Model Test 03
০১. 'শূন্যপূরাণের' রচয়িতা -
     ক. হলায়ূধ মিশ্র
     খ. কাহ্নপা
     গ. রামাই পণ্ডিত
     ঘ. কুক্কুরীপা
০২. ড. মোহাম্মদ শহীদুল্লাহর বড় পরিচয় কোনটি ?
     ক. ভাষাতত্ত্ববিদ
     খ. অনুবাদক
     গ. অধ্যাপক
     ঘ. প্রাবন্ধিক
০৩. বাংলা সাহিত্যের ইতিহাসে কাঁকিল্যা গ্রাম কেন উল্লেখযোগ্য ?
     ক. শ্রীচৈতন্যদেবের জন্মস্থান
     খ. শ্রীকৃষ্ণকীর্ত্তন কাব্যের প্রাপ্তিস্থান
     গ. বড়ু চণ্ডীদাসের জন্মস্থান
     ঘ. চর্যাপদের প্রাপ্তিস্থান
০৪. 'ভানুসিংহ' কার ছদ্মনাম ?
     ক. সত্যেন্দ্রনাথ দত্তের
     খ. প্রমথ চৌধুরীর
     গ. টেকচাদঁ ঠাকুরের
     ঘ. রবীন্দ্রনাথ ঠাকুরের
০৫. 'সাম্য' গ্রন্থের রচয়িতা কে ?
     ক. বঙ্কিমচন্দ্র টট্টোপাধ্যায়
     খ. কাজী নজরুল ইসলাম
     গ. মোহাম্মদ বরকত উল্লাহ
     ঘ. মোহাম্মদ লুৎফর রহমান
০৬. সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকাটির নাম কি ?
     ক. সমকাল
     খ. সওগাত
     গ. উত্তরণ
     ঘ. শিখা
০৭. 'ঠাকুরমার ঝুলি' কি জাতীয় সংকলন ?
     ক. ছোট গল্প
     খ. রূপকথা
     গ. উপন্যাস
     ঘ. রম্যরচনা
০৮. বাংলা একাডেমীর 'আঞ্চলিক অভিধান' সম্পাদনা কে করেন ?
     ক. মুহাম্মদ এনামুল হক
     খ. মুহাম্মদ মনসুর উদ্দিন
     গ. মুহাম্মদ আবদুল হাই
     ঘ. মুহম্মদ শহীদুল্লাহ
০৯. সনেটের কটি অংশ ?
     ক. ১টি
     খ. ২টি
     গ. ৩টি
     ঘ. ৪টি
১০. 'চর্যাপদ' কত সালে আবিষ্কৃত হয় ?
     ক. ১৮০০
     খ. ১৮৫৭
     গ. ১৯০৭
     ঘ. ১৯০৯
১১. কোন সাহিত্যাদর্শের মর্মে নৈরাশ্যবাদ আছে ?
     ক. রোমান্টিসিজম
     খ. আধুনিকতাবাদ
     গ. বাস্তববাদ
     ঘ. উত্তরাধুনিকতাবাদ
১২. 'ঢাকার মুসলিম সাহিত্য সমাজ' -এর প্রতিষ্ঠা কোন খ্রিষ্টাব্দে ?
     ক. ১৯১১
     খ. ১৯২৬
     গ. ১৮৬৪
     ঘ. ১৯০৫
১৩. 'কাশবনের কণ্যা' গ্রন্থটির লেখক কে ?
     ক. শামসুদ্দিন আবুল কালাম
     খ. আবুল ফজল
     গ. জসিম উদ্দিন
     ঘ. আবুল কালাম শামসুদ্দিন
১৪. 'শাশ্বত বঙ্গ' গ্রন্থটির রচয়িতা কে ?
     ক. কাজী মোতাহের হোসনে
     খ. কাজী আনুয়ারুল করিম
     গ. আবুল হুসেন
     ঘ. কাজী আবদুল ওদুদ
১৫. 'ইউসুফ-জুলেখা' প্রণয় কাব্য অনুবাদ করেছেন -
     ক. মাগন ঠাকুর
     খ. শাহ্‌ মুহাম্মদ সগীর
     গ. আলাওল
     ঘ. দৌলত উজির বাহরাম খাঁন
১৬. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'ভ্রান্তিবিলাস' কোন নাটকের গদ্য অনুবাদ ?
     ক. মার্চেন্ট অব ভেনিস
     খ. অ্যা মিডসামর নাইটস ড্রিম
     গ. টেমিং অব দ্য শ্রু
     ঘ. কমেডি অব এররস
১৭. কোন কবিতা রচনার কারনে নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল ?
     ক. বিদ্রোহী
     খ. আনন্দময়ীর আগমনে
     গ. অগ্রপথিক
     ঘ. কাণ্ডারী হুশিয়ারী
১৮. কাজী নজরুলের ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি ?
     ক. বাউণ্ডুলের আত্মকাহিনী
     খ. মুক্তি
     গ. হেবা
     ঘ. বিদ্রোহী
১৯. সওগাত পত্রিকার সম্পাদক কে ?
     ক. মোহাম্মদ নাসির উদ্দিন
     খ. আবুল কালাম সামসুদ্দীন
     গ. কাজী আব্দুল ওদুদ
     ঘ. সিকান্দার আবু জাফর
২০. 'পথের দাবি' উপন্যাসের রচিয়তা কে ?
     ক. মানিক বন্দ্যোপাধ্যায়
     খ. সত্যেন সেন
     গ. শরৎচন্দ্র চট্টোপধ্যায়
     ঘ. সুকান্ত ভট্টাচার্য
২১. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (আধুনিক) কারা রচনা করেন ?
     ক. ড. মুহাম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ আলী আহসান
     খ. ড. মুহাম্মদ শহীদুল্লাহ ও মুহাম্মদ আব্দুল হাই
     গ. মুহাম্মদ আব্দুল হাই, আনিসুজ্জামান ও আনোয়ার পাশা
     ঘ. মুহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান
২২. ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন ?
     ক. লর্ড ওয়েলসলি
     খ. রামরাম বসু
     গ. উইলিয়াম কেরি
     ঘ. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
২৩. কোনটি হযরত মুহাম্মদ (সঃ) -এর জীবনী গ্রন্থ ?
     ক. মরু তীর্থ
     খ. মরু ভাস্কর
     গ. মরুমায়া
     ঘ. মরু কুসুম
২৪. 'চতুর্দশপদী কবিতাবলী' কার রচনা ?
     ক. মাইকেল মধুসূদনদত্ত
     খ. হেমচন্দ্র বন্দোপাধ্যয়
     গ. নবীনচন্দ্র সেন
     ঘ. রঙ্গলাল বন্দোপাধ্যয়
২৫. 'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই' -কে বলেছেন ?
     ক. বিদ্যাপতি
     খ. চণ্ডীদাস
     গ. বিবেকানন্দ
     ঘ. রামকৃষ্ণ পরমসংহ