Model Test 09
০১. অমিত্রাক্ষর ছন্দের আবিষ্কারক কে ?
     ক. আল মাহমুদ
     খ. শামসুর রহমান
     গ. মধুসূদন দত্ত
     ঘ. জীবনানন্দ দাশ
০২. 'আমি এ কথা, এ ব্যথা, সুখ ব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি'- রবীন্দ্রনাথের এ গানে 'নিছনি' কী অর্থে ব্যবহৃত হয়েছে ?
     ক. পূজা অর্থে
     খ. উপহার অর্থে
     গ. বিলানো অর্থে
     ঘ. অপনোদন অর্থে
০৩. সমগ্র পবিত্র কুরআনের প্রথম বাংলা অনুবাদ কে করেন ?
     ক. গোলাম মোস্তফা
     খ. ভাই গিরীশচন্দ্র সেন
     গ. ফররুখ আহমদ
     ঘ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
০৪. বংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি ?
     ক. একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী
     খ. দ্বাদশ থেকে ষোডশ শতাব্দী
     গ. ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী
     ঘ. দশম থেকে চতুর্দশ শতাব্দী
০৫. কার সম্পাদনায় 'সংবাদ প্রভাবকর' প্রথম প্রকাশিত হয় ?
     ক. প্রমথ নাথ চৌধুরী
     খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
     গ. প্যারীচাঁদ মিত্র
     ঘ. দীনবন্ধু মিত্র
০৬. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার কে ?
     ক. রবীন্দ্রনাথ ঠাকুর
     খ. শাহেদ আলী
     গ. আবুল মনসুর আহমদ
     ঘ. শওকত ওসমান
০৭. 'বজ্রবুলি' বলতে কী বোঝায় ?
     ক. বজ্রধামে কথিত ভাষা
     খ. মেথিলী ভাষার একটি উপভাষা
     গ. একরকম কৃত্রিম কবিভাষা
     ঘ. বাংলা ও হিন্দির যোগফল
০৮. জসীমউদ্দিনের 'কবর' কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় ?
     ক. ধূমকেতু
     খ. কালি ও কলম
     গ. তত্ত্ববোধিনী পত্রিকা
     ঘ. কল্লোল
০৯. লাল সালু উপন্যাসটির লেখক কে ?
     ক. মুনীর চৌধুরী
     খ. সৈয়দ ওয়ালী উল্লাহ
     গ. শওকত ওসমান
     ঘ. কাজী নজরুল ইসলাম
১০. 'মা যে জননী কান্দে' কোন ধরনের রচনা ?
     ক. নাটক
     খ. প্রবন্ধ
     গ. কাব্য
     ঘ. উপন্যাস
১১. কোন গ্রন্থটির রচয়িতা এস ওয়াজেদ আলী ?
     ক. উন্নত জীবন
     খ. সভ্যতা
     গ. ভবিষ্যতের বাঙালি
     ঘ. রাখালী
১২. 'সাম্য' গ্রন্থের রচয়িতা কে ?
     ক. জীবনানন্দ দাশ
     খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
     গ. মাইকেল মধুসূদন দত্ত
     ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
১৩. মাইকেল মধুসূদন দত্ত কোন শতকের কবি ?
     ক. ঊনিশ শতক
     খ. বিশ শতক
     গ. আঠারো শতক
     ঘ. সতেরো শতক
১৪. কায়কোবাদ রচিত মহাকাব্য কোনটি ?
     ক. মহাভারত
     খ. সোনার তরী
     গ. মহা পৃথিবী
     ঘ. মহাশ্মশান
১৫. 'সাহিত্য সম্রাট' কার উপাধি ?
     ক. রবীন্দ্রনাথ ঠাকুর
     খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
     গ. কাজী নজরুল ইসলাম
     ঘ. মাইকেল মধুসূদন দত্ত
১৬. কোন সালে রবীনন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালিত হয় ?
     ক. ১৯৫১
     খ. ১৯৭১
     গ. ১৯৮১
     ঘ. ১৯৬১
১৭. ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য ?
     ক. দিলরুবা --আবদুল হাদির
     খ. সাত সাগরের মাঝি -- ফররুখ আহমদ
     গ. জিঞ্জির -- কাজী নজরুল ইসলাম
     ঘ. নূরনামা --আব্দুল হাকিম
১৮. 'অনল প্রবাহ' রচনা করেন -
     ক. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
     খ. এয়াকুব আলি চৌধুরী
     গ. মুনিরুজ্জামান ইসলামাবাদী
     ঘ. মোজ্জামেল হক
১৯. জীবনানন্দ দাশের রচিত গ্রন্থ কোনটি ?
     ক. ধূসর পান্ডুলিপি
     খ. একক সন্ধ্যায় বসন্ত
     গ. অন্ধকারে একা
     ঘ. নাম রেখেছি কোমল গান্ধার
২০. 'মোসলেম ভারত' নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন-
     ক. মীর মশাররফ হোসেন
     খ. রেয়াজুদ্দীন আহমদ মাশহাদী
     গ. মোজাম্মেল হক
     ঘ. মুন্সী মোহাম্মদ রেয়াজুদ্দীন আহমদ
২১. 'স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়' চরণটি কার রচনা ?
     ক. হেমচনদ্র বন্দ্রোপাধ্যায়
     খ. মধুসূদন দত্ত
     গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
     ঘ. রঙ্গলাল বন্দ্রোপাধ্যায়
২২. গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন-
     ক. কিটস
     খ. আজোরা পাউন্ড
     গ. ডব্লিও বি ইটস
     ঘ. টি এস ইয়েটস
২৩. বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি-
     ক. সাবিরিদ খান
     খ. শাহ মুহম্মদ সগীর
     গ. মুহাম্মদ কবীর
     ঘ. শেখ ফয়জুলআহ
২৪. 'মোদের গরব, মোদের আশা/আ-মরি বাংলা ভাষা' রচিয়তা-
     ক. অতুল প্রসাদ সেন
     খ. রবীন্দ্রনাথ ঠাকুর
     গ. সত্যেন্দ্রনাথ দত্ত
     ঘ. রামনিধি গুপ্ত
২৫. মধুসূদন দত্ত রচিত 'বীরাঙ্গনা'-
     ক. মহাকাব্য
     খ. পত্রকাব্য
     গ. গীতিকাব্য
     ঘ. আখ্যানকাব্য