদালতে
     খ. হাইকোর্টে
     গ. জেলা জজ আদালতে অথবা হাইকোর্টে
     ঘ. কোনটিই নয়
৫৫. ডিক্রি জারীতে আদালতের ক্ষমতা সম্পর্কে দেওয়ানী কার্যবিধির কত ধারায় বলা হয়েছে ?
     ক. ৪১ ধারা
     খ. ২১ ধারা
     গ. ৫১ ধারা
     ঘ. ৬১ ধারা
৫৬. "অপরাধীকে আশ্রয় দান দণ্ডনীয় অপরাধ" সংক্রান্ত বিধান কোন সম্পর্কের ক্ষেত্রে প্রযোজ্য নয় ?
     ক. পিতা-পুত্র
     খ. ভাই-বোন
     গ. স্বামী-স্ত্রী
     ঘ. সন্তান-বৈধ অভিভাবক
৫৭. দণ্ডবিধি ১৮৬০ এর ৪৯৯ ধারায় বর্ণিত মানহানির সংজ্ঞার কয়টি ব্যতিক্রমের উল্লেখ আছে ?
     ক. ৫ টি
     খ. ৬ টি
     গ. ৯ টি
     ঘ. ১০ টি
৫৮. চুরি করতে গিয়ে আসামী যদি স্বেচ্ছাক্রমে আঘাত দেয়, তবে অপরাধটি হবে-
     ক. দস্যুতা
     খ. চুরি
     গ. ডাকাতি
     ঘ. বলপূর্বক আদায়
৫৯. অপরাধীর সংখ্যা ছাড়া নিম্নবর্ণিত কোন দুটি অপরাধের উপাদান অভিন্ন ?
     ক. ডাকাতি ও দস্যুতা
     খ. চুরি ও বলপূর্বক আদায়
     গ. বলপূর্বক আদায় ও ডাকাতি
     ঘ. বলপূর্বক আদায় ও দস্যুতা
৬০. চোরাই মাল জানার পরেও 'ক' একটি টিভি অসাধুভাবে গ্রহণ করে, 'ক' সর্বোচ্চ কত দিনের জন্য দণ্ডিত হবে ?
     ক. ৬ মাস
     খ. ৩ বছর
     গ. ১ বছর
     ঘ. ৫ বছর
৬১. বেআইনিভাবে ১০ বা ততোধিক দিনের জন্য আটক রাখলে সর্বোচ্চ শাস্তির মেয়াদ কত দিন ?
     ক. ৩ বছর
     খ. ৫ বছর
     গ. ৬ বছর
     ঘ. ২ বছর
৬২. কোনো আসামি কারাদণ্ড ভোগকালে মারা গেলে তার উপর আরোপিত অর্থদণ্ডের বিষয়ে কী হবে ?
     ক. অর্থদণ্ডের অর্ধেক আদায় করা যাবে
     খ. অপরাধীর মৃত্যুর কারণে অর্থদণ্ড মওকুফ হয়ে যাবে
     গ. অপরাধীর সম্পত্তি থেকে অর্থদণ্ড আদায় করা যাবে
     ঘ. অপরাধীর উত্তরাধিকারীরা ব্যক্তিগতভাবে অর্থদণ্ডের জন্য দায়ী থাকবেন
৬৩. 'ক' যদি এমন কোন বিষয় মুদ্রণ করে, যা 'খ' এর মানহানিকর বলে সে জানে, তাহলে 'ক' এর শাস্তির মেয়াদ হবে-
     ক. ৫ বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয়
     খ. ২ বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা জরিমানা বা উভয়
     গ. ৯ বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয়
     ঘ. ৩ বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয়
৬৪. সর্বনিম্ন --- জন ব্যক্তির অংশগ্রহণে The Penal Code, 1860 অনুযায়ী দস্যুতা সংঘটিত হতে পারে ।
     ক. ৫ জন
     খ. ৩ জন
     গ. ২ জন
     ঘ. ১ জন
৬৫. The Penal Code 1860 অনুযায়ী নিচের কোনটি গুরুতর আঘাত ?
     ক. বাহুতে আঘাত
     খ. ঘাড়ে ১.৫ ইঞ্চি কাটা আঘাত
     গ. বাম কর্ণের শ্রবণশক্তি স্থায়ীভাবে রহিতকরণ
     ঘ. পায়ে ১ ইঞ্চি পরিমাণ কাটার আঘাত
৬৬. বাংলাদেশের মুদ্রা জাল এ কথা জানা সত্ত্বেও তা ব্যবহার করার শাস্তি কি ?
