Home
Contact
CPC Model Test 02
০১. কোন আদালতে মূল মামলা দায়ের করা যায়না ?
ক. অতিরিক্ত জেলা জজ আদালতে
খ. জেলা জজ আদালতে
গ. যুগ্ম জেলা জজ আদালতে
ঘ. সিনিয়র সহকারী জজ আদালতে
০২. সহকারী জজের আর্থিক এখতিয়ার কত ?
ক. ১৫ লক্ষ টাকা পর্যন্ত
খ. ২৫ লক্ষ টাকা পর্যন্ত
গ. ৫ লক্ষ টাকা পর্যন্ত
ঘ. সীমাহীন
০৩. কোনটি রেস সাব জুডিস এর শর্ত ?
ক. দুইটি মামলা থাকতে হবে যার একটি পূর্বে দায়েরকৃত এবং অন্যটি পরবর্তীতে দায়েরকৃত
খ. উভয় মামলার বিচার্য বিষয় প্রত্যক্ষ এবং মৌলিকভাবে একই
গ. উভয় মামলা একই পক্ষগণের বা তাদের প্রতিনিধিদের মধ্যে হতে হবে
ঘ. উপরের সব
০৪. দেওয়ানী কার্যবিধির কত ধারায় আদালত স্বপ্রণোদিত হয়ে মামলা স্থানান্তরের আদেশ দিতে পারেন ?
ক. ২২ ধারায়
খ. ১৫ ধারায়
গ. ২৪ ধারায়
ঘ. ১৯ ধারায়
০৫. যুগ্ম জেলা জজ আদালতের ৫০০০০০০০ টাকা মূল্যমানের মামলার রায়ের বিরুদ্ধে কোথায় আপীল করতে হবে ?
ক. হাইকোর্টে
খ. জেলা জজ আদালতে
গ. যুগ্ম জেলা জজ আদালতে
ঘ. অতিরিক্ত জেলা জজ আদালতে
০৬. প্রত্যেকটি দেওয়ানী মামলা কোথায় দায়ের করতে হবে ?
ক. যোগ্যতাসম্পন্ন সর্বোচ্চ পর্যায়ের আদালতে
খ. যোগ্যতাসম্পন্ন সর্বনিম্ন পর্যায়ের আদালতে
গ. যোগ্যতাসম্পন্ন সমমান পর্যায়ের আদালতে
ঘ. যেকোনো আদালতে
০৭. যুগ্ম জেলা জজের আর্থিক এখতিয়ার কত ?
ক. ৫ লক্ষ টাকা পর্যন্ত
খ. ১৫ লক্ষ টাকা পর্যন্ত
গ. সীমাহীন
ঘ. ২৫ লক্ষ টাকা পর্যন্ত
০৮. ২৫০০০০১ টাকা মূল্যমানের দেওয়ানী মামলা কোন আদালতে দায়ের করতে হবে ?
ক. জেলা জজ আদালতে
খ. অতিরিক্ত জেলা জজ আদালতে
গ. সিনিয়র সহকারী জজ আদালতে
ঘ. যুগ্ম জেলা জজ আদালতে
০৯. রেস জুডিকাটার ক্ষেত্রে আদালত পরবর্তীতে দায়েরকৃত মামলাটি-
ক. খারিজের আদেশ প্রদান করবেন
খ. স্থগিতের আদেশ প্রদান করবেন
গ. দুইটাই চালিয়ে যাবেন
ঘ. কোনটিই নয়
১০. দেওয়ানী কার্যবিধির ২২ ধারায় কে মামলা স্থানান্তরের আবেদন করতে পারে ?
ক. বাদী
খ. বাদী এবং বিবাদী উভয়ই
গ. বিবাদী
ঘ. কোনটিই নয়
১১. একই জেলার অধীন এক আদালত থেকে অন্য আদালতে মামলা স্থানান্তরের আবেদন কোথায় করতে হবে ?
ক. হাইকোর্টে
খ. জেলা জজ আদালতে
গ. জেলা জজ আদালতে অথবা হাইকোর্টে
ঘ. কোনটিই নয়
১২. কোন ধরণের আদালতে মূল মামলা দায়ের করা যায় ?
ক. আদি এখতিয়ারসম্পন্ন আদালতে
খ. আপীল এখতিয়ারসম্পন্ন আদালতে
গ. যেকোনো দেওয়ানী আদালতে
ঘ. উপরের সব
১৩. ১৫০০০০১ টাকা মূল্যমানের দেওয়ানী মামলা কোন আদালতে দায়ের করতে হবে ?
