Home
About Us
Contact
News & Updates
Model Test 30
০১. 'স্টপ জেনোসাইড' কার লেখা ?
ক. জহির রায়হান
খ. মুনির চৌধুরী
গ. নজরুল ইসলাম
ঘ. প্রমথ চৌধুরী
০২. 'রোহিনী' কোন উপন্যাসের নায়িকা ?
ক. কৃষ্ণকান্তের উইল
খ. চোখের বালি
গ. গৃহদাহ
ঘ. পথের পাঁচালী
০৩. বাংলা সাহিত্যের প্রথম সার্থক সনেট লেখক -
ক. নজরুল
খ. মাইকেল মধুসূদন দত্ত
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. প্রমথ চৌধুরী
০৪. মুক্তাক্ষর এক মাত্রা এবং বদ্ধাক্ষরও এক মাত্রা গণনা করা হয় কোন ছন্দে ?
ক. মাত্রাবৃত্ত
খ. স্বরবৃত্ত
গ. অক্ষরবৃত্ত
ঘ. মুক্তক
০৫. রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম -
ক. ৭ মে ১৮৬১
খ. ৫ মে ১৮৬১
গ. ৬ মে ১৮৬১
ঘ. ৬ জুন ১৮৫৫
০৬. কোনটি হাসান আজিজুল হক -এর উপন্যাস ?
ক. আগুন পাখি
খ. খোয়াব নামা
গ. গায়ত্রী
ঘ. ওঙ্কার
০৭. 'শাহনামা' মৌলিক গ্রন্থটি কার ?
ক. মালিক জয়সী
খ. ফেরদৌসী
গ. বাহরাম খাঁ
ঘ. কোনটিই নয়
০৮. গাড়ি চলে না, চলে না, চলে না রে... গানের গীতিকার কে ?
ক. সঞ্জীব চৌধুরী
খ. বাপ্পা মজুমদার
গ. দাশরথী রায়
ঘ. শাহ আবদুল করিম
০৯. জসীম উদ্দিনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি ?
ক. বালুচর
খ. রাখালী
গ. নকশী কাঁথার মাঠ
ঘ. সোজন বাদিয়ার ঘাট
১০. জীবনানন্দ দাশের প্রবন্ধ কোনটি ?
ক. ধুসর পাণ্ডুলিপি
খ. ঝরা পালক
গ. কবিতার কথা
ঘ. দুর্দিনের যাত্রী
১১. মীর মশাররফ হোসেনের নাটক কোনটি ?
ক. কৃষ্ণকুমারী
খ. নটির পুজা
গ. বেহুলা গীতাভিনয়
ঘ. নবীন তপস্বিনী
১২. রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি ?
ক. একরাত্রি
খ. ক্ষুধিত পাষাণ
গ. নষ্টনীড়
ঘ. মধ্যবর্তিনী
১৩. বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয় ?
ক. উনিশ শতকে
খ. নবম শতকে
গ. ত্রয়োদশ শতকে
ঘ. ষোড়ষ শতকে
১৪. বাংলাভাষায় ছন্দ প্রধানত কত প্রকার ?
ক. ২ প্রকার
খ. ৫ প্রকার
গ. ৪ প্রকার
ঘ. ৩ প্রকার
১৫. 'আনন্দমঠ' উপন্যাসের লেখক কে ?
ক. তারাশঙ্ক্র বন্দোপাধ্যায়
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. আনন্দমোহন বাগচী
১৬. 'সারেং বৌ' বইটির লেখক কে ?
ক. বেগম রোকেয়া
খ. আবু ইসহাক
গ. জীবনানন্দ দাশ
ঘ. শহীদুল্লাহ কায়সার
১৭. কুলীন কুল সর্বস্ব নাটকটি কার লেখা ?
ক. দীনবন্ধু মিত্র
খ. রামনারায়ণ তর্করত্ন
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
১৮. বাংলা সাহিত্যের অন্ধকার যুগ-
ক. ১২০১-১৩৫০ পর্যন্ত
খ. ১১৯৯-১২৫০ পর্যন্ত
গ. ১২৫০-১৩৫০ পর্যন্ত
ঘ. ১২৫০-১৪৫০ পর্যন্ত
১৯. মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি ?
ক. বেতাল পঞ্চবিংশতি
খ. মেঘনাদ বধ কাব্য
গ. তিলোত্তমা কাব্য
ঘ. বীরাঙ্গনা
২০. কোন গ্রন্থটি সৈয়দ মুজতবা আলীর রচনা নয় ?
ক. তুলনাহীন
খ. শবনম
গ. পথে ও পরবাসে
ঘ. টনি মেম
২১. 'মুক্তিযুদ্ধের ইতিহাস: তথ্য ও দলিল' কে সম্পাদনা করেন ?
ক. মুনির চৌধুরী
খ. জহির রায়হান
গ. হুমায়ূন আহমেদ
ঘ. হাসান হাফিজুর রহমান
২২. 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে' -- এই প্রার্থনা কার ?
ক. ভার দত্ত
খ. চাঁদ সওদাগর
গ. ঈশ্বরী পাটুনী
ঘ. নলকুবের
২৩. 'কমলাকান্তের দপ্তর' কোন শ্রেনীর রচনা ?
ক. উপন্যাস
খ. রম্য রচনা
গ. ভ্রমন কাহিনী
ঘ. প্রবন্ধ
২৪. 'শিখা' পত্রিকা কোন সংগঠনের সঙ্গে যুক্ত ?
ক. বঙ্গীয় মুসলিম সাহিত্য পরিষদ
খ. মুসলিম বাংলা
গ. মুসলিম সাহিত্য সমাজ
ঘ. কোনটিই নায়
২৫. বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি ?
ক. শুভদয়া
খ. ধর্মমৎল
গ. চর্যাপদ
ঘ. শূন্য পূরণ
Finish The Exam