Model Test 29
০১. কোনটি আল মাহমুদের কাব্যগ্রন্থ ?
     ক. সোনালী কাবিন
     খ. সকিনা
     গ. বিধ্বস্ত নীলিমা
     ঘ. মাটির কান্না
০২. আল মাহমুদের 'পানকৌড়ির রক্ত' কোন ধরনের রচনা ?
     ক. ছোটগল্প
     খ. নাটক
     গ. উপন্যাস
     ঘ. প্রবন্ধ
০৩. 'জীবনস্মৃতি' কার রচনা ?
     ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
     খ. রবীন্দ্রনাথ ঠাকুর
     গ. রোকেয়া সাখাওয়াত হোসেন
     ঘ. প্যারীচাঁদ মিত্র
০৪. 'সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি' চরণ দুটির রচয়িতা কে ?
     ক. মদনমোহন তর্কালঙ্কার
     খ. মাইকেল মধুসূদন দত্ত
     গ. রবীন্দ্রনাথ ঠাকুর
     ঘ. কাজী নজরুল ইসলাম
০৫. জসিম উদ্দিনের রচনা কোনটি ?
     ক. যাদের দেখেছি
     খ. কাল নিরবধি
     গ. ভবিষ্যতের বাঙ্গালী
     ঘ. পথে-প্রবাসে
০৬. আল মাহমুদ কত সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন ?
     ক. ১৯৬৫ সালে
     খ. ১৯৬২ সালে
     গ. ১৯৬৮ সালে
     ঘ. ১৯৬০ সালে
০৭. আল মাহমুদ কত সালে একুশে পদক লাভ করেন ?
     ক. ১৯৮৬ সালে
     খ. ১৯৬৮ সালে
     গ. ১৯৮৫ সালে
     ঘ. ১৯৮৯ সালে
০৮. 'খোয়াবনামা' উপন্যাসের রচয়িতা কে ?
     ক. আল মাহমুদ
     খ. শওকত ওসমান
     গ. কাজী নজরুল ইসলাম
     ঘ. আখতারুজ্জামান ইলিয়াস
০৯. 'চিলেকোঠার সেপাই' -এর রচয়িতা কে ?
     ক. মানিক বন্দ্যোপাধ্যায়
     খ. আখতারুজ্জামান ইলিয়াস
     গ. আল মাহমুদ
     ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
১০. আল মাহমুদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি ?
     ক. এক মুঠো রোদ
     খ. কালের কলস
     গ. লোক লোকান্তর
     ঘ. সোনালী কাবিন
১১. কোনটি হুমায়ূন আহমেদ রচিত উপন্যাস ?
     ক. আনন্দ বেদনার কাব্য
     খ. দুর্গেশনন্দিনী
     গ. নদী ও মানুষের কবিতা
     ঘ. চরিত্রহীন
১২. 'এই সব দিন রাত্রি' নাটকের রচয়িতা কে ?
     ক. আল মাহমুদ
     খ. হুমায়ূন আহমেদ
     গ. ইমদাদুল হক মিলন
     ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
১৩. 'চাকা' নাটকের লেখক কে ?
     ক. সেলিম আল দীন
     খ. হুমায়ূন আহমেদ
     গ. সৈয়দ শামসুল হক
     ঘ. ইমদাদুল হক মিলন
১৪. 'হরগজ' নাটকের লেখক কে ?
     ক. আলাউদ্দিন আল আজাদ
     খ. হুমায়ূন আহমেদ
     গ. কাজী নজরুল ইসলাম
     ঘ. সেলিম আল দীন
১৫. 'যৈবতী কন্যার মন' নাটকটির রচয়িতা কে ?
     ক. আল মাহমুদ
     খ. সেলিম আল দীন
     গ. শওকত ওসমান
     ঘ. ইমদাদুল হক মিলন
১৬. 'কীত্তনখোলা' নাটকটির রচয়িতা কে ?
     ক. দীনবন্ধু মিত্র
     খ. ইমদাদুল হক মিলন
     গ. অতুলপ্রসাদ সেন
     ঘ. সেলিম আল দীন
১৭. 'বৃত্তসংহার' মহাকাব্যের রচয়িতা কে ?
     ক. অমিয় চক্রবর্তী
     খ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
     গ. জীবনানন্দ দাশ
     ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
১৮. 'কিন্তু মানুষ্য কখনো পাষাণ হয় না' উক্তিটি কোন উপন্যাসের ?
     ক. শরৎচন্দ্রের 'পথের দাবী'
     খ. রবীন্দ্রনাথের 'চোখের বালি'
     গ. বঙ্কিমচন্দ্রের 'রাজসিংহ'
     ঘ. শওকত ওসমানের 'ক্রীতদাসের হাসি'
১৯. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক ?
     ক. বৈকুণ্ঠের খাতা
     খ. জামাই বারিক
     গ. বিবাহ-বিভ্রাট
     ঘ. হিতে বিপরীত
২০. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি ?
     ক. পদ্মাবতী
     খ. পদ্মমণি
     গ. পদ্মরাগ
     ঘ. পদ্মগোখরা
২১. কোনটি মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ ?
     ক. কলিকাতা কমলালয়
     খ. আলালের ঘরের দুলাল
     গ. হুতুম প্যাঁচার নক্সা
     ঘ. গাজী মিয়ার বস্তানী
২২. মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি কার রচনা ?
     ক. শওকত ওসমান
     খ. আমজাদ হোসেন
     গ. হুমায়ুন আহমেদ
     ঘ. ইমদাদুল হক মিলন
২৩. 'বাধন হারা' কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা ?
     ক. কবিতা
     খ. উপন্যাস
     গ. নাটক
     ঘ. ভ্রমণ কাহিণী
২৪. 'চক্রবাক' কাব্যগ্রন্থের রচয়িতা কে ?
     ক. কাজী নজরুল ইসলাম
     খ. রবীন্দ্রনাথ ঠাকুর
     গ. জীবনানন্দ দাশ
     ঘ. সৈয়দ শামসুল হক
২৫. 'যে জলে আগুন জ্বলে' কাব্যগ্রন্থের রচয়িতা কে ?
     ক. সুকান্ত ভট্টাচার্য
     খ. কাজী নজরুল ইসলাম
     গ. হেলাল হাফিজ
     ঘ. জীবনানন্দ দাশ