     ক. সর্বোচ্চ ১০ বছরের কারাদন্ড
     খ. সর্বোচ্চ ৭ বছরের কারাদন্ড ও জরিমানা
     গ. সর্বোচ্চ ১০ বছরের কারাদন্ড ও জরিমানা
     ঘ. সর্বোচ্চ ১২ বছরের কারাদন্ড
৬৭. দন্ডবিধির কত ধারায় সাধারণ উদ্দেশ্য (Commom Object) এর শাস্তির কথা বলা হয়েছে ?
     ক. ৩৫ ধারায়
     খ. ১৩৬ ধারায়
     গ. ৩৪ ধারায়
     ঘ. ১৪৯ ধারায়
৬৮. মারামারির উপাদান কয়টি ?
     ক. ২ টি
     খ. ৩ টি
     গ. ৫ টি
     ঘ. ৬ টি
৬৯. কখন সম্পত্তি সম্পর্কিত আত্মরক্ষার অধিকার মৃত্যু ঘটাইবার ক্ষেত্রেও প্রযোজ্য হয় ?
     ক. রাত্রিবেলা ঘর ভেঙ্গে ঘরে প্রবেশ করলে
     খ. চুরি করলে
     গ. চুরি করার চেষ্টা করলে
     ঘ. দস্যুতার পরিকল্পনা করলে
৭০. দাঙ্গার ক্ষেত্রে সর্বনিম্ন কত জন সদস্য থাকতে হবে-
     ক. ৬ জন
     খ. ৫ জন
     গ. ৩ জন
     ঘ. ২ জন
৭১. 'ক' সদবিশ্বাসে 'খ' এর একটি ঘড়ি তার ('ক') নিজের মনে করে নিয়ে যায় এবং তা ব্যবহার করতে থাকে। 'ক' এর কৃত কাজ-
     ক. চুরি
     খ. প্রতারণা
     গ. অপরাধমূলক বিশ্বাসভঙ্গ
     ঘ. অপরাধ নয়
৭২. যাবজ্জীবন কারাদন্ডে দন্ডনীয় অপরাধ সংঘটনের উদ্দেশ্যে গৃহে অনধিকার প্রবেশের সর্বোচ্চ শাস্তি কি ?
     ক. ৬ বছর কারাদণ্ড
     খ. ৩ বছর কারাদণ্ড
     গ. ৫ বছর কারাদণ্ড
     ঘ. ১০ বছর কারাদণ্ড
৭৩. 'ক' ও 'খ', 'গ' -কে পৃথক সময়ে ক্ষুদ্র মাত্রায় বিষ প্রয়োগে খুন করার চুক্তি করে চুক্তি মোতাবেক বিষ প্রয়োগ করে। কিন্তু 'খ' এর প্রদত্ত বিষের মাত্রার কারণে 'গ' মারা যায়। উক্ত মৃত্যুর জন্য কে/কারা দায়ী ?
     ক. শুধু 'ক'
     খ. শুধু 'খ'
     গ. 'ক' এবং 'খ' উভয়ই
     ঘ. কেউ নয়
৭৪. কোন ক্ষেত্রে দেহের ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার মৃত্যু ঘটাইবার ক্ষেত্রেও প্রযোজ্য হয় ?
     ক. ধর্ষণের অভিপ্রায় নিয়ে আক্রমণ করলে
     খ. মনুষ্যহরণ বা অপহরণের অভিপ্রায় নিয়ে আক্রমণ করলে
     গ. এমন আক্রমণ যা গুরুতর জখমের যুক্তিসঙ্গত আশঙ্কা সৃষ্টি করে
     ঘ. উপরের সব
৭৫. বাসগৃহ হইতে চুরির সর্বোচ্চ কারাদণ্ড কত বছর ?
