Home
Contact
CrPC Model Test 01
০১. কোনটি প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা নয় ?
ক. দোষস্বীকারোক্তি লিপিবদ্ধ করা
খ. দণ্ডবিধিভুক্ত যে কোনো অপরাধ আমলে গ্রহণ
গ. বিচারের জন্য সোপর্দ করা
ঘ. জামিনদারকে রেহাই দেওয়া
০২. বিচার চলাকালে ১ বছর হাজতে থাকা একজন আসামীর ৫ বছরের কারাদণ্ডের আদেশ হয়, দণ্ডিত আসামীকে কত দিন কারাগারে সাজা ভোগ করতে হবে ?
ক. ৬ বছর
খ. ৫ বছর
গ. ৪ বছর
ঘ. ৩ বছর
০৩. মহানগর এলাকায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কি নামে পরিচিত ?
ক. চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
খ. মহানগর ম্যাজিস্ট্রেট
গ. অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
ঘ. অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
০৪. নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়-
ক. জুডিসিয়াল সার্ভিসে নিয়োগকৃত ব্যক্তিদের মধ্যে হতে
খ. সরকারী কর্মকমিশন হতে
গ. আপীল বিভাগের আইনজীবী হতে
ঘ. বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) হতে
০৫. মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের বেঞ্চের অধিবেশন সময় এবং স্থান নির্ধারণ করেন কে ?
ক. চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
খ. চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
গ. দায়রা জজ
ঘ. পুলিশ কমিশনার
০৬. ফৌজদারী কার্যবিধির ২৯গ ধারাবলে বিশেষ ক্ষমতা প্রাপ্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত বছরের সাজা দিতে পারে ?
ক. ৫ বছর
খ. ১০ বছর
গ. ৩ বছর
ঘ. ৭ বছর
০৭. ফৌজদারী কার্যবিধির ২৯গ ধারাবলে ক্ষমতা প্রাপ্ত অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে কি ধরণের অপরাধের বিচার করতে পারে ?
ক. ১০ বছর পর্যন্ত শাস্তিযোগ্য অপরাধের
খ. মৃত্যুদণ্ড ছাড়া যেকোন শাস্তিযোগ্য অপরাধের
গ. ৭ বছর পর্যন্ত শাস্তিযোগ্য অপরাধের
ঘ. যেকোন অপরাধের
০৮. দায়রা জজ কে নিয়োগ দেন ?
ক. রাষ্ট্রপতি
খ. প্রধানমন্ত্রী
গ. আইনমন্ত্রী
ঘ. প্রধান বিচারপতি
০৯. যে ব্যক্তির বিরুদ্ধে হুলিয়া জারি করা হয় হয়েছে সে ব্যক্তি ছাড়া অন্য কোন ব্যক্তি সম্পত্তি ক্রোকের আদেশের তারিখ হতে কত দিনের মধ্যে ক্রোকি সম্পত্তি বিষয়ে আদালতে আপত্তি দাখিল করতে পারবে ?
ক. ২ মাস
খ. ৩০ দিন
গ. ৬ মাস
ঘ. ১৫ দিন
১০. কোন আদালত পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোকের আদেশ দিতে পারে ?
ক. যে আদালত পলাতক ব্যক্তির জন্য হুলিয়া জারি করেছে
খ. জেলা ম্যাজিস্ট্রেট
গ. দায়রা আদালত
ঘ. নির্বাহী ম্যাজিস্ট্রেট
১১. ফৌজদারী কার্যবিধির ১১৮ ধারায় মুচলেকার আদেশ দিলে তার বিরুদ্ধে প্রতিকার কি ?
ক. রিভিশন
খ. রিভিউ
গ. আপীল
ঘ. উপরের সব
১২. ফৌজদারী কার্যবিধির কত ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দিতে পারে ?
ক. ১২৬ ধারা
খ. ১২৭ ধারা
গ. ২২৭ ধারা
ঘ. ১২৫ ধারা
১৩. মেট্রোপলিটন এলাকায় সামরিক শক্তি প্রয়োগ করে বেআইনী সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দিতে পারে ?
