Model Test 08
০১. 'পূর্ববঙ্গ গীতিকা'র লোকপালাসমূহের সংগ্রাহক কে ?
     ক. চন্দ্রকুমার দে
     খ. হরপ্রসাদ শাস্ত্রী
     গ. দীনেশচন্দ্র সেন
     ঘ. দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
০২. 'ধন ধান্য পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা' কার লেখা ?
     ক. দ্বিজেন্দ্রলাল রায়
     খ. নির্মলেন্দু গুণ
     গ. আল মাহমুদ
     ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
০৩. জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ কোনটি ?
     ক. কঞ্জুস
     খ. ঝরা পালক
     গ. মহা পৃথিবী
     ঘ. রূপসী বাংলা
০৪. 'দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার' গানটির রচয়িতা কে ?
     ক. শামসুর রহমান
     খ. কাজী নজরুল ইসলাম
     গ. মোহিতলাল মজুমদার
     ঘ. আল মাহমুদ
০৫. অধ্যাপক আহমদ শরীফের মৃত্যু সন কোনটি ?
     ক. ১৯৯৯
     খ. ১৯৯৮
     গ. ১৯৯৭
     ঘ. ২০০০
০৬. রবীন্দ্রনাথ ঠাকুরের 'আমার সোনার বাংলা' গানটি কবে থেকে বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে ব্যবহার করা হয় ?
     ক. ৩ মার্চ ১৯৭১
     খ. ২ মার্চ ১৯৭১
     গ. ২৬ মার্চ ১৯৭১
     ঘ. ২৫ মার্চ ১৯৭১
০৭. 'পূর্বাশা' পত্রিকার সম্পাদক ছিলেন-
     ক. মুন্সী মেহেরুল্লা
     খ. সঞ্জয় ভট্টাচার্য
     গ. কামিনি রায়
     ঘ. মোজাম্মেল হক
০৮. 'তুমি অধম, তাই বলে আমি উত্তম হব না কেন ?' এই প্রবাদটির রচয়িতা কে ?
     ক. মীর মোশাররফ হোসেন
     খ. রবীন্দ্রনাথ ঠাকুর
     গ. রোকেয়া সাখাওয়াত হোসেন
     ঘ. বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
০৯. নিচের কোনটি মধ্যযুগের কাব্যের প্রধান একটি ধারা ?
     ক. বৈঞ্চব পদাবলী
     খ. মঙ্গল কাব্য
     গ. অনুবাদ সাহিত্য
     ঘ. কোনটিই নয়
১০. বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে ?
     ক. আল মাহমুদ
     খ. শামসুর রহমান
     গ. কাজী নজরুল ইসলাম
     ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
১১. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'আমার সোনার বাংলা' কবিতার প্রথম কত লাইন বাংলাদেশের জাতীয় সংগীত রূপে নেওয়া হয়েছে ?
     ক. ৫ লাইন
     খ. ৬ লাইন
     গ. ১০ লাইন
     ঘ. ১২ লাইন
১২. 'লক্ষ প্রাণের বিনিময়ে' গ্রন্থটির রচয়িতা কে ?
     ক. সৈয়দ শামসুল হক
     খ. রফিকুল ইসলাম বীর উত্তম
     গ. নজরুল ইসলাম
     ঘ. আল মাহমুদ
১৩. 'আনোয়ারা' গ্রন্থটি কার রচনা ?
     ক. মোহাম্মদ নজিবর রহমান
     খ. কাজী ইমদাদুল হক
     গ. ইসমাইল হোসেন সিরাজী
     ঘ. মীল মোশারফ হোসেন
১৪. শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন ?
     ক. জননী
     খ. চৌরসন্ধি
     গ. বনী আদম
     ঘ. ক্রীতদাসের হাসি
১৫. বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র কোনটি ?
     ক. সংবাদ প্রভাকর
     খ. দিগদর্শন
     গ. তত্ত্ববোধিনী
     ঘ. বঙ্গদর্শন
১৬. বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন ?
     ক. বৃন্দাবনের
     খ. নবদ্বীপের
     গ. বর্ধমানের
     ঘ. মিথিলার
১৭. মঙ্গলযুগের সর্বশেষ কবির নাম কী ?
     ক. বিজয় গুপ্ত
     খ. ভারতচন্দ্র রায়গুণাকর
     গ. কানাহরি দত্ত
     ঘ. মুকুন্দরাম চক্রবর্তী
১৮. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কী ?
     ক. মীর মশাররফ হোসেন
     খ. মোতাহের হোসেন
     গ. ইসমাইল হোসেন সিরাজী
     ঘ. ফররুখ আহমদ
১৯. চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে ?
     ক. নেপালের রাজগ্রন্থশালা থেকে
     খ. সুদূর চীন দেশ থেকে
     গ. আরাকান রাজগ্রন্থাগার থেকে
     ঘ. কোনটিই নয়
২০. 'হিং টিং হট' কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ?
     ক. চিত্রাঙ্গদা
     খ. কবি কাহিনী
     গ. সোনার তরী
     ঘ. ভানুসিংহের পদাবলী
২১. 'একাত্তরের চিঠি'- কোন জাতীয় রচনা ?
     ক. মুক্তিযুদ্ধের বিবরণ
     খ. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
     গ. ভিন্নধর্মী ডায়েরি
     ঘ. মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন
২২. 'শ্রীকৃষ্ণকীর্তন' এর রচয়িতা কে ?
     ক. জ্ঞানদাস
     খ. দীন চণ্ডীদাস
     গ. বডু চণ্ডীদাস
     ঘ. দীনহীন চণ্ডীদাস
২৩. নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম ?
     ক. বীরবল
     খ. অনিলাদেবী
     গ. যাযাবর
     ঘ. ভীমরুল
২৪. 'কাঁঠালপাড়া'য় জন্মগ্রহণ করেন কোন লেখক ?
     ক. বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়
     খ. সুভাষ মুখোপাধ্যায়
     গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
     ঘ. কাজী ইমদাদুল হক
২৫. 'বিদ্রোহী' কবিতা কোন কাব্যের অন্তর্গত?
     ক. দোলনচাঁপা
     খ. বিষের বাঁশী
     গ. অগ্নিবীণা
     ঘ. সাম্যবাদী