Model Test 15
০১. 'শিক্ষার লক্ষ্য' মোতাহের হোসেন চৌধুরীর কোন ধরনের রচনা ?
     ক. উপন্যাস
     খ. প্রহসন
     গ. প্রবন্ধ
     ঘ. নাটক
০২. 'বাংলা সাহিত্যের কথা' গ্রন্থটি কে রচনা করেন ?
     ক. ড. মুহাম্মদ শহীদুল্লাহর
     খ. মুহম্মদ আবদুল হাই
     গ. মুনির চৌধুরী
     ঘ. সুকুমার সেন
০৩. 'শিক্ষা ও সভ্যতা' গ্রন্থের রচয়িতা কে ?
     ক. প্রমথ চৌধুরী
     খ. অতুলচন্দ্র গুপ্ত
     গ. মুনির চৌধুরী
     ঘ. ড. মুহাম্মদ শহীদুল্লাহর
০৪. 'বাংলার লোকসংস্কৃতি' প্রবন্ধগ্রন্থের রচয়িতা কে ?
     ক. আনিসুজ্জামান
     খ. অতুলচন্দ্র গুপ্ত
     গ. রফিকুল ইসলাম
     ঘ. ওয়াকিল আহমদ
০৫. 'অ-তে অজগর' কার লেখা ?
     ক. আবদুল মান্নান সৈয়দ
     খ. আল মাহমুদ
     গ. শওকত ওসমান
     ঘ. প্রমথ চৌধুরী
০৬. সৈয়দ মুজতবা আলীর কোন প্রবন্ধে কাবুল শহরের কাহিনী বর্ণিত হয়েছে ?
     ক. দেশে বিদেশে
     খ. ঝান্ডুদা
     গ. চাচা কাহিনী
     ঘ. টুনি মেম
০৭. আহমদ শরীফ রচিত প্রবন্ধগ্রন্থ কোনটি ?
     ক. বিচিত্র কথা
     খ. বিচিত্র চিন্তা
     গ. লোকায়ত বাংলা
     ঘ. সাম্প্রদায়িকতা
০৮. কোনটি রম্য রচনা ?
     ক. চোখের বালি
     খ. সাত-সাঁতার
     গ. ধীরে বহে নীল
     ঘ. পঞ্চতন্ত্র
০৯. জসীম উদ্‌দীনের 'চলে মুসাফির' কি ধরনের রচনা ?
     ক. কবিতা
     খ. ভ্রমণ কাহিনী
     গ. উপন্যাস
     ঘ. আত্মজীবনী
১০. 'হঠাৎ আলোর ঝলকানি' কোন জাতীয় রচনা ?
     ক. কাব্যগ্রন্থ
     খ. গল্পগ্রন্থ
     গ. প্রবন্ধগ্রন্থ
     ঘ. উপন্যাস
১১. 'বিদায় হজ্ব' গ্রন্থের রচয়িতা কে ?
     ক. এস ওয়াজেদ আলী
     খ. সৈয়দ মুজতবা আলী
     গ. মোহাম্মদ বরকত উল্লাহ
     ঘ. ইয়াকুব আলী চৌধুরী
১২. আবুল কালাম শামসুদ্দীনের লেখা প্রবন্ধ কোনটি ?
     ক. কচিপাতা
     খ. দৃষ্টিকোণ
     গ. ত্রিস্রোত
     ঘ. খরতরঙ্গ
১৩. বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক কে ?
     ক. প্রমথ চৌধুরী
     খ. রবীন্দ্রনাথ ঠাকুর
     গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
     ঘ. ড. মুহাম্মদ শহীদুল্লাহর
১৪. 'বীরবলের হালখাতা' কার রচনা ?
     ক. রবীন্দ্রনাথ ঠাকুর
     খ. আবু সায়ীদ আইয়ুব
     গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
     ঘ. প্রমথ চৌধুরী
১৫. 'বিলাতে সাড়ে সাতশ দিন' গ্রন্থটির রচয়িতা কে ?
     ক. প্রমথ চৌধুরী
     খ. মুহম্মদ আবদুল হাই
     গ. রবীন্দ্রনাথ ঠাকুর
     ঘ. ড. মুহাম্মদ শহীদুল্লাহর
১৬. সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি ?
     ক. কৈবর্ত খণ্ড
     খ. ফুল বউ
     গ. দৃষ্টিকোণ
     ঘ. অলীক মানুষ
১৭. 'স্বরূপের সন্ধানে' প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে ?
     ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ
     খ. ড. আনিসুজ্জামান
     গ. প্রমথ চৌধুরী
     ঘ. মোতাহের হোসেন চৌধুরী
১৮. 'তোষামদ ও রাজনীতির ভাষা' কোন ধরনের গ্রন্থ ?
     ক. রম্যরচনা
     খ. গদ্যগ্রন্থ
     গ. নাটক
     ঘ. কোনটিই নয়
১৯. 'সংস্কৃতির রূপান্তর' গ্রন্থটির রচয়িতা কে ?
     ক. গোপাল হালদার
     খ. সুফিয়া কামাল
     গ. শহীদুল্লাহ কায়াসার
     ঘ. শহীদুল্লাহ কায়াসার
২০. 'নয়নচারা' গল্পটি কার রচনা ?
     ক. আবু ইসহাক
     খ. শহীদুল্লাহ কায়াসার
     গ. সৈয়দ ওয়ালীউল্লাহ
     ঘ. মানিক বন্দ্যোপাধ্যায়
২১. 'বাংলার মুখ' কবিতাটি কোন কাব্যের অন্তর্গত ?
     ক. ঝরা পালক
     খ. মহাপৃথিবী
     গ. মাল্যদান
     ঘ. রূপসী বাংলা
২২. 'উত্তরাধিকার' কাব্যের রচয়িতা কে ?
     ক. সৈয়দ শামসুল হক
     খ. আবু ইসহাক
     গ. শহীদ কাদরী
     ঘ. গোপাল হালদার
২৩. 'অলৌকিক ইস্টিমার' গ্রন্থের রচয়িতা কে ?
     ক. হেলাল হাফিজ
     খ. হূমায়ুন আজাদ
     গ. আবু ইসহাক
     ঘ. আসাদ চৌধুরী
২৪. বেগম সুফিয়া কামালের কবিতা কোনটি ?
     ক. সাঁঝের মায়া
     খ. বঙ্গসুন্দরী
     গ. উর্ব্বসী
     ঘ. চক্রবাক
২৫. 'রাজা যায় রাজা আসে' কাব্যগ্রন্থের রচয়িতা কে ?
     ক. আবুল হুসেন
     খ. আবুল হাসান
     গ. শামসুর রাহমান
     ঘ. নির্মলেন্দু গুণ