Model Test 01
০১. 'গোরক্ষ বিজয়' কাব্য কোন ধর্মমতের কাহিনি অবলম্বনে লেখা ?
     ক. নাথধর্ম
     খ. বৌদ্ধ সহজযান
     গ. শৈবধর্ম
     ঘ. কোনোটি নয়
০২. 'অলৌকিক ইস্টিমার' গ্রন্থের রচয়িতা কে ?
     ক. হুমায়ুন আজাদ
     খ. আসাদ চৌধুরী
     গ. হেলাল হাফিজ
     ঘ. রফিক আজাদ
০৩. 'হাসনাহেনা' কার লেখা ?
     ক. নজরুল ইসলাম
     খ. গোলাম মোস্তফা
     গ. কায়কোবাদ
     ঘ. জহির রায়হান
০৪. বাঙালি মুসলমান কবিদের মধ্যে প্রথম সনেট রচয়িতা- -
     ক. কায়কোবাদ
     খ. গোলাম মোস্তফা
     গ. নজরুল ইসলাম
     ঘ. জহির রায়হান
০৫. জহির রায়হান কত সালে বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন ?
     ক. ১৯৭১ সালে
     খ. ১৯৭২ সালে
     গ. ১৯৭৩ সালে
     ঘ. ১৯৭৬ সালে
০৬. জহির রায়হান কত সালে জন্মগ্রহণ করেন ?
     ক. ১৯ সেপ্টেম্বর, ১৯৩৫
     খ. ১৯ আগস্ট, ১৯৩৬
     গ. ১৯ আগস্ট, ১৯৩৫
     ঘ. ২৯ আগস্ট, ১৯৩৫
০৭. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে 'বিদ্যাসাগর' উপাধি লাভ করেন ?
     ক. ১৮৩৯ সালে
     খ. ১৮৪০ সালে
     গ. ১৮২৯ সালে
     ঘ. ১৮৩৬ সালে
০৮. নজরুল ইসলামকে কবে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় ?
     ক. ১৯৭৫ সালে
     খ. ১৯৮৫ সালে
     গ. ১৯৭৩ সালে
     ঘ. ১৯৭৬ সালে
০৯. কত সালে নজরুল ইসলামকে একুশে পদক প্রদান করা হয় ?
     ক. ১৯৭৫ সালে
     খ. ১৯৭৬ সালে
     গ. ১৯৭৭ সালে
     ঘ. ১৯৮১ সালে
১০. নজরুল ইসলামের প্রথম কবিতা কোনটি ?
     ক. বিদ্রোহী
     খ. প্রলয়োল্লাস
     গ. মুক্তি
     ঘ. কোনটিই নয়
১১. 'চারু' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের চরিত্র ?
     ক. নষ্টনীড়
     খ. মুসলমানীর গল্প
     গ. দেনাপাওনা
     ঘ. একরাত্রি
১২. 'সুরবালা' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের চরিত্র ?
     ক. মুসলমানীর গল্প
     খ. একরাত্রি
     গ. নষ্টনীড়
     ঘ. নিশীথে
১৩. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্প কোনটি ?
     ক. ভিখারিনী
     খ. পোস্টমাস্টার
     গ. মুসলমানীর গল্প
     ঘ. হৈমন্তী
১৪. কোন দুটি চরিত্র 'নকশী কাঁথার মাঠ' কাব্যগ্রন্থের চরিত্র ?
     ক. সবিতা ও রমণী বাবু
     খ. ললিতা ও সুচরিতা
     গ. শর্মিলা ও উর্মিলা
     ঘ. রূপাই ও সাজু
১৫. কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় 'কালাপাহাড়'- কে স্মরণ করেছেন কেন ?
     ক. প্রাচীন বাংলার বিদ্রোহী ছিলেন বলে
     খ. প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে
     গ. ইসলামের গুণকীর্তন করেছিলেন বলে
     ঘ. ব্রাহ্মণ্যযুগে নব মুসলিম ছিলেন বলে
১৬. মুহাম্মদ আবদুল হাই রচিত ধ্বনিবিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কী ?
     ক. ধ্বনিবিজ্ঞানের কথা
     খ. আধুনিক বাংলা ধ্বনিবিজ্ঞান
     গ. বাংলা ধ্বনিবিজ্ঞান
     ঘ. ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব
১৭. 'প্রদীপ নিবিয়া গেল!' -এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের ?
     ক. রবীন্দ্রনাথের 'যোগাযোগ'
     খ. বঙ্কিমচন্দ্রের 'কপালকুণ্ডলা'
     গ. রবীন্দ্রনাথের 'চোখের বালি'
     ঘ. বঙ্কিমচন্দ্রের 'বিষবৃক্ষ'
১৮. জহির রায়হান কত সালে আদমজী সাহিত্য পুরস্কার লাভ করেন ?
     ক. ১৯৬৪ সালে
     খ. ১৯৬৫ সালে
     গ. ১৯৫৫ সালে
     ঘ. ১৯৫৪ সালে
১৯. 'নকশী কাঁথার মাঠ' কত সালে প্রকাশিত হয় ?
     ক. ১৯২৯ সালে
     খ. ১৯১৯ সালে
     গ. ১৯২৭ সালে
     ঘ. ১৯৩০ সালে
২০. জসীম উদ্দিনের প্রথম উপন্যাস কোনটি ?
     ক. বামুনের মেয়ে
     খ. কপালকুণ্ডলা
     গ. বোবা কাহিনী
     ঘ. কোনটিই নয়
২১. জসীম উদ্দিন কত সালে স্বাধীনতা পুরস্কার (মরণোত্তর) লাভ করেন ?
     ক. ১৯৭৭ সালে
     খ. ১৯৮৭ সালে
     গ. ১৯৬৭ সালে
     ঘ. ১৯৭৮ সালে
২২. 'ললিতা ও শেখর' চরিত্র দুটি কোন উপন্যাসের ?
     ক. যোগাযোগ
     খ. গোরা
     গ. পরিণীতা
     ঘ. মৃত্যুক্ষুধা
২৩. ড. মুহম্মদ শহীদুল্লাহ নিচের কোন পত্রিকার সাথে জড়িত ছিলেন ?
     ক. সমকাল
     খ. তকবীর
     গ. ইনসাফ
     ঘ. ধূমকেতু
২৪. ড. মুহম্মদ শহীদুল্লাহ কত সালে জন্ম গ্রহণ করেন ?
     ক. ১০ জুলাই, ১৮৮৫ সালে
     খ. ১১ জুলাই, ১৮৮৫ সালে
     গ. ১৩ জুলাই, ১৮৮৫ সালে
     ঘ. ১০ জুলাই, ১৮৮৬ সালে
২৫. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ? -
     ক. ফেনী
     খ. ঢাকা
     গ. ময়মনসিংহ
     ঘ. রাজশাহী