Home
About Us
Contact
News & Updates
Model Test 04
০১. দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটকের ইংরেজি অনুবাদক-
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. জশুয়া মার্শম্যান
গ. ডেভিড হেয়ার
ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
০২. 'রঞ্জন' চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের ?
ক. রক্তকরবী
খ. বিসর্জন
গ. রক্তকরবী
ঘ. মুক্তধারা
০৩. 'আবোল-তাবোল' কার লেখা ?
ক. সত্যজিৎ রায়
খ. সুকুমার রায়
গ. উপেন্দ্রকিশোর রায় চৌধুরী
ঘ. দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
০৪. কোনটি কাব্যগ্রন্থ ?
ক. শেষ প্রশ্ন
খ. শেষ লেখা
গ. শেষের পরিচয়
ঘ. শেষের কবিতা
০৫. কোনটি মুক্তিযুদ্ধভিত্তক উপন্যাস ?
ক. আগুনের পরশমনি
খ. চিলেকোঠার সেপাই
গ. একাত্তরের দিন গুলি
ঘ. পায়ের আওয়াজ পাওয়া যায়
০৬. 'সংশপ্তক' কার রচনা ?
ক. শহীদুল্লাহ কায়সার
খ. মুনীর রচনা
গ. জহির রায়হান
ঘ. শওকত ওসমান
০৭. 'একুশে ফেব্রুয়ারী' প্রথম সংকলনের সম্পাদক কে ?
ক. আব্দুল গনি হাজারী
খ. হাসান হাফিজুর রহমান
গ. শওকত ওসমান
ঘ. জহির রায়হান
০৮. কোন বইটি কবি রবিন্দ্রনাথ ঠাকুর রচিত নয় ?
ক. শেষের কবিতা
খ. সোনার তরী
গ. মানসী
ঘ. দোলন-চাঁপা
০৯. 'নীলদর্পণ' নাটকটির বিষয়বস্তু কি ?
ক. ভাষা আন্দোলন
খ. নীলকরদের অত্যাচার
গ. অসহযোগ আন্দোলন
ঘ. তে-ভাগা আন্দোলন
১০. 'সিরাজাম মুনীরা' কাব্যের রচিয়তার নাম -
ক. তালিম হোসেন
খ. গোলাম মোস্তফা
গ. ফররুখ আহমদ
ঘ. আবুল হোসেন
১১. 'আত্মঘাতী বাঙালী' কার রচিত গ্রন্থ ?
ক. অশোক মিত্র
খ. দেবী প্রসাদ চট্টোপাধ্যায়
গ. নীরদচন্দ্র চৌধুরী
ঘ. অতুল সুর
১২. 'নদী ও নারী' কার রচনা ?
ক. কাজী আব্দুল ওদুদ
খ. হুমায়ন কবির
গ. আবুল ফজল
ঘ. শামসুদ্দিন আবুল কালাম
১৩. কোনটি শামসুর রহমানের রচনা ?
ক. নিরালোকে দিব্যরথ
খ. নিরন্তর ঘন্টাধ্বনি
গ. নির্জন সাক্ষর
ঘ. নির্বাণ
১৪. কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ কোনটি ?
ক. অগ্নিকোন
খ. মরুশিখা
গ. মরুসূর্য
ঘ. কোনটিই নয়
১৫. কোনটি নাটক ?
ক. কর্তার ইচ্ছায় কর্ম
খ. সাজাহান
গ. গড্ডলিকা
ঘ. পল্লীসমাজ
১৬. কোনটি কাব্যগ্রন্থ ?
ক. কবিতা
খ. কাব্যপরিক্রমা
গ. বাংলার কাব্য
ঘ. কয়েকটি কবিতা
১৭. কোনটি রবীন্দ্রনাথের রচনা ?
ক. চতুষ্কোন
খ. চতুরঙ্গ
গ. চতুর্দশী
ঘ. চতুষ্পাঠী
১৮. কোনটি কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ ?
ক. বিষের বাঁশী
খ. বন্দীর বন্দনা
গ. রূপসী বাংলা
ঘ. সন্দ্বীপের চর
১৯. 'প্রভাবতী সমভাষণ' কার রচনা ?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. রামমোহন রায়
গ. দেবেন্দ্রনাথ ঠাকুর
ঘ. কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
২০. 'বাংলা একাডেমী সংক্ষিপ্ত বাংলা অভিধান'-এর সম্পাদক কে ?
ক. মুহম্মদ আব্দুল হাই
খ. মুহম্মদ শহীদুলাহ্
গ. আহমদ শরীফ
ঘ. মুহম্মদ এনামুল হক
২১. পদাবলী লিখেছেন-
ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ. মাইকেল মধুসূদন
গ. কায়কোবাদ
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
২২. 'চাদঁ সওদাগর' বাংলা কোন কাব্যধারার চরিত্র ?
ক. চণ্ডীমঙ্গল
খ. অন্নদামঙ্গল
গ. মনসামঙ্গল
ঘ. ধর্মমঙ্গল
২৩. বাংলা সাহিত্যে কাকে 'ছন্দের যাদুকর' বলা হায় ?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. সত্যেন্দ্রনাথ দত্ত
গ. শামসুর রহমান
ঘ. প্রমথ চৌধুরী
২৪. সত্যজিৎ রায়ের পিতামহের নাম কি ?
ক. উপেন্দ্রকিশোর রায় চৌধুরী
খ. সুবিনয় রায়
গ. সুকুমার রায়
ঘ. নরেন্দ্র নারায়ন রায় চৌধুরী
২৫. রবীন্দ্রনাথের 'সোনার তরী' কবিতা কোন ছন্দে রচিত ?
ক. অক্ষরবৃত্ত
খ. মন্দাক্রান্তা
গ. মাত্রাবৃত্ত
ঘ. স্বরবৃত্ত
Finish The Exam