Home
About Us
Contact
News & Updates
Model Test 07
০১. সেলিম আল দীনের নাটকে অনুসৃত শিল্পতত্ত্ব-
ক. অস্তিত্ববাদ
খ. অভিব্যক্তিবাদ
গ. দ্বৈতাদ্বৈতবাদ
ঘ. পরাবাস্তববাদ
০২. সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি ?
ক. অলীক মানুষ
খ. রহু চণ্ডালের হাড়
গ. কৈবর্ত খণ্ড
ঘ. ফুল বউ
০৩. 'আসাদের শার্ট' কবিতার লেখক কে ?
ক. আল মাহমুদ
খ. শামসুর রাহমান
গ. অমিয় চক্রবর্তী
ঘ. আব্দুল মান্নান সৈয়দ
০৪. 'কদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই' -এই বাক্যটি কোন গল্পে রয়েছে ?
ক. শাস্তি
খ. মেঘ ও রৌদ্র
গ. মধ্যবর্তিনী
ঘ. জীবিত ও মৃত
০৫. 'মধুর চেয়েও আছে মধুর সে আমার এই দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাটিঁ সোনার চেয়ে খাটিঁ' - কবিতার এই অংশ বিশেষের রচিয়তা কে ?
ক. সত্যেন্দ্রনাথ দত্ত
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. নির্মলেন্দু গুণ
ঘ. মোহাম্মদ মনিরুজ্জামন
০৬. 'তথ্যবোধিনী পত্রিকা' প্রথম প্রকাশিত হয় -
ক. ১৮৪৩ সালে
খ. ১৮৪১ সালে
গ. ১৮৪২ সালে
ঘ. ১৮৫০ সালে
০৭. 'কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়' এই পংক্তিটি কার লেখা ?
ক. সিরাজ সাইঁ
খ. লালন শাহ
গ. মদন বাউল
ঘ. পাগলা কানাই
০৮. 'সোনালী কাবিন' এর রচিয়তা কে ?
ক. হুমায়ুন আজাদ
খ. শক্তি চট্টোপাধ্যায়
গ. হাসান হাফিজুর রহমান
ঘ. আল মাহমুদ
০৯. 'ঢাকা মুসলিম সাহিত্য সমাজ' এর প্রধান লেখক কে ছিলেন ?
ক. কাজী ইমদাদুল হক, মোহাম্মদ ওয়াজেদ আলী প্রমুখ
খ. কাজী আব্দুল ওদুদ, আবুল হোসেন প্রমুখ
গ. মোহাম্মদ আখরাম খাঁ, মুহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ
ঘ. মোহাম্মদ বরকত উল্লাহ, আবুল কালাম শামসুদ্দীন প্রমুখ
১০. 'বউ কথা কও, বউ কথা কও কও কথা অভিমানিনী সেধে সেধে কেদেঁ কেদেঁ যাবে কত যামিনী'-এই কবিতাংশটুকুর কবি কে ?
ক. বেনজীর আহমেদ
খ. জীবনান্দ দাশ
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. শামসুর রহমান
১১. বাংলা লিপির উৎস কি ?
ক. সংস্কৃত লিপি
খ. চীনা লিপি
গ. ব্রাহ্মী লিপি
ঘ. আরবি লিপি
১২. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যয়ের 'কৃষ্ণকান্তের উইল' উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম -
ক. মধুসূদন ও কুমুদিনী
খ. গোবিন্দলাল ও রোহিনী
গ. সুরেশ ও অচেলা
ঘ. নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী
১৩. 'সুনন্দ' কার ছদ্মনাম ছিল ?
ক. নারায়ণ গঙ্গোপাধ্যায়
খ. মোজাম্মেল হক
গ. রাজশেখর বসু
ঘ. বিমল ঘোষ
১৪. নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী রচিত বইটির নাম -
ক. সুলতানার স্বপ্ন
খ. অবরোধবাসিনী
গ. মায়াবী পর্দা দুলে ওঠো
ঘ. রূপজালাল
১৫. কোনটি উইলিয়াম কেরির রচনা ?
ক. লিপিমালা
খ. কথোপকথন
গ. হিতোপদেশ
ঘ. বাইবেল
১৬. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক -
ক. জমিদার দর্পণ
খ. বসন্তকুমারী
গ. শর্মিষ্ঠা
ঘ. কৃষ্ণকুমারী
১৭. 'বঙ্গদর্শন' পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন -
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. মোহিতলাল মজুমদার
ঘ. মীর মশাররফ হোসেন
১৮. সাপ্তাহিক 'সুধাকর' - এর সম্পাদক কে ?
ক. শেখ আব্দুর রহিম
খ. ইসমাইল হোসেন সিরাজী
গ. মুন্সী মোহাম্মাদ মেহেরউল্লাহ
ঘ. মুন্সী মোহাম্মাদ রিয়াজউদ্দিন আহমদ
১৯. শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রব বললেই হয় । রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ ?
ক. সমাপ্তি
খ. একরাত্রি
গ. শুভা
ঘ. পোস্টমাস্টার
২০. বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে ?
ক. মধুসূদন দত্ত
খ. দীনবন্ধু মিত্র
গ. রামনারায়ণ তর্করত্ন
ঘ. জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
২১. 'ঠকচাচা' চরিত্রটি কোন উপন্যাসে ?
ক. সাবধান একাদশী
খ. হুতুম প্যাঁচার নক্সা
গ. বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
ঘ. আলালের ঘরে দুলাল
২২. 'নেমেসিস' কোন জাতীয় রচনা ?
ক. কাব্য
খ. উপন্যাস
গ. নাটক
ঘ. গীত কবিতা
২৩. 'তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যের কবিতা ?
ক. পূরবী
খ. শেষলেখা
গ. সেঁজুতি
ঘ. আকাশ প্রদীপ
২৪. 'মৃন্ময়ী' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোটগল্পের নায়িকা ?
ক. সমাপ্তি
খ. দেনা-পাওনা
গ. মধ্যবর্তিনী
ঘ. পোস্ট-মাস্টার
২৫. 'উত্তম পুরুষ' উপন্যাসের রচয়িতা কে ?
ক. শওকত উসমান
খ. রশিদ করিম
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. জহির রায়হান
Finish The Exam