Model Test 17
০১. কায়কোবাদের 'মহাশ্মশান' গ্রন্থটি কোন ধরনের রচনা ?
     ক. গীতিকাব্য
     খ. উপন্যাস
     গ. মহাকাব্য
     ঘ. ইতিহাস
০২. কোনটি মহাকাব্য ?
     ক. মহাশ্মশান
     খ. বিষাদ সিন্ধু
     গ. অনল প্রবাহ
     ঘ. রিক্তের বেদন
০৩. 'শাহনামা' বাংলায় অনুবাদ করেন-
     ক. কাজী ইমদাদুল হক
     খ. মোজাম্মেল হক
     গ. সৈয়দ এমদাদ আলী
     ঘ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
০৪. কবি কায়কোবাদ রচিত 'মহাশ্মশান' কাব্যের ঐতিহাসিক পটভূমি কি ছিল ?
     ক. পলাশীর যুদ্ধ
     খ. ছিয়াত্তরের মন্বন্তর
     গ. ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ
     ঘ. পানিপথের তৃতীয় যুদ্ধ
০৫. 'প্রাগৈতিহাসিক' গল্পের রচয়িতা কে ?
     ক. মানিক বন্দ্রোপাধ্যায়
     খ. শওকত ওসমান
     গ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
     ঘ. কাজী ইমদাদুল হক
০৬. 'আত্মজা ও একটি করবী গাছ' কার লেখা গল্প ?
     ক. হাসান আজিজুল হক
     খ. শওকত আলী
     গ. হুমায়ুন আহমেদ
     ঘ. হুমায়ুন আজাদ
০৭. 'মেঘেদের ঘরবাড়ি' গল্পগ্রন্থটির রচয়িতা কে ?
     ক. হুমায়ুন আহমেদ
     খ. রশীদ হায়দার
     গ. শওকত ওসমান
     ঘ. ইমদাদুল হক মিলন
০৮. 'বীরঙ্গনার প্রেম' ছোটগল্পটির সৃষ্টিকর্তা কে ?
     ক. বিপ্রদাস বড়ুয়া
     খ. হুমায়ুন আহমেদ
     গ. ইমদাদুল হক মিলন
     ঘ. জ্যোতিপ্রকাশ দত্ত
০৯. 'একগুচ্ছ গোলাপ ও কয়েকটি গল্প' গ্রন্থের লেখক কে ?
     ক. শওকত ওসমান
     খ. হুমায়ুন কাদির
     গ. বিপ্রদাস বড়ুয়া
     ঘ. মইনুল আহসান সাবের
১০. 'ইঁদুর' কার বিখ্যাত ছোটগল্পের নাম ?
     ক. হুমায়ুন আজাদ
     খ. ইমদাদুল হক মিলন
     গ. সোমেন চন্দ
     ঘ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
১১. সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত ছোটগল্প কোনটি ?
     ক. মাল্যদান
     খ. চাঁদের অমাবস্যা
     গ. নয়নচারা
     ঘ. কাঁদো নদী কাঁদো
১২. 'মিলির হাতে স্টেনগান' গল্পটি কার লেখা ?
     ক. শওকত ওসমান
     খ. আখতারুজ্জামান ইলিয়াস
     গ. শওকত আলী
     ঘ. শহিদুল্লাহ কায়সার
১৩. কোনটি সেলিনা হোসেনের রচনা ?
     ক. একাত্তরের ঢাকা
     খ. একাত্তরের ডায়েরি
     গ. একাত্তরের দিনগুলি
     ঘ. একাত্তর কথা কয়
১৪. 'রক্তাক্ত মানচিত্র' গ্রন্থের রচয়িতা কে ?
     ক. মুনীর চৌধুরী
     খ. শহিদুল্লাহ কায়সার
     গ. জহির রায়হান
     ঘ. আবদুল হাফিজ
১৫. 'একাত্তরের দিনগুলি' কে লিখেছেন ?
     ক. হাসান ইমাম
     খ. জাহানারা ইমাম
     গ. জহির রায়হান
     ঘ. মুনীর চৌধুরী
১৬. 'একাত্তরের বিজয় গাঁথা' গ্রন্থের লেখক কে ?
     ক. জেনারেল অরোরা
     খ. জাহানারা ইমাম
     গ. জহির রায়হান
     ঘ. মেজর রফিকুল ইসলাম
১৭. ওরা এগার জন চলচ্চিত্রের মূল উপজীব্য ও পটভূমি হলো-
     ক. ৫২ এর ভাষা আন্দোলন
     খ. বাংলাদেশের মুক্তিযুদ্ধ
     গ. সিপাহী বিদ্রোহ
     ঘ. ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধ
১৮. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি ?
     ক. জাহান্নাম হইতে বিদায়
     খ. শঙ্খনীল কারাগার
     গ. কাঁটাতারে প্রজাপতি
     ঘ. আর্তনাদ
১৯. 'অপর্ণা' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের চরিত্র ?
     ক. বিসর্জন
     খ. ডাকঘর
     গ. মালিনী
     ঘ. চিত্রাঙ্গদা
২০. 'রতন' চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের ?
     ক. ছুটি
     খ. গিন্নি
     গ. পোস্টমাস্টার
     ঘ. সুভা
২১. 'রোহিনী' কোন উপন্যাসের নায়িকা ?
     ক. চরিত্রহীন
     খ. সংশপ্তক
     গ. গৃহদাহ
     ঘ. কৃষ্ণকান্তের উইল
২২. 'মুর্দা ফকির' চরিত্রটি কোন নাটকের ?
     ক. সেনাপতি
     খ. শঙ্খনীল কারাগার
     গ. কবর
     ঘ. নুরুলদীনের সারা জীবন
২৩. 'আদুরী' চরিত্রটি কোন নাটকের ?
     ক. কৃষ্ণকুমারী
     খ. নীলদর্পণ
     গ. শকুন্তলা
     ঘ. রক্তকরবী
২৪. 'রাজলক্ষ্ণী' চরিত্রের স্রষ্টা কোন ঔপন্যাসিক ?
     ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
     খ. তারাশংকর বন্দ্যোপাধ্যায়
     গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
     ঘ. নজরুল ইসলাম
২৫. 'গৃহদাহ' উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কি ?
     ক. নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী
     খ. সুরেশ ও অচলা
     গ. মধুসূদন ও কুমুদিনী
     ঘ. গোবিন্দালাল ও রোহিণী