Model Test 05
০১. 'একুশ মানে মাথা নত না করা' এই অমর পঙক্তির রচয়িতা-
     ক. আবদুল গাফফার চৌধুরী
     খ. মুনীর চৌধুরী
     গ. আবুল ফজল
     ঘ. সিরাজুল ইসলাম চৌধুরী
০২. 'নাম রেখেছি কোমল গান্ধার' কাব্যের রচয়িতা-
     ক. বিষ্ণু দে
     খ. রবীন্দ্রনাথ ঠাকুর
     গ. অমিয় চক্রবর্তী
     ঘ. প্রেমেন্দ্র মিত্র
০৩. 'সংস্কৃতির ভাঙ্গা সেতু' গ্রন্থ কে রচানা করেছেন ?
     ক. বিনয় ঘোষ
     খ. আখতারুজ্জামান ইলিয়াস
     গ. রাধারমন চিত্র
     ঘ. মোতাহের হোসেন চৌধুরী
০৪. 'বিদ্রোহী' কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্য গ্রন্থের অন্তর্গত ?
     ক. বিষের বাঁশী
     খ. দোলনচাপাঁ
     গ. বাঁধনহারা
     ঘ. অগ্নিবীণা
০৫. 'আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারী' গানের রচয়িতা কে ?
     ক. আব্দুল গাফ্‌ফার চৌধুরী
     খ. আলতাফ মাহামুদ
     গ. আব্দুল লতিফ
     ঘ. আব্দুল আলিম
০৬. 'দ্য লিবারেশন অব বাংলাদেশ' গ্রন্থের রচিয়তা কে ?
     ক. মেজর জেনারেল সুখওয়ান্ত সিং
     খ. রফিকুল ইসলাম
     গ. রশীদ করিম
     ঘ. কর্নেল সিদ্দিক মালিক
০৭. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন ?
     ক. ১৯১১ সালে
     খ. ১৯১৩ সালে
     গ. ১৯১২ সালে
     ঘ. ১৯১৫ সালে
০৮. কাজী ইমদাদুল হক -এর 'আব্দুল্লাহ' উপন্যাসের উপজীব্য কি ?
     ক. চাষী জীবনের করুণ চিত্র
     খ. কৃষক সমাজের সংগ্রামশীল জীবন
     গ. মুসলিম জমিদার শ্রেণীর জীবন কাহিনী
     ঘ. তৎকালীন মুসলীম মধ্যভিত্ত সমাজের চিত্র
০৯. ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারীর পটভূমী রচিত কবর নাটকের রচিয়তা কে ?
     ক. মুনতাসীর মামুন
     খ. মুনীর চৌধুরী
     গ. কবির উদ্দির
     ঘ. সৈয়দ শামসুল হক
১০. বাঙলা ভাষার প্রথম কাব্য সংকলন 'চর্যাপদ' এর আবিষ্কারক --
     ক. ড. মুহাম্মদ শহীদুল্লাহ
     খ. ড. সুকুমার সেন
     গ. হরপ্রসাধ শাস্ত্রী
     ঘ. ড. সুনীত কুমার চট্টোপাধ্যায়
১১. 'পথিক তুমি কি পথ হারায়াছ ?' কথাটি কার ?
     ক. মীর মোশারফ হোসাইন
     খ. রবীন্দ্রনাথ ঠাকুর
     গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
     ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১২. কবি কাজী নজরুল ইসলাম 'সঞ্চিতা' কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন ?
     ক. বারীন্দ্রকুমার ঘোষ
     খ. রবীন্দ্রনাথ ঠাকুর
     গ. বীরজাসুন্দরী দেবী
     ঘ. মোজাফফর আহমদ
১৩. কোন উপন্যাসটির রচিয়তা রবীন্দ্রনাথ ?
     ক. ঘরে-বাইরে
     খ. বিষবৃক্ষ
     গ. গনদেবতা
     ঘ. আরণ্যকে
১৪. 'একুশে ফেব্রুয়ারী' গ্রন্থের সম্পাদক কে ছিলেন ?
     ক. আবুল বরকত
     খ. মুনীর চৌধুরী
     গ. বেগম সুফিয়া কামাল
     ঘ. হাসান হাফিজুর রহমান
১৫. 'রোহিণী' চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায় ?
     ক. চরিত্রহীন
     খ. কৃষ্ণকান্তের উইল
     গ. গৃহদাহ
     ঘ. সংশপ্তক
১৬. জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায় ?
     ক. ফরিদপুর জেলা
     খ. ঢাকা জেলা
     গ. রাজশাহী জেলা
     ঘ. বরিশাল জেলা
১৭. 'তুমি আসবে বলে হে স্বাধীনতা'-কার কবিতা ?
     ক. সিকান্দার আবু জাফর
     খ. শওকত ওসমান
     গ. সুফিয়া কামাল
     ঘ. শামসুর রাহমান
১৮. 'সওগাত' পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
     ক. মোহাম্মদ নাসির উদ্দীন
     খ. কাজী নজরুল ইসলাম
     গ. আবুল কালাম শামসুদ্দীন
     ঘ. খান মুহাম্মদ মঈনুদ্দীন
১৯. কবি জসিম উদ্দীনের জীবনকাল কোনটি ?
     ক. ১৯০৩-১৯৭৬
     খ. ১৮৮৯-১৯৬৬
     গ. ১৮৯৯-১৯৭৯
     ঘ. ১৯১০-১৯৮৭
২০. 'তত্ত্ববোধিনী' পত্রিকার সম্পাদক ছিলেন -
     ক. জীবনানন্দ দাশ
     খ. রবীন্দ্রনাথ ঠাকুর
     গ. অক্ষয়কুমার দত্ত
     ঘ. মাইকেল মধুসূদন দত্ত
২১. কোন গ্রন্থটি মহাকাব্য ?
     ক. অবকাশ রঞ্জিনী
     খ. বিরহ বিলাপ
     গ. বীরঙ্গনা কাব্য
     ঘ. বৃত্র সংহার
২২. বত্রিশ সিংহাসন কার রচনা ?
     ক. রামরাম বসু
     খ. জীবনানন্দ দাশ
     গ. মৃতুঞ্জয় বিদ্যালঙ্কার
     ঘ. মাইকেল মধুসূদন দত্ত
২৩. লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে ?
     ক. আলাওল
     খ. দৌলত কাজী
     গ. সৈয়দ সুলতান
     ঘ. কোরেশী মাগন ঠাকুর
২৪. কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন ?
     ক. ব্রাসি হ্যালহেড
     খ. স্যার উইলিয়াম জোনস
     গ. স্যার উইলিয়াম ক্যারী
     ঘ. রাজীব লোচন মুখোপাধ্যায়
২৫. 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে' লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায় -
     ক. মুকুন্দরাম চক্রবর্তী
     খ. ভরত চন্দ্র রায়
     গ. কামিনী রায়
     ঘ. মদনমোহন তর্কালঙ্কার