Home
About Us
Contact
News & Updates
Model Test 28
০১. 'নেকড়ে অরণ্য' উপন্যাসে রচয়িতা কে ?
ক. শওকত আলী
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগার
গ. শওকত ওসমান
ঘ. অতুল প্রসাদ সেন
০২. 'কাঁকর মনি' নাটকটি কে লিখেছেন ?
ক. শওকত ওসমান
খ. সিকান্দার আবু জাফর
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. অতুল প্রসাদ সেন
০৩. 'আমলার মামলা' নাটকটি কে লিখেছেন ?
ক. নজরুল ইসলাম
খ. শওকত ওসমান
গ. শওকত আলী
ঘ. সিকান্দার আবু জাফর
০৪. 'জাহান্নম হইতে বিদায়' উপন্যাসটির লেখক কে ?
ক. আবুল ফজল
খ. আহসান হাবিব
গ. সিকান্দার আবু জাফর
ঘ. শওকত ওসমান
০৫. 'আর্তনাদ' উপন্যাসটির লেখক কে ?
ক. শওকত ওসমান
খ. সিকান্দার আবু জাফর
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. অতুল প্রসাদ সেন
০৬. 'ক্রীতদাসের হাসি' উপন্যাসটির লেখক কে ?
ক. শওকত ওসমান
খ. আবুল ফজল
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগার
ঘ. সিকান্দার আবু জাফর
০৭. ফররুখ আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি ?
ক. মানচিত্র
খ. সাত সাগরের মাঝি
গ. ছাড়পত্র
ঘ. ইতল বিতল
০৮. 'আমার পূর্ব বাংলা' কবিতার রচয়িতা কে ?
ক. জীবনানন্দ দাশ
খ. শওকত ওসমান
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগার
ঘ. সৈয়দ আলী আহসান
০৯. 'কারবালার প্রান্তরে' গ্রন্থের রচয়িতা কে ?
ক. মীর মশাররফ হোসেন
খ. ফররুখ আহমদ
গ. জীবনানন্দ দাশ
ঘ. কাজী নজরুল ইসলাম
১০. শওকত ওসমানের 'দুই সৈনিক' উপন্যাসের মূল উপজীব্য কি ?
ক. নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন
খ. ৫২-র ভাষা আন্দোলন
গ. ৭১-এর মুক্তিযুদ্ধ
ঘ. সামাজিক জীবন দর্পণ
১১. শওকত ওসমানের প্রকৃত নাম কি ?
ক. শেখ আবদুল আজিজ
খ. শেখ আবদুল করিম
গ. শেখ আজিজুর রহমান
ঘ. আবদুল মুতালেব
১২. কোনটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত ?
ক. পালাবদল
খ. হরতাল
গ. উত্তীর্ণ পঞ্চাশে
ঘ. রাজা উপাখ্যান
১৩. 'রানার' কবিতাটির রচয়িতা কে ?
ক. সুকান্ত ভট্টাচার্য
খ. আলাউদ্দীন আল আযাদ
গ. আল মাহমুদ
ঘ. বুদ্ধদেব বসু
১৪. 'কাঞ্চনমালা' গ্রন্থটি কার রচনা ?
ক. আলাউদ্দিন আল আজাদ
খ. অমৃতলাল বসু
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. শামসুদ্দিন আবুল কালাম
১৫. শওকত ওসমান কত সালে আদমজী সাহিত্য পুরস্কার লাভ করেন ?
ক. ১৯৬২সালে
খ. ১৯৬৬ সালে
গ. ১৯৬৫ সালে
ঘ. ১৯৬৯ সালে
১৬. শওকত ওসমান কত সালে একুশে পদক লাভ করেন ?
ক. ১৯৬৬ সালে
খ. ১৯৮৫ সালে
গ. ১৯৮৬ সালে
ঘ. ১৯৮৩ সালে
১৭. শওকত ওসমান কত সালে স্বাধীনতা দিবস পুরস্কার লাভ করেন ?
ক. ১৯৮৩ সালে
খ. ১৯৯৭ সালে
গ. ১৯৮২ সালে
ঘ. ১৯৮৬ সালে
১৮. কোন কাব্যগ্রন্থটি শামসুর রাহমানের রচনা ?
ক. কবিতার সঙ্গে গেরস্থালি
খ. বিরস সংলাপ
গ. নব বসন্ত
ঘ. মানচিত্র
১৯. কবি শামসুর রাহমান কোন জেলায় জন্মগ্রহণ করেন ?
ক. ঢাকা জেলায়
খ. কুমিল্লা জেলায়
গ. চট্টগ্রাম জেলায়
ঘ. খুলনা জেলায়
২০. কোনটি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ নয় ?
ক. বিধ্বস্ত নিলীমা
খ. নায়কের ছায়া
গ. আনন্দ কুসুম
ঘ. বাংলাদেশ স্বপ্ন দেখে
২১. কোনটি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ নয় ?
ক. নিজ বাসভূমে
খ. আমি অনাহারী
গ. প্রতিদিন ঘরহীন ঘরে
ঘ. হলুদ বরণী
২২. 'তুমি আসবে বলে হে স্বাধীনতা' কার রচনা ?
ক. শামসুদ্দিন আবুল কালাম
খ. কাজী নজরুল ইসলাম
গ. শামসুর রহমান
ঘ. নির্মলেন্দু গুণ
২৩. 'আসাদের শার্ট' কবিতার লেখক কে ?
ক. নির্মলেন্দু গুণ
খ. শামসুর রাহমান
গ. অমিয় চক্রবর্তী
ঘ. কাজী নজরুল ইসলাম
২৪. 'আনন্দের মৃত্যু' উপন্যাসটির রচয়িতা কে ?
ক. সৈয়দ শামসুল হক
খ. সৈয়দ মুজতবা আলী
গ. শামসুর রাহমান
ঘ. নির্মলেন্দু গুণ
২৫. 'পায়ের আওয়াজ পাওয়া যায়' নাটকটির লেখক কে ?
ক. শামসুর রাহমান
খ. সৈয়দ শামসুল হক
গ. নির্মলেন্দু গুণ
ঘ. সেলিম আল দীন
Finish The Exam