     ক. ৭ বছর
     খ. ৫ বছর
     গ. ৩ বছর
     ঘ. ১ বছর
৭৬. সুনির্দিষ্ট প্রতিকার প্রাপ্তির বিষয়টি-
     ক. একচ্ছত্র অধিকার
     খ. আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা
     গ. দেওয়ানী অধিকার
     ঘ. সাংবিধানিক অধিকার
৭৭. The Specific Relief Act, 1877 অনুযায়ী রিসিভার নিয়োগের ক্ষেত্রে কোনটি সঠিক ?
     ক. রিসিভার নিয়োগের পদ্ধতি Specific Relief Act দ্বারা নিয়ন্ত্রিত
     খ. রিসিভার নিয়োগের পদ্ধতি Code of Civil Procedure দ্বারা নিয়ন্ত্রিত
     গ. Specific Relief Act এর অধীনে রিসিভার নিয়োগের কোন সুযোগ নাই
     ঘ. রিসিভার নিয়োগের আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারে না
৭৮. "যে চুক্তি পক্ষসমূহের ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল সেই সকল চুক্তি সুনির্দিষ্ট ভাবে বলবৎযোগ্য না"। সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোথায় বলা হয়েছে ?
     ক. ২১ ধারায়
     খ. ১৬ ধারায়
     গ. ১৫ ধারায়
     ঘ. ২২ ধারায়
৭৯. 'ক' ফুটপাতের উপর অস্থায়ী দোকান নির্মান করে ব্যবসা করছে, কিন্তু সিটিকর্পোরেশনের সেটি ভেঙ্গে দিয়ে 'ক' এর পণ্যসমূহ নিয়ে গেল। এক বছর পর 'ক' সিটিকর্পোরেশনের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারায় মামলা করলে -
     ক. মামলাটি বারিত হবেনা
     খ. মামলাটি সরকারের বিরুদ্ধে তাই মামলাটি বারিত হবে
     গ. ফুটপাতের উপর তার স্বত্ব না থাকাতে মামলাটি বারিত হবে
     ঘ. কোনটিই নয়
৮০. 'ক' কিছু রেলওয়ের শেয়ার বিক্রি করবে বলে 'খ' এর সাথে চুক্তি করে, কিন্তু পরবর্তীতে 'ক' বিক্রি করতে অস্বীকার করে। 'খ' এর প্রতিকার কি ?
     ক. আর্থিক ক্ষতিপূরণ
     খ. চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন করা যাবেনা
     গ. চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন
     ঘ. কোনটিই নয়
৮১. কোন ধরণের সম্পত্তি হস্তান্তরের চুক্তি ভঙ্গের প্রতিকার পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে দেওয়া যায় ?
     ক. জমি বিক্রয়ের চুক্তি
     খ. ফ্ল্যাট বিক্রয়ের চুক্তি
     গ. গাড়ি বিক্রয়ের চুক্তি
     ঘ. স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তি
৮২. The Specific Relief Act, 1877 অনুযায়ী নিম্নের কোন ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য নয় ?
     ক. যেক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত প্রতিকার
     খ. যেক্ষেত্রে চুক্তি সম্পাদনে ক্রমাগত ৩ বছরের অধিক সময় প্রয়োজন
     গ. যেক্ষেত্রে শর্তাবলী পক্ষগণের ব্যক্তিগত যোগ্যতা বা সংকল্পের উপর নির্ভরশীল
     ঘ. উপরের সবগুলো সঠিক
৮৩. The Specific Relief Act, 1877 এর ৯ ধারায় দখল পুনরুদ্ধারের জন্য মামলা দায়েরের সময়সীমা বেদখলের তারিখ থেকে --
     ক. ৬ মাস
     খ. ১ বছর
     গ. ৩ মাস
     ঘ. ২ মাস
৮৪. সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য হবেনা-
     ক. দণ্ডমূলক আইন কার্যকর করার ক্ষেত্রে
     খ. দেওয়ানী কার্যবিধির ক্ষেত্রে
     গ. দেওয়ানী প্রতিকারের জন্য
     ঘ. উপরের সব
৮৫. সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার করার মামলা করতে হয় ?
     ক. ৮ ধারা
     খ. ১০ ধারা
     গ. ১২ ধারা
     ঘ. ১৬ ধারা
৮৬. 'Exclusion Of Time In legal Proceedings' সম্পর্কিত বিধান The Limitation Act, 1908 এর কত ধারায় রয়েছে ?
     ক. ১৪ ধারায়
     খ. ১০ ধারায়
     গ. ১৩ ধারায়
     ঘ. ১৫ ধারায়
৮৭. তামাদি আইন কখন থেকে কার্যকর হয় ?
     ক. ১৯০৮ সালের ১লা জানুয়ারী
     খ. ১৮০৯ সালের ১লা জানুয়ারী
     গ. ১৯০৯ সালের ১লা জানুয়ারী
     ঘ. ১৭০৯ সালের ১লা জানুয়ারী
৮৮. বিক্রয় রদের মামলা দায়েরের তামাদি মেয়াদ কত ?
