CPC Model Test 01
০১. দেওয়ানী কার্যবিধি ১৯০৮ অনুযায়ী Public Nuisance প্রতিরোধে নিষেধাজ্ঞার জন্য কে মামলা করতে পারেন ?
     ক. Government Pleader
     খ. Attorny General
     গ. Public Prosecutor
     ঘ. জেলা প্রশাসক
০২. "শুনানীকালে আদালতের নিকট যদি প্রতীয়মান হয় যে, কোন ব্যক্তি, যে আদালতের ডিক্রি হতে আপীল করা হয়েছে, সেই আদালতে মোকদ্দমায় পক্ষ ছিল, কিন্তু আপীলে তাকে পক্ষ করা হয়নি এরূপ কোন ব্যক্তি আপীলের ফলাফলের সহিত স্বার্থ সংশ্লিষ্ট রয়েছে, সেক্ষেত্রে আদালত ঐ ব্যক্তিকে আপীলের প্রতিবাদী পক্ষভুক্ত করার নির্দেশ দিতে পারে" - দেওয়ানী কার্যবিধির কোথায় বলা হয়েছে ?
     ক. আদেশ ৪১, বিধি ২৪
     খ. আদেশ ৪১, বিধি ২৩
     গ. আদেশ ৪১, বিধি ২০
     ঘ. আদেশ ৪১, বিধি ১৬
০৩. প্রত্যেকটি আপীল মেমোতে স্বাক্ষর করবে-
     ক. আপীলকারী বা তার উকিল
     খ. উকিল এবং প্রতিবাদী
     গ. আপীলকারী এবং তার উকিল
     ঘ. আপীলকারী বা প্রতিবাদী
০৪. দেওয়ানী কার্যধারার কোন ত্রুটি সংশোধনের জন্য আদালত এখতিয়ার প্রয়োগ করেন The Code Of Civil prosedure এর-
     ক. ১৫২ ধারায়
     খ. Order-VI, Rule-17 অনুযায়ী
     গ. ১৫১ ধারায়
     ঘ. ১৫৩ ধারায়
০৫. আপীল শুনানীর দিন আপীলকারী অনুপস্থিত থাকলে, আদালত কি করবেন ?
     ক. আপীলটি খারিজ করে দিতে পারে
     খ. আপীলকারীকে কারণ দর্শাতে বলতে পারে
     গ. রায় ঘোষণা করতে পারে
     ঘ. একতরফা ভাবে আপীল শুনানী করতে পারে
০৬. আপীল শুনানীর দিন আপীলকারী হাজি কিন্তু প্রতিবাদী অনুপস্থিত থাকলে, আদালত কি করবেন ?
     ক. আপীলটি খারিজ করে দিতে পার
     খ. আপীলকারীকে কারণ দর্শাতে বলতে পারে
     গ. রায় ঘোষণা করতে পারে
     ঘ. একতরফা ভাবে আপীল শুনানী করতে পারে
০৭. আদালত যদি মনে করেন আদালতের সামনে হাজির নেই এমন কোন ব্যক্তির জবানবন্দি গ্রহণ করা ছাড়া বিচার্য বিষয় গঠন করা সম্ভব না, তখন আদালত সর্বোচ্চ কত দিনের জন্য বিচার্য বিষয় গঠন মুলতবি রাখতে পারেন ?
     ক. ৩০ দিন
     খ. ১৫ দিন
     গ. ৪৫ দিন
     ঘ. ৬০ দিন
০৮. দেওয়ানী কার্যবিধির কত ধারায় Interpleader Suit দায়ের এর বিধান আছে ?
     ক. ৮৮
     খ. ৯০
     গ. ৯২
     ঘ. ৮২
০৯. কখন আদালত বিচার্য বিষয় সংশোধন করতে পারে ?
     ক. সাক্ষ্য গ্রহনের সময়
     খ. রায় ঘোষণার পূর্বে
     গ. ডিক্রি প্রদানের পূর্বে যেকোনো সময়
     ঘ. লিখিত জবাব দাখিলের পুর্বে
১০. প্রত্যেক দেওয়ানী মামলা দায়ের করতে হবে-
     ক. আরজি দাখিলের মাধ্যমে
     খ. লিখিত জবাব দাখিলের মাধ্যমে
     গ. হলফনামার মাধ্যমে
     ঘ. প্লিডিংস দাখিলের মাধ্যমে
১১. আরজিতে যে সকল বিষয় উল্লেখ করতে হবে তা দেওয়ানী কার্যবিধির কোথায় বলা হয়েছে ?
     ক. আদেশ ৭, বিধি ২
     খ. আদেশ ৯, বিধি ১
     গ. আদেশ ৭, বিধি ১
     ঘ. আদেশ ৬, বিধি ১
১২. কখন আরজি প্রত্যাখ্যান হবে ?
     ক. এডভোকেটের নাম না থাকলে
     খ. অপর্যাপ্ত ষ্ট্যাম্প পেপারে লিখলে
     গ. হলফনামা না থাকলে
     ঘ. উপরের সব
১৩. কোন আদেশটি ডিক্রি হিসেবে গণ্য হবে ?
