Model Test 19
০১. বাংলা সাহিত্যে 'ভোরের পাখী' বলা হয় কাকে ?
     ক. বিহারীলাল চক্রবর্তী
     খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগার
     গ. রাজেশেখর বসু
     ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
০২. বাংলাদেশের জাতীয় কবি কে ?
     ক. কাজী নজরুল ইসলাম
     খ. ফররুখ আহমেদ
     গ. রবীন্দ্রনাথ ঠাকুর
     ঘ. মাইকেল মধুসূদন দত্ত
০৩. 'নাগরিক কবি' কার উপাধি ?
     ক. সুধীন দত্ত
     খ. সমর সেন
     গ. বিষ্ণু দে
     ঘ. অমিয় চক্রবর্তী
০৪. 'রাম গুণাকর' কার কাব্য উপাধি ?
     ক. ভারতচন্দ্র
     খ. মালাধর বসু
     গ. মুকন্দরাম
     ঘ. অমিয় চক্রবর্তী
০৫. 'মরমী কবি' কাকে বলা হয় ?
     ক. হাসন রাজা
     খ. আলাউদ্দিন খাঁ
     গ. কাজী নজরুল ইসলাম
     ঘ. ফররুখ আহমেদ
০৬. বাংলা সাহিত্যে কাকে 'ছন্দের জাদুকর' বলা হয় ?
     ক. হাসন রাজা
     খ. রবীন্দ্রনাথ ঠাকুর
     গ. সত্যেন্দ্রনাথ দত্ত
     ঘ. প্রমথ চৌধুরী
০৭. বাংলা সাহিত্যে 'সাহিত্য বিশারদ' কার উপাধি ?
     ক. আবুদল করিমের
     খ. আবুল জফলের
     গ. মোতাহের হোসেন চৌধুরীর
     ঘ. হাসন রাজার
০৮. 'কাব্যসুধাকর' কার উপাধি ?
     ক. সত্যেন্দ্রনাথ দত্ত
     খ. শামসুর রাহমান
     গ. প্রমথ চৌধুরী
     ঘ. গোলাম মোস্তফা
০৯. কাকে 'বাংলা গদ্যের জনক' বলা হয় ?
     ক. কালি প্রসন্ন সিংহ
     খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
     গ. রবীন্দ্রনাথ ঠাকুর
     ঘ. আল মাহমুদ
১০. দীনেশচন্দ্র সেনকে 'রায়বাহাদুর' উপাধিতে ভূষিত করেন কে ?
     ক. কলকাতা বিশ্ববিদ্যালয়
     খ. বঙ্গীয় সাহিত্য পরিষদ
     গ. ভারত সরকার
     ঘ. সংস্কৃত কলেজ
১১. তিমির হননের কবি কার উপাধি ?
     ক. জীবনানন্দ দাশ
     খ. গোলাম মোস্তফা
     গ. প্রমথ চৌধুরী
     ঘ. শামসুর রাহমান
১২. জগদীশ চন্দ্র বসু কত সালে ভারত সরকার কর্তৃক নাইট উপাধি পান ?
     ক. ১৯১৬ সালে
     খ. ১৯১৫ সালে
     গ. ১৯১৯ সালে
     ঘ. ১৯২৫ সালে
১৩. গোলাম মোস্তফাকে কাব্য সুধাকর কে উপাধি দেন ?
     ক. যশোর সাহিত্য সংঘ
     খ. বাংলা একাডেমী
     গ. বঙ্গীয় সাহিত্য পরিষদ
     ঘ. মুসলিম সাহিত্য সংঘ
১৪. যুগ সন্ধির কবি হলেন-
     ক. ভারতচন্দ্র রায়
     খ. মাইকেল মধুসূদন দত্ত
     গ. জীবনানন্দ দাশ
     ঘ. ঈশ্বর চন্দ্র গুপ্ত
১৫. সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্দনাম কি ?
     ক. চেনাকন্ঠ
     খ. নীল লোহিত
     গ. কাললূট
     ঘ. কালপেঁচা
১৬. 'সুনন্দ' কার ছদ্মনাম ছিল ?
     ক. মোজাম্মেল হক
     খ. প্রমথ চৌধুরী
     গ. শামসুর রাহমান
     ঘ. নারায়ণ গঙ্গোপাধ্যয়
১৭. বিনয়কুমার মুখোপাধ্যায় এর ছদ্মনাম কি ?
     ক. অবধূত
     খ. যাযাবর
     গ. বনফুল
     ঘ. বীরবল
১৮. বাংলা সাহিত্যে কোন লেখক গাজী মিয়া নামে পরিচিত ?
     ক. মীর মশাররফ হোসেন
     খ. কাজী নজরুল ইসলাম
     গ. প্রমথ চৌধুরী
     ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
১৯. মোহিতলাল মজুমদারের ছদ্মনাম কি ?
     ক. সত্যসুন্দর দাস
     খ. প্রসন্নকুমার দাস
     গ. অর্পণা চৌধুরী
     ঘ. শ্যামাপ্রসাদ সেন
২০. কবি কায়কোবাদের আসল নাম কি ?
     ক. আবু নাসের কায়কোবাদ
     খ. মির কায়কোবাদ
     গ. কাজেম আল কোরেশী
     ঘ. কাজেম ইসলাম
২১. 'মৌমাছি' কার ছদ্মনাম ?
     ক. সমরেশ মজুমদার
     খ. বুদ্ধদেব বসু
     গ. কাজী নজরুল ইসলাম
     ঘ. বিমল ঘোষ
২২. 'বাংলার মিল্টন' কার উপাধি ?
     ক. জসীমউদ্দীন
     খ. সুকান্ত ভট্টাচার্য
     গ. হেমচন্দ্র চট্টোপাধ্যায়
     ঘ. কাজী নজরুল ইসলাম
২৩. 'কালকূট' কার ছদ্মনাম ?
     ক. প্যারীচাঁদ মিত্র
     খ. সমরেশ বসু
     গ. কালিপ্রসন্ন সিংহ
     ঘ. সমরেশ মজুমদার
২৪. নজরুলের 'বিদ্রোহী' কবিতা প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায় ?
     ক. বিজলী
     খ. সবুজপত্র
     গ. শিখা
     ঘ. সংবাদ প্রভাকর
২৫. 'এই বাঙ্গালায় তোমাকেই আসতে হবে হে স্বাধীনতা' উক্তিটি কার ?
     ক. জসীমউদ্দীন
     খ. হাসান হাফিজুর রহমান
     গ. শামসুর রাহমান
     ঘ. কাজী নজরুল ইসলাম