Model Test 25
০১. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর কোন গ্রন্থটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল ?
     ক. অনল প্রবাহ
     খ. রায়নন্দিনী
     গ. অপূর্ব নৈবদ্য
     ঘ. জেগে উঠ বিদ্রোহী
০২. 'কবিতার কথা' প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা কে ?
     ক. জীবনানন্দ দাশ
     খ. আবদুল গাফফার চৌধুরী
     গ. বুদ্ধদেব বসু
     ঘ. অমিয় চক্রবর্তী
০৩. জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ-
     ক. অন্ধকারে একা
     খ. ধূসর পাণ্ডুলিপি
     গ. ছাড়পত্র
     ঘ. খুকুমণির ছড়া
০৪. জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থের নাম কি ?
     ক. ঝরা পালক
     খ. ধূসর পাণ্ডলিপি
     গ. রূপসী বাংলা
     ঘ. সাতটি তারার তিমির
০৫. 'বনলতা সেন' কার রচনা ?
     ক. জীবনানন্দ দাশ
     খ. আল মাহমুদ
     গ. আবদুল গাফফার চৌধুরী
     ঘ. অতুল প্রসাদ সেন
০৬. 'ঝিঙেফুল' কবিতার কবি কে ?
     ক. নির্মলেন্দু গুণ
     খ. আহসান হাবীব
     গ. কাজী নজরুল ইসলাম
     ঘ. কালী প্রসন্ন সিংহ
০৭. বৈষ্ণব পদাবলী সঙ্গে কোন ভাষা সম্পর্কিত ?
     ক. ব্রজবুলি
     খ. সন্ধ্যাভাষা
     গ. অধিভাষা
     ঘ. সংস্কৃত ভাষা
০৮. বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক ছিলেন কে ?
     ক. প্যারীচাঁদ মিত্র
     খ. রবীন্দ্রনাথ ঠাকুর
     গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
     ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
০৯. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি ?
     ক. আলেয়া
     খ. মৃত্যুক্ষুধা
     গ. মধুমালা
     ঘ. ঝিলিমিলি
১০. 'রাজবন্দীর জবানবন্দী' কার রচনা ?
     ক. আল মাহমুদ
     খ. আতাউর রহমান খান
     গ. কাজী নজরুল ইসলাম
     ঘ. অক্ষয়কুমার দত্ত
১১. জসীমউদ্দীনের 'কবর' কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় ?
     ক. কল্লোল
     খ. তত্ত্ববোধিনী
     গ. ধুমকেতু
     ঘ. কালি ও কলম
১২. লালসালু উপন্যাসটির লেখক কে ?
     ক. শওকত আলী
     খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
     গ. মুনির চৌধুরী
     ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
১৩. 'জোঁক' গল্পের রচয়িতা কে ?
     ক. আবু ইসহাক
     খ. শওকত ওসমান
     গ. আল মাহমুদ
     ঘ. শওকত আলী
১৪. 'ছাড়পত্র' কাব্যগ্রন্থটি কার লেখা ?
     ক. সত্যেন্দ্রনাথ দত্ত
     খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
     গ. রবীন্দ্রনাথ ঠাকুর
     ঘ. সুকান্ত ভট্টাচার্য
১৫. 'কবর' কবিতায় কতটি পঙক্তি রয়েছে ?
     ক. ১২৮টি
     খ. ১১৮টি
     গ. ১১৫টি
     ঘ. ১৩৮টি
১৬. ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রী প্রদান করে কত সালে ?
     ক. ১৯৭৩ সালে
     খ. ১৯৭৬ সালে
     গ. ১৯৭৯ সালে
     ঘ. ১৯৭৪ সালে
১৭. কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন ?
     ক. ১৯৭৫ সালে
     খ. ১৯৭৬ সালে
     গ. ১৯৭৯ সালে
     ঘ. ১৯৮৬ সালে
১৮. 'চাঁদের অমাবস্যা' গ্রন্থটির লেখক কে ?
     ক. সৈয়দ ওয়ালীউল্লাহ
     খ. সৈয়দ মুজতবা আলী
     গ. কাজী নজরুল ইসলাম
     ঘ. সেলিনা হোসেন
১৯. 'বহুব্রীহি' উপন্যাসের রচয়িতা কে ?
     ক. হুমায়ুন আহমেদ
     খ. সেলিনা হোসেন
     গ. জহির রায়হান
     ঘ. বেগম সুফিয়া কামাল
২০. 'আজ রবিবার' নাটকটি কে রচনা করেন ?
     ক. সেলিনা হোসেন
     খ. কাজী নজরুল ইসলাম
     গ. হুমায়ুন আহমেদ
     ঘ. জহির রায়হান
২১. 'শঙ্খনীল কারাগার' উপন্যাসটি কার লেখা ?
     ক. হুমায়ুন আজাদ
     খ. জহির রায়হান
     গ. আলাউদ্দীন আল আজাদ
     ঘ. হুমায়ুন আহমেদ
২২. 'সারা দুপুর' কাব্যটির রচয়িতা কে ?
     ক. ফররুখ আহমদ
     খ. কাজী নজরুল ইসলাম
     গ. আহসান হাবীব
     ঘ. গোলাম মোস্তফা
২৩. কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয় ?
     ক. ছায়ানট
     খ. ছায়া হরিণ
     গ. সর্বহারা
     ঘ. ভাঙার গান
২৪. 'প্রেমের কবিতা' গ্রন্থের লেখক ?
     ক. আহসান হাবীব
     খ. কাজী নজরুল ইসলাম
     গ. নির্মলেন্দু গুণ
     ঘ. হুমায়ুন আহমেদ
২৫. 'আরেক ফাল্গুন' -এর লেখক কে ?
     ক. জসীম উদ্দিন
     খ. নির্মলেন্দু গুণ
     গ. জহির রায়হান
     ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