Home
About Us
Contact
News & Updates
Model Test 13
০১. 'লাইলী মজনু' কাব্যটি কে রচনা করেছেন ?
ক. বাহরাম খান
খ. আলাওল
গ. জামী
ঘ. নিজামী
০২. মঙ্গলযুগের সর্বশেষ কবির নাম কি ?
ক. ভারতচন্দ্র রায়গুণাকর
খ. বিজয়গুপ্ত
গ. মুকুন্দরাম চক্রবর্তী
ঘ. কানাহরি দত্ত
০৩. বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন ?
ক. বাংলা
খ. মৈথিলী
গ. সংস্কৃত
ঘ. পালি
০৪. আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি কে ?
ক. দৌলত কাজী
খ. আলাওল
গ. মরদন
ঘ. কোরেশী মাগন ঠাকুর
০৫. মধ্যযুগের সাহিত্যধারা কেমন ছিল ?
ক. ধর্ম নির্ভর
খ. গদ্য নির্ভর
গ. রূপকথা নির্ভর
ঘ. কল্পনা নির্ভর
০৬. বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে ?
ক. মহাশ্বেতা দেবী
খ. পদ্মাবতী
গ. চন্দ্রাবতী
ঘ. বেগম সুফিয়া কামাল
০৭. মোঘল রাজসভার কবি ছিলেন কে
ক. আবুল ফজল
খ. যশোরাজ খান
গ. নসরত শাহ
ঘ. বিদ্যাপতি
০৮. কবি ভারতচন্দ্রকে 'রায় গুণাকর' উপাধি দেন কে ?
ক. বল্লাল সেন
খ. জমিদার রঘুনাথ
গ. সম্রাট আকবর
ঘ. মহারাজ কৃষ্ণচন্দ্র
০৯. চন্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্র কোনটি ?
ক. ফুল্লরা
খ. কালকেতু
গ. ঈশ্বরী পাটনী
ঘ. মুরারিশীল
১০. মধ্যযুগের প্রথম কাব্য কোনটি ?
ক. শূণ্য পুরাণ
খ. গীতি গোবিন্দ
গ. শ্রীকৃষ্ণকীর্তন
ঘ. ডাকার্ণব
১১. 'মধুমালতী' কাব্যের রচয়িতা কে ?
ক. বাহরাম খান
খ. আলাওল
গ. মুহম্মদ কবীর
ঘ. ফকির গরীবুল্লাহ
১২. পুঁথি সাহিত্যের ভাষা কেমন ?
ক. বাংলা
খ. মিশ্র
গ. ফারসি
ঘ. হিন্দি
১৩. নিমাই কার বাল্যকালের নাম ?
ক. শ্রী চৈতন্যদেব
খ. দীনবন্ধু
গ. জয়দেব
ঘ. হরপ্রসাদ শাস্ত্রী
১৪. 'আলালের ঘরের দুলাল' উপন্যাসটির রচয়িতা কে ?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. রামমোহন রায়
ঘ. প্যারীচাঁদ মিত্র
১৫. কোনটি উপন্যাস নয় ?
ক. ওল্কার
খ. পথ জানা নাই
গ. যাপিত জীবন
ঘ. খোয়াবনামা
১৬. 'শনিবারের চিঠি' উপন্যাসের রচয়িতা কে ?
ক. দীনেশচন্দ্র রায়
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. মুজতবা আলী
ঘ. দীপক চৌধুরী
১৭. কোনটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস ?
ক. রামের সুমতি
খ. কপালকুন্ডলা
গ. যোগাযোগ
ঘ. হাজার বছর ধরে
১৮. 'মাল্যবান' কোন ধরনের সাহিত্যকর্ম ?
ক. উপন্যাস
খ. কাব্য
গ. প্রবন্ধ
ঘ. নাটক
১৯. 'বিশ শতকের মেয়ে' উপন্যাসটির রচয়িতা কে ?
ক. ড. নীলিমা ইব্রাহিম
খ. আনিস চৌধুরী
গ. শহীদুল্লা কায়সার
ঘ. বেগম সুফিয়া কামাল
২০. 'অনাথিনী' কোন লেখকের প্রথম উপন্যাস ?
ক. বেনজীর আহমদ
খ. হুমায়ুন কবীর
গ. খান মুহাম্মদ মঈনুদ্দিন
ঘ. শামসুল হক
২১. 'জোহরা' উপন্যাসের রচয়িতা কে ?
ক. মীর মশাররফ হোসেন
খ. প্যারীচাঁদ মিত্র
গ. কাজী ইমদাদুল হক
ঘ. মোজাম্মেল হক
২২. 'আনোয়ারা' কোন ধরনের গ্রন্থ ?
ক. নাটক
খ. প্রহসন
গ. উপন্যাস
ঘ. বড় গল্প
২৩. 'উত্তম পুরুষ' উপন্যাসের রচয়িতা কে ?
ক. শওকত ওসমান
খ. রশীদ করিম
গ. জহির রায়হান
ঘ. শহীদুল্লাহ কায়সার
২৪. 'তিতাস একটি নদীর নাম' উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন কে ?
ক. ঋত্বিক ঘটক
খ. গৌতম ঘোষ
গ. সত্যজিৎ রায়
ঘ. বাসুদেব ট্যাটার্জী
২৫. 'আততায়ীদের সাথে কথোপকথন' কার লেখা ?
ক. শামসুর রহমান
খ. হুমায়ুন আহমেদ
গ. হুমায়ুন আজাদ
ঘ. জাফর ইকবাল
Finish The Exam