     ক. ২ বছর
     খ. ১ বছর
     গ. ৬ মাস
     ঘ. ৯০ দিন
৮৯. ভুল আদালতে মামলা করায় বিলম্ব হলে বিলম্ব মওকুফের জন্য তামাদি আইনের কত ধারায় আবেদন করবেন ?
     ক. ১৬ ধারায়
     খ. ১৫ ধারায়
     গ. ১২ ধারায়
     ঘ. ১৪ ধারায়
৯০. বিবাহ বিচ্ছেদের পর বিলম্বিত দেনমোহরের জন্য একজন মুসলিম স্ত্রী কর্তৃক মামলা দায়েরের ক্ষেত্রে তামাদি সময়কাল হলো-
     ক. ১ বছর
     খ. ২ বছর
     গ. ৩ বছর
     ঘ. ৬ মাস
৯১. তামাদি আইনের ৬ ধারা অনুযায়ী কোনটি আইনগত অপারগতা ?
     ক. নাবালকত্ব
     খ. উন্মাদ
     গ. জড় বুদ্ধি
     ঘ. উপরের সব
৯২. লিখিত এবং রেজিস্ট্রিকৃত চুক্তিভঙ্গের জন্য ক্ষতিপূরণের মামলা দায়েরের তামাদির সময়কাল কত ?
     ক. ৬ মাস
     খ. ৩ বছর
     গ. ২ বছর
     ঘ. ৬ বছর
৯৩. তামাদি আইনের কত ধারায় তামাদি গননায় প্রতারণার ফলাফল সম্পর্কে বলা হয়েছে ?
     ক. ১৬ ধারায়
     খ. ১৮ ধারায়
     গ. ১৯ ধারায়
     ঘ. ১২ ধারায়
৯৪. তামাদি আইনের ৬ ধারায় মোট কয়টি আইনগত অপারগতা উল্লেখ আছে ?
     ক. ৩ টি
     খ. ২ টি
     গ. ৫ টি
     ঘ. ৬ টি
৯৫. 'ক' নাবালক থাকা অবস্থায় দখলচুত্য হয় এবং ৭ বছর পর সাবাল হয়ে সম্পত্তিতে দখল পুনরুদ্ধারের মামলা করার অধিকার অর্জন করে, এখন 'ক' সাবালক হওয়ার পর কত দিনের মধ্যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারায় মামলা করতে পারবে ?
     ক. ২ বছরের মধ্যে
     খ. ৩ বছরের মধ্যে
     গ. ৬ মাসের মধ্যে
     ঘ. ৬ বছরের মধ্যে
৯৬. একজন আইনজীবীর জন্য নিম্নের কোন কাজটি আচরণ বিধির লঙ্গন ?
     ক. ফি নির্ধারণের ক্ষেত্রে সময় ও শ্রমকে বিবেচনায় নেওয়া
     খ. মামলা পরিচালনা করতে সম্মত না হওয়া
     গ. নিজে অপারগ হলে অন্যকোন সন্তোষজনক ব্যবস্থায় শুনানী সম্পন্ন করা
     ঘ. আইন পেশার পাশাপাশি আরেকটি ব্যবসা করা
৯৭. কে বার কাউন্সিলের সচিব হিসেবে সরকার কর্তৃক নিয়োগ পেতে পারেন ?
     ক. শুধু একজন জেলা জজ
     খ. শুধু একজন অতিরিক্ত জেলা জজ
     গ. যেকোনো বিচার বিভাগীয় কর্মকর্তা
     ঘ. জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ
৯৮. কত জন সদস্য নিয়ে বার কাউন্সিলের আইন শিক্ষা কমিটি গঠিত হয় ?
     ক. ৩ জন
     খ. ৬ জন
     গ. ৯ জন
     ঘ. ৫ জন
৯৯. কোনটি আইনজীবী হওয়ার যোগ্যতা ?
     ক. ২১ বছর বয়স হতে হবে
     খ. বাংলাদেশের নাগরিক হতে হবে
     গ. আইন বিষয়ে ডিগ্রি থাকতে হবে
     ঘ. উপরের সব
১০০. কত জন সদস্য নিয়ে বার কাউন্সিল ট্রাইব্যুনাল গঠিত হয় ?
     ক. ৩ জন
     খ. ২ জন
     গ. ৫ জন
     ঘ. ৬ জন