Model Test 24
০১. 'পার্বতী' শরৎচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র ?
     ক. দেবদাস
     খ. দেনাপাওনা
     গ. গৃহদাহ
     ঘ. পল্লীসমাজ
০২. 'সতীশ' শরৎচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র ?
     ক. চরিত্রহীন
     খ. শ্রীকান্ত
     গ. দেবদাস
     ঘ. দত্তা
০৩. শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল ?
     ক. নিস্কৃতি
     খ. পথের দাবী
     গ. চরিত্রহীন
     ঘ. দত্তা
০৪. 'অচলা' শরৎচন্দ্রের কোন উপন্যাসের নায়িকা ?
     ক. গৃহদাহ
     খ. দেনাপাওনা
     গ. চরিত্রহীন
     ঘ. দেবদাস
০৫. কোনটি শরৎচন্দ্রের ছোটগল্প নয় ?
     ক. শুভদা
     খ. বিলাসী
     গ. মহেশ
     ঘ. মামলার ফল
০৬. 'অনল প্রবাহ' কাব্যগ্রন্থের রচয়িতা কে ?
     ক. দুর্গেশ নন্দিনী
     খ. কাজী নজরুল ইসলাম
     গ. ইসমাইল হোসেন সিরাজী
     ঘ. কালী প্রসন্ন সিংহ
০৭. 'স্পেন বিজয়' কাব্যের রচয়িতা কে ?
     ক. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
     খ. অক্ষয়কুমার বড়াল
     গ. আবদুল গাফফার চৌধুরী
     ঘ. কাজী নজরুল ইসলাম
০৮. 'রায় নন্দিনী' কার রচনা ?
     ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
     খ. রোকেয়া সাখাওয়াত হোসেন
     গ. কাজী নজরুল ইসলাম
     ঘ. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
০৯. বেগম রোকেয়ার রচনা কোনটি ?
     ক. রূপছন্দা
     খ. পদ্মরাগ
     গ. কেয়ার কাঁটা
     ঘ. আলোছায়া
১০. ইসমাইল হোসেন সিরাজীর জন্মস্থান কোথায় ?
     ক. চট্টগ্রাম
     খ. রাজশাহী
     গ. সিরাজগঞ্জ
     ঘ. রংপুর
১১. বেগম রোকেয়ার রচনা কোনটি ?
     ক. অবরোধবাসিনী
     খ. ভাষা ও সাহিত্য
     গ. আয়না
     ঘ. লালসালু
১২. 'সুলতানার স্বপ্ন' কার লেখা ?
     ক. সেলিনা হোসেন
     খ. বেগম রোকেয়া
     গ. সুলতানা কামাল
     ঘ. বেগম সুফিয়া কামাল
১৩. বেগম রোকেয়ার জন্মস্থান কোন জেলায় ?
     ক. রংপুর
     খ. দিনাজপুর
     গ. চট্টগ্রাম
     ঘ. সিলেট
১৪. বেগম রোকেয়া কত সালে জন্ম গ্রহণ করেন ?
     ক. ১৮৮৫ সালে
     খ. ১৮৮১ সালে
     গ. ১৮৮২ সালে
     ঘ. ১৮৮০ সালে
১৫. 'মতিচুর' গ্রন্থের রচয়িতা কে ?
     ক. মীর মশাররফ হোসেন
     খ. রোকেয়া সাখাওয়াত হোসেন
     গ. আবদুল্লাহ আল মামুন
     ঘ. আবদুল গাফফার চৌধুরী
১৬. 'ভবিষ্যতের বাঙালি' গ্রন্থটির রচয়িতা কে ?
     ক. মোতাহের হোসেন চৌধুরী
     খ. আবদুল্লাহ আল মামুন
     গ. মীর মশাররফ হোসেন
     ঘ. এস ওয়াজেদ আলী
১৭. 'আত্মঘাতী বাঙালী' কার রচিত গ্রন্থ ?
     ক. দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
     খ. নীরদচন্দ্র চৌধুরী
     গ. কায়কোবাদ
     ঘ. অক্ষয়কুমার বড়াল
১৮. 'অপরাজিত' উপন্যাসর লেখক কে ?
     ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
     খ. শহীদুল্লাহ কায়সার
     গ. কাজী নজরুল ইসলাম
     ঘ. মানিক বন্দ্যোপাধ্যায়
১৯. 'বনি আদম' গ্রন্থের রচয়িতা কে ?
     ক. গোলাম মোস্তফা
     খ. ফররুখ আহমদ
     গ. মোতাহের হোসেন চৌধুরী
     ঘ. বেগম সুফিয়া কামাল
২০. 'গালিভারের সফরনামা' গল্পগ্রন্থের রচয়িতা কে ?
     ক. সৈয়দ মুজতবা আলী
     খ. প্রমথ চৌধুরী
     গ. আবুল মনসুর আহমদ
     ঘ. ফররুখ আহমদ
২১. 'রূপসী বাংলা' গ্রন্থটি কে রচনা করেন ?
     ক. রবীন্দ্রনাথ ঠাকুর
     খ. কাজী নজরুল ইসলাম
     গ. ফররুখ আহমদ
     ঘ. জীবনানন্দ দাশ
২২. জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায় ?
     ক. ঢাকা
     খ. চট্টগ্রাম
     গ. বরিশাল
     ঘ. সিলেট
২৩. 'আবার আসিব ফিরে এই ধানসিঁড়িটির তীরে এই বাংলায়'- এই লাইনটি কোন কবির কবিতায় পাওয়া যায়-
     ক. কাজী নজরুল ইসলাম
     খ. জীবনানন্দ দাশ
     গ. রবীন্দ্রনাথ ঠাকুর
     ঘ. গোলাম মোস্তফা
২৪. 'বিষের বাঁশী' কাব্যগ্রন্থটি কে রচনা করেছেন ?
     ক. কাজী নজরুল ইসলাম
     খ. রবীন্দ্রনাথ ঠাকুর
     গ. বন্দে আলী মিয়া
     ঘ. জীবনানন্দ দাশ
২৫. কবি জসিমউদ্দিন রচতি কাব্য কোনটি ?
     ক. সাঁঝের মায়া
     খ. বেনু ও বীনা
     গ. রাখালী
     ঘ. হাসনানো