ক. যুগ্ম জেলা জজ আদালতে
খ. সিনিয়র সহকারী জজ আদালতে
গ. জেলা জজ আদালতে
ঘ. অতিরিক্ত জেলা জজ আদালতে
১৪. দেওয়ানী কার্যবিধির কোথায় রেস জুডিকাটা সম্পর্কে বলা হয়েছে ?
ক. ১০ ধারায়
খ. ১১ ধারায়
গ. ৯ ধারায়
ঘ. ৬ ধারায়
১৫. যুগ্ম জেলা জজ আদালতের ৫০০০০০০১ টাকা মূল্যমানের মামলার রায়ের বিরুদ্ধে কোথায় আপীল করতে হবে ?
ক. জেলা জজ আদালতে
খ. যুগ্ম জেলা জজ আদালতে
গ. হাইকোর্টে
ঘ. অতিরিক্ত জেলা জজ আদালতে
১৬. দেওয়ানী কার্যবিধির কোথায় রেস সাব জুডিস সম্পর্কে বলা হয়েছে ?
ক. ১১ ধারায়
খ. ১০ ধারায়
গ. ৯ ধারায়
ঘ. ৬ ধারায়
১৭. দেওয়ানী আপীল স্থানান্তরের আবেদন করতে হয় দেওয়ানী কার্যবিধির কত ধারা অনুযায়ী ?
ক. ২২ ধারা
খ. ২৪ ধারা
গ. ২১ ধারা
ঘ. ১৯ ধারা
১৮. জেলা জজ থেকে আপীল প্রত্যাহার করতে পারে-
ক. এটর্নি জেনারেল
খ. আপীল বিভাগ
গ. হাইকোর্ট
ঘ. প্রধানমন্ত্রী
১৯. এক জেলার দেওয়ানী আদালত থেকে অন্য জেলার দেওয়ানী আদালতে মামলা স্থানান্তরের আবেদন করতে হবে-
ক. হাইকোর্টে
খ. জেলা জজ আদালতে
গ. জেলা জজ আদালতে অথবা হাইকোর্টে
ঘ. কোনটিই নয়
২০. এখতিয়ারসম্পন্ন আদালত কর্তৃক চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত কোন বিচারিক বিষয়কে পরবর্তীতে পূনরায় বিচার করা যাবেনা- এই নীতিকে কি বলে ?
ক. রেস সাব জুডিস
খ. স্টপেল
গ. রেস জুডিকাটা
ঘ. কোনটিই নয়
২১. কোনটি রেস সাব জুডিস এর শর্ত নয় ?
ক. পূর্ববর্তী মামলাটি চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত হতে হবে
খ. পূর্ববর্তী মামলাটি অবশ্যই বিচারাধীন থাকতে হবে
গ. উভয় মামলা একই পক্ষগণের মধ্যে হতে হবে
ঘ. উভয় মামলার বিচার্য বিষয় প্রত্যক্ষ এবং মৌলিকভাবে একই
২২. রেস সাব জুডিস নীতি প্রযোজ্য হবেনা, যদি মামলাটি বিচারাধীন থাকে-
ক. সুপ্রিম কোর্টে
খ. বিদেশী কোন আদালতে
গ. বাংলাদেশের কোন আদালতে
ঘ. বাংলদেশের বাহিরে বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত বা চলিত কোন আদালতে
২৩. দেওয়ানী কার্যবিধির ২৪ ধারায় কে মামলা স্থানান্তরের আবেদন করতে পারে ?
ক. বাদী
খ. বিবাদী
গ. বাদী এবং বিবাদী উভয়ই
ঘ. কোনটিই নয়
২৪. ২৫০০০০০ টাকা মূল্যমানের দেওয়ানী মামলা কোন আদালতে দায়ের করতে হবে ?
ক. সিনিয়র সহকারী জজ আদালতে
খ. যুগ্ম জেলা জজ আদালতে
গ. অতিরিক্ত জেলা জজ আদালতে
ঘ. জেলা জজ আদালতে
২৫. সিনিয়র সহকারী জজ আদালতের ২৪৫০০০০ টাকা মূল্যমানের মামলার রায়ের বিরুদ্ধে কোথায় আপীল করতে হবে ?
ক. হাইকোর্টে
খ. যুগ্ম জেলা জজ আদালতে
গ. অতিরিক্ত জেলা জজ আদালতে
ঘ. জেলা জজ আদালতে
Finish The Exam