Model Test 06
০১. 'পৃথক পালঙ্ক' কাব্যগ্রন্থের কবি-
     ক. আবুল হাসান
     খ. আল মাহমুদ
     গ. রফিক আজাদ
     ঘ. আবুল হোসেন
০২. 'দিবারাত্রির কাব্য' কার লেখা উপন্যাস ?
     ক. মানিক বন্দ্যোপাধ্যায়
     খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
     গ. শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়
     ঘ. ঈশান চন্দ্র বন্দ্যোপাধ্যায়
০৩. কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি ?
     ক. পদ্মরাগ
     খ. পদ্মগোখরা
     গ. পদ্মপুরাণ
     ঘ. পদ্মাবতী
০৪. 'জয়গুন' কোন উপন্যাসের চরিত্র ?
     ক. জননী
     খ. সূর্যদীঘল বাড়ি
     গ. সারেং বৌ
     ঘ. হাজার বছর ধরে
০৫. শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল ?
     ক. পথের দাবী
     খ. চরিত্রহীন
     গ. দত্তা
     ঘ. নিষ্কৃতি
০৬. 'কোথায় স্বর্গ, কোথায় নরক' উক্তিটির রচয়িতা কে ?
     ক. শেখ ফজলুল করিম
     খ. শওকত ওসমান
     গ. নজরুল ইসলাম
     ঘ. আল মাহমুদ
০৭. 'ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত' এই চরণটি লিখেছেন -
     ক. সিকান্দার আবু জাফর
     খ. সুভাষ মুখোপাধ্যায়
     গ. সৈয়দ শামসুল হক
     ঘ. আল মাহমুদ
০৮. 'নেমেসিস' নাটকে নুরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন ?
     ক. বায়ান্নর ভাষা আন্দোলন
     খ. একাত্তরের মুক্তিযুদ্ধ
     গ. প্রথম বিশ্বযুদ্ধ
     ঘ. উনপঞ্চাশের মন্বন্তর
০৯. 'মহুয়া' পালাটির রচয়িতা -
     ক. মনসুর বয়াতি
     খ. দ্বিজ কানাই
     গ. রবীন্দ্রনাথ ঠাকুর
     ঘ. মাইকেল মধুসূদন দত্ত
১০. 'সাজাহান' নাটকের প্রথম রচয়িতা কে ?
     ক. তুলসী লাহিড়ি
     খ. রবীন্দ্রনাথ ঠাকুর
     গ. দ্বিজেন্দ্রলাল রায়
     ঘ. মাইকেল মধুসূদন দত্ত
১১. বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি ?
     ক. বাংলা সাহিত্যের রূপরেখা
     খ. বাংলা সাহিত্যের কথা
     গ. বঙ্গভাষা ও সাহিত্য
     ঘ. বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
১২. 'চার ইয়ারী কথা' গ্রন্থটি কে রচনা করেন ?
     ক. রবীন্দ্রনাথ ঠাকুর
     খ. প্রমথ চৌধুরী
     গ. কাজী নজরুল ইসলাম
     ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৩. 'অভয়া' চরিত্রটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে রয়েছে ?
     ক. শ্রীকান্ত
     খ. পল্লী সমাজ
     গ. পথের দাবী
     ঘ. চন্দ্রনাথ
১৪. কোন পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয় ?
     ক. কালি কলম
     খ. প্রগতি
     গ. সবুজপত্র
     ঘ. কল্লোল
১৫. 'ছায়াহরিণ' কার গ্রন্থ ?
     ক. অমিয় চক্রবর্তী
     খ. আহসান হাবীব
     গ. সুকান্ত ভট্টাচার্য
     ঘ. নজরুল ইসলাম
১৬. কত খ্রিষ্টাব্দে শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের 'জগত্তরিণী' পদক লাভ করেন ?
     ক. ১৯১৬
     খ. ১৯৩৩
     গ. ১৯০৩
     ঘ. ১৯২৩
১৭. রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কি ?
     ক. মাগধী ব্যাকরণ
     খ. গৌড়ীয় ব্যাকরণ
     গ. মাতৃভাষা ব্যাকরণ
     ঘ. ভাষা ও ব্যাকরণ
১৮. হিন্দী 'পদুমাবৎ' এর অবলম্বনে 'পদ্মাবতী' কাব্যের রচয়িতা -
     ক. আলাওল
     খ. সৈয়দ সুলতান
     গ. ড. মুহাম্মদ শহীদুল্লাহ
     ঘ. আব্দল করিম সাহিত্য বিশারদ
১৯. মধ্যযুগের কবি নন কে ?
     ক. জয়নন্দী
     খ. বড় চণ্ডীদা
     গ. গোবিন্দ দাস
     ঘ. জ্ঞান দাস
২০. 'সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন । হউক দূর অকল্যাণ সকল অশোভন' । -চরণ দুটি কার লেখা ?
     ক. রবীন্দ্রনাথ ঠাকুর
     খ. গোলাম মোস্তফা
     গ. শেখ ফজলুল করিম
     ঘ. কাজী নজরুল ইসলাম
২১. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন ?
     ক. ডাকঘর
     খ. অচলায়তন
     গ. বিসর্জন
     ঘ. বসন্ত
২২. 'দেয়াল' রচনাটি কার ?
     ক. বুদ্ধদেব বসু
     খ. সেলিনা হোসেন
     গ. হুমায়ুন আহমেদ
     ঘ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
২৩. 'আমীর হামযা' কাব্য রচনা করেন কে ?
     ক. আলাওল
     খ. ফকির গরীবূল্লাহ
     গ. সৈয়দ হামযা
     ঘ. রেজাউদ্দৌলা
২৪. 'সাত সাগরের মাঝি' কাব্য গ্রন্থটির কবি কে ?
     ক. ফররুখ আহমদ
     খ. আহসান হাবিব
     গ. শামসুর রহমান
     ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
২৫. ভারতচন্দ্র রায়গুনাকার কোন রাজসভার কবি ?
     ক. আরাকান রাজসভার
     খ. রাজা গণেশের রাজসভার
     গ. কৃষ্ণনগর রাজসভার
     ঘ. লক্ষ্মণ সেনের রাজসভার