Home
About Us
Contact
News & Updates
Model Test 20
০১. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'ভ্রান্তিবিলাস' কোন ধরনের রচনা ?
ক. কাব্যগ্রন্থ
খ. নাটক
গ. অনুবাদগ্রন্থ
ঘ. উপন্যাস
০২. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রামায়ণের 'অযোদ্ধা কাণ্ড' -এর বঙ্গানুবাদ কোনটি ?
ক. বোধোদয়
খ. কথামালা
গ. ঋজুপাঠ(প্রথম ভাগ)
ঘ. ঋজুপাঠ(দ্বিতীয় ভাগ)
০৩. আধুনিক বাংলা উপন্যাসের জনক কে ?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
০৪. 'বর্ণ-পরিচয়' গ্রন্থের লেখক কে ?
ক. যোগীন্দ্রনাথ সরকার
খ. মাইকেল মধুসূদন দত্ত
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
০৫. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক পদবী কোনটি ?
ক. বন্দ্যোপাধ্যায়
খ. বিদ্যাসাগর
গ. চট্টোপাধ্যায়
ঘ. শর্মা
০৬. ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান 'বিদ্যাসাগর' উপাধি প্রদান করে ?
ক. সংস্কৃত কলেজ
খ. প্রেসিডেন্সি কলেজ
গ. বিদ্যাসাগর কলেজ
ঘ. কলকাতা বিশ্ববিদ্যালয়
০৭. কোনটি মাইকেল মধুসূদন দত্ত রচিত নয় ?
ক. পদ্মাবতী
খ. সনেট পঞ্চায়েত
গ. চতুর্দশপদী কবিতাবলী
ঘ. বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
০৮. কোন রচনাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ?
ক. প্রভাত সংগীত
খ. সন্ধ্যা সংগীত
গ. প্রান্তিক
ঘ. প্রভাবতী সম্ভাষণ
০৯. 'কপোতাক্ষ নদ' কোন জাতীয় কবিতা ?
ক. গদ্য কবিতা
খ. সনেট
গ. গীতিকবিতা
ঘ. পয়ার
১০. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন-
ক. ১৮০৯ সালে
খ. ১৮২২ সালে
গ. ১৮২০ সালে
ঘ. ১৯২০ সালে
১১. মাইকেল মধুসূদন দত্ত প্রথম কোন গ্রন্থে অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার করেন ?
ক. পদ্মাবতী নাটকে
খ. বীরাঙ্গনা কাব্যে
গ. তিলোত্তমাসম্ভব কাব্যে
ঘ. ব্রজাঙ্গনা কাব্যে
১২. অমিত্রাক্ষর ছন্দে রচিত মহাকাব্য 'মেঘনাদ বধ' এর রচয়িতা কে ?
ক. কায়কোবাদ
খ. মাইকেল মধুসূদন দত্ত
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. কাজী নজরুল ইসলাম
১৩. 'তিতাস একটি নদীর নাম' উপন্যাসটি লিখেছেন-
ক. অদ্বৈত মল্ল বর্মণ
খ. আলাউদ্দীন আল আযাদ
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. কাজী নজরুল ইসলাম
১৪. কোন কবিকে জাগরণের কবি বলা হয় ?
ক. জীবনানন্দ দাস
খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. মধুসূদন দত্ত
১৫. 'বীরাঙ্গনা' কোন ছন্দে রচিত ?
ক. মাত্রাবৃত্ত
খ. অমিত্রাক্ষর
গ. অক্ষরবৃত্ত
ঘ. গদ্য কবিতা
১৬. 'সনেট' কবিতার প্রবর্তক কে ?
ক. জীবনানন্দ দাস
খ. দ্বিজেন্দ্রলাল রায়
গ. অতুলপ্রসাদ সেন
ঘ. মাইকেল মধুসূদন দত্ত
১৭. মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যশোর জেলার কোন উপজেলায় ?
ক. চৌগাছা
খ. কেশবপুর
গ. মণিরামপুর
ঘ. কোনটিই নয়
১৮. সনেটকে বাংলায় কি বলা হয় ?
ক. চতুর্দশপদী কবিতা
খ. অষ্টক পদ্য
গ. ষট্ক পদ্য
ঘ. সনেট
১৯. মাইকেল মধুসূদন দত্তের 'বঙ্গভাষা' কবিতাটি কোন ছন্দে রচিত ?
ক. অক্ষরবৃত্ত
খ. স্বরবৃত্ত
গ. মাত্রাবৃত্ত
ঘ. অমিত্রাক্ষর ছন্দ
২০. 'বুড়ো শালিকের ঘাড়ে রো' কোন জাতীয় শিল্পকর্ম ?
ক. উপন্যাস
খ. নাটক
গ. প্রহসন
ঘ. ছোটগল্প
২১. 'মেঘনাদ বধ' কাব্যে সর্গ সংখ্যা কয়টি ?
ক. ৬ টি
খ. ১২ টি
গ. ১৯ টি
ঘ. ৯ টি
২২. সনেটের শেষ ছয় পঙক্তিকে কি বলে ?
ক. অষ্টক
খ. ধারা
গ. ষটক
ঘ. অণুকাব্য
২৩. 'সধবার একাদশী' প্রহসনটির রচয়িতা কে ?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. দীনবন্ধু মিত্র
গ. গিরীশচন্দ্র সেন
ঘ. দ্বিজেন্দ্রলাল রায়
২৪. 'জামাই বারিক' নাটকটি কার রচনা ?
ক. দীনবন্ধু মিত্র
খ. সেলিম আল দীন
গ. গিরীশচন্দ্র সেন
ঘ. আবদুল্লাহ আল মামুন
২৫. দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন ?
ক. গৌরদাস বসাক
খ. মাইকেল মধুসূদন দত্ত
গ. হরিশচন্দ্র
ঘ. অতুলপ্রসাদ সেন
Finish The Exam