     ক. আরজি ফেরতের আদেশ
     খ. আরজি সংশোধনের আদেশ
     গ. আরজি গ্রহণের আদেশ
     ঘ. আরজি প্রত্যাখ্যানের আদেশ
১৪. মোকদ্দমার মূল্যমান সংশোধনের সর্বাধিক সময় কত দিন হতে পারে ?
     ক. ২১ দিন
     খ. ৭ দিন
     গ. ১৪ দিন
     ঘ. ৩০ দিন
১৫. ডিক্রি জারির জন্য আটককৃত দেনাদার কত দিনের মধ্যে নিজেকে দেউলিয়া ঘোষণা করবে বলে জামানত দিলে, আদালত তাকে মুক্তি দিতে পারে ?
     ক. ১৫ দিন
     খ. ৩০ দিন
     গ. ৬০ দিন
     ঘ. ৯০ দিন
১৬. দেওয়ানী কার্যবিধির কোথায় মোকদ্দমার আপস সম্পর্কে বলা হয়েছে ?
     ক. আদেশ ২৩, বিধি ১
     খ. আদেশ ২১, বিধি ৩
     গ. আদেশ ২৩, বিধি ৩
     ঘ. আদেশ ২৩, বিধি ৬
১৭. নোটিশ ছাড়া সরকারের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা হলে সরকারকে লিখিত জবাব দাখিলের জন্য আদালত --- সময় দিবে।
     ক. ২ মাস
     খ. ১ মাস
     গ. ৩ মাস
     ঘ. ৬ মাস
১৮. দেওয়ানী কার্যবিধির কোথায় স্বার্থবিহীন মামলা (Interpleader Suit) সম্পর্কে বলা হয়েছে ?
     ক. আদেশ ২৫
     খ. আদেশ ৩৫
     গ. আদেশ ২৩
     ঘ. আদেশ ১৬
১৯. আদালত কোন ক্ষেত্রে প্লিডিংস সংশোধনের আদেশ দিতে পারে ?
     ক. প্লিডিংস অপ্রয়োজনীয় হলে
     খ. প্লিডিংস এ মানহানিকর কথা থাকলে
     গ. প্লিডিংস এ বিব্রতকর কথা থাকলে
     ঘ. উপরের সব
২০. স্বার্থবিহীন মামলায় (Interpleader Suit) সর্বনিম্ন কতজন বিবাদী থাকতে হবে ?
     ক. ২ জন
     খ. ৩ জন
     গ. ৫ জন
     ঘ. ৬ জন
২১. দেওয়ানী মামলা চূড়ান্ত শুনানীকালে উভয়পক্ষ সময়ের আবেদন করলে মুলতবী খরচার টাকা পাবেন-
     ক. বাদী দরখাস্তকারী
     খ. বিবাদী দরখাস্তকারী
     গ. রাষ্ট্র
     ঘ. আদালত
২২. "যেক্ষেত্রে নথিতে পর্যাপ্ত প্রমাণাদি আপীল আদালতকে রায় ঘোষণার জন্য সমর্থ করতে যথেষ্ট হয় সেক্ষেত্রে আপীল আদালত বিচার্য বিষয় পুনঃ নির্ধারণ করার পর প্রয়োজন হলে মামলাটি চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারেন" - দেওয়ানী কার্যবিধির কোথায় বলা হয়েছে ?
     ক. আদেশ ৪১, বিধি ২৩
     খ. আদেশ ৪১, বিধি ২৪
     গ. আদেশ ৪১, বিধি ২০
     ঘ. আদেশ ৪১, বিধি ১৬
২৩. কোন ক্ষেত্রে বাদীপক্ষকে ত্রুটি সংশোধনের সুযোগ না দিয়ে Ordere-VII, Rule-11 এ আরজি প্রত্যাখ্যান করা যায়না ?
     ক. আরজিতে মামলার কারণ উল্লেখ না থাকলে
     খ. মামলার আরজি কার্টিজ পেপারে উপস্থাপন না করলে
     গ. আরজির সাথে প্রত্যেক বিবাদীর জন্য সমন ও আরজির কপি না দিলে
     ঘ. প্রার্থিত প্রতিকারের মূল্যায়ন কম করা হলে
২৪. দেওয়ানী কার্যবিধির কোথায় আপীল আদালত দ্বারা ডিক্রি জারি স্থগিতের কথা বলা হয়েছে ?
     ক. আদেশ ৪১, বিধি ৫
     খ. আদেশ ৪১, বিধি ৬
     গ. আদেশ ৪১, বিধি ৯
     ঘ. আদেশ ৪১, বিধি ৩
২৫. আপীলে কোন পক্ষের অনুরোধে আপীল আদালত শুনানীর নিমিত্তে খরচ ছাড়া সর্বোচ্চ কত বার সময়ের আবেদন মঞ্জুর করতে পারেন ?
     ক. ৫ বার
     খ. ৩ বার
     গ. ২ বার
     ঘ. কোন নির্দিষ্ট সংখ্যা নেই