ক. থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
খ. বিচারিক ম্যাজিস্ট্রেট
গ. নির্বাহী ম্যাজিস্ট্রেট
ঘ. পুলিশ কমিশনার
১৪. নিম্নের কোন ব্যক্তি পদাধিকার বলে জাস্টিস অব দি পিস ?
ক. মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
খ. জেলা ম্যাজিস্ট্রেট
গ. পুলিশ সুপারিন্টেনডেন্ট
ঘ. বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট
১৫. ফৌজদারী কার্যবিধি কখন থেকে কার্যকর হয় ?
ক. ১লা জুলাই ১৮৭২
খ. ১লা জুলাই ১৮৯৮
গ. ১লা জুন ১৮৯৮
ঘ. ১লা জুলাই ১৯০৮
১৬. ফৌজদারী কার্যবিধিতে মোট কয়টি তফসিল আছে ?
ক. ৩ টি
খ. ৫ টি
গ. ৪ টি
ঘ. ৬ টি
১৭. আমলযোগ্য অপরাধ সম্পর্কে ফৌজদারী কার্যবিধির কোথায় বলা হয়েছে ?
ক. ৩য় তফসিলে
খ. ৫ম তফসিলে
গ. ২য় তফসিলে
ঘ. ৪র্থ তফসিলে
১৮. জামিনঅযোগ্য অপরাধ সম্পর্কে ফৌজদারী কার্যবিধির কোথায় বলা হয়েছে ?
ক. ৩য় তফসিলে
খ. ২য় তফসিলে
গ. ৫ম তফসিলে
ঘ. ৪র্থ তফসিলে
১৯. প্রতিটি জেলায় সর্বোচ্চ ফৌজদারী আদালতের বিচারক হন-
ক. জেলা জজ
খ. চীফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট
গ. জেলা ম্যাজিস্ট্রেট
ঘ. দায়রা জজ
২০. দায়রা আদালতে কয়টি স্তরের বিচারক থাকতে পারে ?
ক. ৩ টি
খ. ৫ টি
গ. ২ টি
ঘ. ৪ টি
২১. অতিরিক্ত দায়রা জজ কে নিয়োগ দেন ?
ক. প্রধানমন্ত্রী
খ. দায়রা জজ
গ. রাষ্ট্রপতি
ঘ. প্রধান বিচারপতি
২২. ফৌজদারী কার্যবিধির কত ধারায় বিশেষ ম্যাজিস্ট্রেট সম্পর্কে বলা হয়েছে ?
ক. ১০ ধারায়
খ. ১২ ধারায়
গ. ১৫ ধারায়
ঘ. ১১ ধারায়
২৩. যুগ্ম দায়রা জজ সর্বোচ্চ কত বছরের কারাদণ্ড দিতে পারে ?
ক. ৫ বছর
খ. ১০ বছর
গ. ১২ বছর
ঘ. ৭ বছর
২৪. ১৫ বছরের নিচের কোন শিশু মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ ব্যতিত অন্য কোন অপরাধ করলে, সেই অপরাধের বিচার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট করতে পারবে- ফৌজদারী কার্যবিধির কোথায় বলা হয়েছে ?
ক. ধারা ২৯ খ
খ. ধারা ৩৩
গ. ধারা ১৯
ঘ. ধারা ৫৫
২৫. বিচার চলাকালীন আসামী "ক" যে মেয়াদের কারাবাস ভোগ করেছে তা যদি সে যে দণ্ডে দণ্ডিত হয়েছে তার মেয়াদ অপেক্ষা বেশী হয়, তাহলে ?
ক. অর্থদণ্ড দেওয়া হবে
খ. তাকে কারাবাস থেকে ছেড়ে দেওয়া হবে
গ. নতুন করে কারাবাস শুরু হবে
ঘ. কোনটিই নয়
Finish The Exam