Home
About Us
Contact
News & Updates
Model Test 10
০১. বাংলাদেশে 'গ্রাম থিয়েটার'- এর প্রবর্তক কে ?
ক. সেলিম আল দীন
খ. রামেন্দু মজুমদার
গ. আব্দুল্লাহ আল মামুন
ঘ. মমতাজউদদীন আহমদ
০২. 'পদ্মা মেঘনা যমুনা' বইটির লেখক কে ?
ক. আবু জাফর শামসুদ্দিন
খ. আবু হেনা
গ. আনিসুজ্জামান
ঘ. নজরুল ইসলাম
০৩. 'পালামৌ' ভ্রমণকাহিনীটি কার রচনা ?
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়
গ. সুনিল গঙ্গোপাধ্যায়
ঘ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
০৪. 'শূন্যপুরাণ' রচনা করেছে-
ক. শ্রীকর নন্দী
খ. রামাই পণ্ডিত
গ. বিজয় গুপ্ত
ঘ. লোচন দাস
০৫. বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা 'কল্লোল' কত সালে প্রকাশিত হয় ?
ক. ১৯২৩ সালে
খ. ১৯২৪ সালে
গ. ১৯২৫ সালে
ঘ. ১৯২৭ সালে
০৬. দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি ?
ক. বিয়ে পাগলা বুড়ো
খ. কিঞ্চিত জলযোগ
গ. কঞ্চি অবতার
ঘ. বুড়ো সালিকের ঘাড়ে রোঁ
০৭. লোকসাহিত্য কাকে বলে ?
ক. গ্রামীণ নরনারীর প্রণয়সংবলিত উপাখ্যানকে
খ. লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদি
গ. লোক সাধারণের কল্যাণে দেবতার স্তুতিমুলক
ঘ. প্রামের অশিক্ষিত ও অখ্যাত লোকের সৃষ্ট রচনাকে
০৮. বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি ?
ক. কালিকলম
খ. কল্লোল
গ. বঙ্গদর্শন
ঘ. সবুজপত্র
০৯. 'অগ্নিবীণা' কাব্যের প্রথম কবিতা কোনটি ?
ক. ধুমকেতু
খ. প্রলয়োল্লস
গ. বিদ্রোহী
ঘ. অগ্রপথিক
১০. 'অনল প্রবাহ' রচনা করেন-
ক. মোজাম্মেল হক
খ. এয়াকুব আলী চৌধুরী
গ. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
ঘ. মুনিরুজ্জামান ইসলামবাদী
১১. কবি আলাওলের জন্মস্থান কোনটি ?
ক. বার্মার আরাকান
খ. ফরিদপুর সুরেশ্বর
গ. চট্টগ্রামের জোবরা
ঘ. চট্টগ্রামের পটিয়া
১২. বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি ?
ক. প্রভু যিশুর বাণী
খ. কৃপার শাস্ত্রের অর্থভেদ
গ. মিশনারি জীবন
ঘ. ফুলমণি ও করুনার বিবরণ
১৩. মুসলমান নারী জাগরণের কবি-
ক. সামসুন্নাহার
খ. বেগম রোকেয়া
গ. ফয়জুন্নেসা
ঘ. ফজিলাতুন্নেসা
১৪. প্রাচীনতম বাঙালী মুসলিম কবি কে ?
ক. সৈয়দ সুলতান
খ. মুহাম্মদ খান
গ. আলাওল
ঘ. শাহ মুহাম্মদ সগীর
১৫. 'আধ্যাত্মিকা' উপন্যাসের লেখক কে ?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. প্যারীচাঁদ মিত্র
গ. দামোদার বন্দ্যোপাধ্যায়
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৬. 'সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভাল হয়ে চলি।' এই চরণদ্বয়ের লেখক-
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কুসুমকুমারী দাশ
গ. কৃষ্ণগচন্দ্র মজুমদার
ঘ. মদনমোহন তর্কালঙ্কার
১৭. 'বটতলার উপন্যাস' গ্রন্থের লেখকের নাম কী ?
ক. দিলারা হাশেম
খ. রাজিয়া খান
গ. রিজিয়া রহমান
ঘ. সেলিনা হোসেন
১৮. 'পরাগলী মহাভারত' খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কী ?
ক. কবীন্দ্র পরমেশ্বর
খ. সঞ্চয়
গ. শ্রীকর নন্দী
ঘ. কাশীরাম দাস
১৯. অশোক সৈয়দ কার ছদ্ম নাম ?
ক. আবদুল মান্নান সৈয়দ
খ. সৈয়দ আজিজুল হক
গ. আবু সয়ীদ আইয়ুব
ঘ. সৈয়দ শামসুল হক
২০. আলাওলের 'তোহফা' কোন ধরনের কাব্য ?
ক. আত্মজীবনী
খ. প্রনয় কাব্য
গ. নীতিকাব্য
ঘ. জঙ্গনামা
২১. ফররুখ আহমদ-এর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি ?
ক. পাখির বাসা
খ. হাতেম তাই
গ. নৌফেল ও হাতেম
ঘ. সাত সাগরের মাঝি
২২. ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি ?
ক. জীবন ঘষে আগুন
খ. নন্দিত নরকে
গ. আরেক ফালগুন
ঘ. পিঙ্গল আকাশ
২৩. 'ছিন্নপত্রে'র অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা ?
ক. কাদম্বরী দেবী
খ. ইন্দিরা দেবী
গ. মৃণালিনী দেবী
ঘ. মৈত্রেয়ী দেবী
২৪. কবি গানের প্রথম কবি কে ?
ক. গোঁজলা পুট
খ. নিতাই বৈরাগী
গ. ভবানী ঘোষ
ঘ. হরু ঠাকুর
২৫. 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি' - এ গানের প্রথম সুরকার কে ?
ক. আলতাফ মাহমুদ
খ. আসাদ চৌধুরী
গ. আব্দুল লতিফ
ঘ. আবদুল গফ্ফার চৌধুরী
Finish The Exam