Model Test 23
০১. 'মা আমার ছুটি হয়েছে, আমি বাড়ি যাচ্ছি' কোন গল্পের উদ্ধৃতি ?
     ক. ছুটি
     খ. একরাত্রি
     গ. মহেশ
     ঘ. পোস্ট মাস্টার
০২. কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন ?
     ক. ১৯৪১ সালে
     খ. ১৯৪২ সালে
     গ. ১৯৬১ সালে
     ঘ. ১৮৬১ সালে
০৩. 'বাঙ্গালীর ইতিহাস' বইটির লেখক কে ?
     ক. অধ্যাপক আবদুল করিম
     খ. নীহারঞ্জন রায়
     গ. অশোক মিত্র
     ঘ. মুহাম্মদ এনামূল হক
০৪. বেগম রোকেয়ার শেষ রচনা কোনটি ?
     ক. নারীর অধিকার
     খ. শেষ রচনা
     গ. নারী ও তার প্রাপ্য
     ঘ. নারী ও স্বাধীনতা
০৫. 'কালের যাত্রা' নাটকটির রচয়িতা কে ?
     ক. রবীন্দ্রনাথ ঠাকুর
     খ. অমৃতলাল বসু
     গ. মনোমোহন বসু
     ঘ. মুহাম্মদ এনামূল হক
০৬. যৌতুক প্রথা প্রাধান্য পেয়েছে কোন গল্পে ?
     ক. বিলাসী
     খ. ছুটি
     গ. হৈমন্তী
     ঘ. মহেশ
০৭. রবীন্দ্রনাথ ঠাকুর কোন গদ্য নাটকটি শরৎচন্দ্রকে উৎসর্গ করেছিলেন ?
     ক. কালের যাত্রা
     খ. তীর্থযাত্রা
     গ. নন্দিনী
     ঘ. ডাকঘর
০৮. 'পঞ্চভূত' কার লেখা-
     ক. কাজী নজরুল ইসলাম
     খ. হুমায়ূন আহমেদ
     গ. অশোক মিত্র
     ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
০৯. 'বিরাজ বৌ' উপন্যাসের রচয়িতা-
     ক. মানিক বন্দোপাধ্যায়
     খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
     গ. সুকান্ত ভট্টাচার্য
     ঘ. হুমায়ূন আহমেদ
১০. 'পল্লীসমাজ' উপন্যাসের রচয়িতা কে ?
     ক. রবীন্দ্রনাথ ঠাকুর
     খ. কাজী নজরুল ইসলাম
     গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
     ঘ. অক্ষয়কুমার দত্ত
১১. 'চার ইয়ারী কথা' গ্রন্থ কে রচনা করেন ?
     ক. প্রমথ চৌধুরী
     খ. কাজী নজরুল ইসলাম
     গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
     ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
১২. 'বীরবলের হালখাতা' গ্রন্থটি কোন ধরনে রচনা ?
     ক. কাব্য
     খ. প্রবন্ধ
     গ. নাটক
     ঘ. উপন্যাস
১৩. 'ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে' কে বলেছেন ?
     ক. প্রমথ চৌধুরী
     খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
     গ. কাজী নজরুল ইসলাম
     ঘ. শামসুর রহমান
১৪. 'মৃণালিনী' কার রচনা ?
     ক. প্রমথ চৌধুরী
     খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
     গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
     ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
১৫. রবীন্দ্রনাথ রচিত সর্বশেষ ছোটগল্প কোনটি ?
     ক. স্ত্রীর পত্র
     খ. ল্যাবরেটরী
     গ. কঙ্কাল
     ঘ. নষ্টনীড়
১৬. রবীন্দ্রনাথের 'সোনারতরী' কবিতা কোন ছন্দে রচিত ?
     ক. অক্ষরবৃত্ত
     খ. স্বরবৃত্ত
     গ. মন্দাক্রান্তা
     ঘ. মাত্রাবৃত্ত
১৭. 'জীবিত ও মৃত' রবীন্দ্রনাথের কোন জাতীয় ছোটগল্প ?
     ক. সামাজিক
     খ. অতিপ্রাকৃত
     গ. প্রেমের
     ঘ. প্রাকৃত
১৮. রবীন্দ্রনাথ ঠাকুর 'নাইট' উপাধি লাভ করেন কত সালে ?
     ক. ১৯১৮ সালে
     খ. ১৯১৩ সালে
     গ. ১৯১৫ সালে
     ঘ. ১৯১৬ সালে
১৯. শরৎচন্দ্রের 'নারীর মূল্য' কোন ধরনের রচনা ?
     ক. প্রবন্ধ
     খ. উপন্যাস
     গ. ছোটগল্প
     ঘ. নাটক
২০. 'গৃহদাহ' উপন্যাসের রচয়িতা কে ?
     ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
     খ. শহীদুল্লা কায়সার
     গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
     ঘ. আবদুল গাফফার চৌধুরী
২১. শরৎচন্দ্রের 'বড়দিদি' কোন পত্রিকায় প্রকাশিত হয় ?
     ক. সবুজপত্র
     খ. সাহিত্য
     গ. বঙ্গদর্শন
     ঘ. ভারতী
২২. কোন গ্রন্থটি শরৎচন্দ্র রচিত নয় ?
     ক. শ্রীকান্ত
     খ. বড়দিদি
     গ. মৃত্যুক্ষুধা
     ঘ. দেবদাস
২৩. কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের 'জগত্তারিনী' পদক লাভ করেন ?
     ক. ১৯২৬ খ্রিস্টাব্দে
     খ. ১৯২৩ খ্রিস্টাব্দে
     গ. ১৯১৩ খ্রিস্টাব্দে
     ঘ. ১৯১৬ খ্রিস্টাব্দে
২৪. শরৎচন্দ্রের প্রথম উপ্যাস কোনটি ?
     ক. বড়দিদি
     খ. বিন্দুর ছেলে
     গ. রামের সুমতি
     ঘ. বৈকণ্ঠের উইল
২৫. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন রচনার জন্য কুন্তলীন পুরস্কার লাভ করেন ?
     ক. চরিত্রহীন
     খ. দত্তা
     গ. মন্দির
     ঘ. গৃহদাহ