Model Test 16
০১. আবু হেনা মোস্তফা কামাল রচিত কাব্যগ্রন্থ কোনটি ?
     ক. উত্তরাধিকার
     খ. একদা এক রাজ্যে
     গ. আপন যৌবন বৈরী
     ঘ. সশস্ত্র সুন্দর
০২. 'কীর্তিনাশা' কাব্যগ্রন্থটির রচয়িতা কে ?
     ক. মোহাম্মদ রফিক
     খ. আবুল হাসান
     গ. নির্মলেন্দু গুণ
     ঘ. আবু জাফর
০৩. আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কাব্যগ্রন্থ কোনটি ?
     ক. নারিন্দা লেন
     খ. সাতনরী হার
     গ. আপন যৌবন বৈরী
     ঘ. মানুষের মানচিত্র
০৪. 'মাগো, ওরা বলে' কবিতাটি কার লেখা ?
     ক. সৈয়দ শামসুল হক
     খ. শামসুর রহমান
     গ. আল মাহমুদ
     ঘ. আবু জাফর ওবায়দুল্লাহ
০৫. সুধীন্দ্রনাথ দত্তের প্রথম কাব্যগ্রন্থ কোনটি ?
     ক. তন্বী
     খ. উর্বশী
     গ. রূপসী
     ঘ. ক্রন্দসী
০৬. আধুনিক বাংলা সাহিত্যে প্রথম কাব্য কোনটি ?
     ক. মেঘনাদবধ
     খ. ধূমকেতু
     গ. দিকদর্শন
     ঘ. পদ্মিনী উপাখ্যান
০৭. কোনটি নির্মলেন্দু গুণের কাব্যগ্রন্থ ?
     ক. তবক দেওয়া পান
     খ. বাংলার মাটি বাংলার জল
     গ. চুনিয়া আমার আর্কেডিয়া
     ঘ. রৌদ্রে প্রতিধ্বনি
০৮. নিচের কোনটি বিহারীলাল চক্রবর্তী রচিত কাব্য নয় ?
     ক. সঙ্গীত শতক
     খ. বন্ধু বিয়োগ
     গ. নিসর্গ সন্দর্শন
     ঘ. সবিতা সুন্দরী
০৯. 'নিসর্গ সন্দর্শন' কাব্যগ্রন্থটি কার রচনা ?
     ক. মোজাম্মেল হক
     খ. বিহারীলাল চক্রবর্তী
     গ. গোবিন্দচন্দ্র দাস
     ঘ. কামিনী রায়
১০. 'সাধের আসন' কাব্যগ্রন্থটি কার রচনা ?
     ক. গোবিন্দচন্দ্র দাস
     খ. আবু জাফর ওবায়দুল্লাহ
     গ. বিহারীলাল চক্রবর্তী
     ঘ. নির্মলেন্দু গুণ
১১. বলাইচাঁদ মুখোপাধ্যায় রচিত কাব্য কোনটি ?
     ক. দ্বৈরথ
     খ. কষ্টিপাথর
     গ. চতুর্দশী
     ঘ. তন্বী
১২. 'মেঘদূত' কাব্য কার রচনা ?
     ক. বিশ্বকবি রবীন্দ্রনাথ
     খ. মহাকবি কালিদাস
     গ. ছন্দের কবি সত্যেন্দ্রনাথ
     ঘ. পল্লীকবি জসীমউদ্দীন
১৩. কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্র কাব্য ?
     ক. বীরাঙ্গনা
     খ. বিলাতের পত্র
     গ. হিমালয়
     ঘ. কোনটিই নয়
১৪. 'খোলাচিঠি' কাব্যগ্রন্থটির রচয়িতা কে ?
     ক. জাহানারা আরজু
     খ. মোহাম্মদ মাহফুজ উল্লাহ
     গ. রজনীকান্ত সেন
     ঘ. সমর সেন
১৫. 'এষা' কাব্যগ্রন্থের রচয়িতা কে ?
     ক. রজনীকান্ত সেন
     খ. অক্ষয়কুমার বড়াল
     গ. দেবেন্দ্রনাথ সেন
     ঘ. সুরেন্দ্রনাথ মজুমদার
১৬. 'আমি কিংবদন্তীর কথা বলছি' একটি-
     ক. নাটক
     খ. উপন্যাস
     গ. গল্পগ্রন্থ
     ঘ. কাব্যগ্রন্থ
১৭. 'ক্রন্দসী' কাব্যগ্রন্থটির রচয়িতা কে ?
     ক. অমিয় চক্রবর্তী
     খ. সুধীন্দ্রনাথ দত্ত
     গ. জীবনানন্দ দাশ
     ঘ. অক্ষয়কুমার বড়াল
১৮. সুকান্ত ভট্টাচার্য রচিত কোন কাব্যটি ফ্যাসিবাদ বিরোধী ?
     ক. আকাল
     খ. ছাড়পত্র
     গ. হরতাল
     ঘ. অভিযান
১৯. 'পুষ্পিত ইমেজ' কাব্যগ্রন্থটির রচয়িতা কে ?
     ক. অমিয় চক্রবর্তী
     খ. সুধীন্দ্রনাথ দত্ত
     গ. জীবনানন্দ দাশ
     ঘ. সমর সেন
২০. কোনটি বন্দে আলী মিয়ার কাব্য ?
     ক. অনলপ্রবাহ
     খ. সূর্য করোজ্জ্বল বনভূমি
     গ. অরণ্য গোধূলী
     ঘ. জন্মই আমার আজন্ম পাপ
২১. বিহারীলাল চক্রবর্তীর শ্রেষ্ঠ কাব্য কোনটি ?
     ক. সাধের আসন
     খ. বঙ্গ সুন্দরী
     গ. বন্ধু বিয়োগ
     ঘ. সারদা মঙ্গল
২২. 'তুমি শুধু পঁচিশে বৈশাখ' কাব্যটি কে লিখেছেন কে ?
     ক. অমিয় চক্রবর্তী
     খ. সুকান্ত ভট্টাচার্য
     গ. বিষ্ণু দে
     ঘ. সুধীন্দ্রনাথ দত্ত
২৩. 'বিচ্ছিন্ন প্রতিলিপি' কাব্য গ্রন্থের রচয়িতা কে ?
     ক. ভারতচন্দ্র রায়
     খ. মাযহারুল ইসলাম
     গ. হুমায়ূন আজাদ
     ঘ. জীবনানন্দ দাশ
২৪. 'ময়নামতীর চর' কাব্যটির রচয়িতা কে ?
     ক. বন্দে আলী মিয়া
     খ. মাযহারুল ইসলাম
     গ. হুমায়ুন কবীর
     ঘ. জীবনানন্দ দাশ
২৫. 'বাংলাদেশ' কবিতাটি কার লেখা ?
     ক. আহসান হাবীব
     খ. অমিয় চক্রবর্তী
     গ. ফররুখ আহমদ
     ঘ. শামসুর রহমান