Home
About Us
Contact
News & Updates
Model Test 09
০১. যাকে সম্বোধন করে কিছু বলা হয়, তাকে কি বলে ?
ক. সম্বোধন পদ
খ. নামপদ
গ. ক্রিয়াপদ
ঘ. কোনটিই নয়
০২. বাক্যের প্রতিটি পদের সঙ্গে অন্বয় সাধনের জন্য যেসব বর্ণ যুক্ত হয়, তাদের কি বলে ?
ক. বিভক্তি
খ. সমাস
গ. কারক
ঘ. সম্বোধন পদ
০৩. যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয়, তাকে বলে -
ক. কর্তিকারক
খ. কর্মকারক
গ. করণকারক
ঘ. অপদান কারক
০৪. কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করে, তাকে বলে-
ক. করণকারক
খ. কর্তিকারক
গ. কর্মকারক
ঘ. অপদান কারক
০৫. কোন কিছু স্বত্ব ত্যাগ করে দান করাকে বুঝায়-
ক. সম্প্রদান কারক
খ. করণ কারক
গ. কর্মকারক
ঘ. অপদান কারক
০৬. বাক্যের প্রকাশভঙ্গি অনুসারে কর্তা কয় প্রকার ?
ক. ৪ প্রকার
খ. ৫ প্রকার
গ. ৩ প্রকার
ঘ. ৬ প্রকার
০৭. বস্তুবাচক কর্মকে কোন কর্ম বলে ?
ক. মুখ্যকর্ম
খ. গৌণকর্ম
গ. সকর্ম
ঘ. কোনটিই নয়
০৮. সমপ্রদান কারকে কোন বিভক্তি যুক্ত হয় ?
ক. ১মা
খ. ৫মী
গ. ২য়া
ঘ. ৪র্থী
০৯. ক্রিয়াকে 'কোথা থেকে' দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তা -
ক. কর্তৃকারক
খ. অপাদান কারক
গ. সম্প্রদান কারক
ঘ. কর্মকারক
১০. ক্রিয়াকে 'কি দ্বারা' বা 'কিসের দ্বারা' দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তা -
ক. অপাদান কারক
খ. অধিকরণ কারক
গ. করণকারক
ঘ. কর্মকারক
১১. ক্রিয়াকে 'কোথায়' বা 'কখন' দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তা -
ক. অধিকরণ কারক
খ. অপাদান কারক
গ. কর্তৃকারক
ঘ. কর্মকারক
১২. ক্রিয়াকে 'কে' দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তা-
ক. অপাদান কারক
খ. কর্তৃকারক
গ. কর্মকারক
ঘ. অধিকরণ কারক
১৩. ক্রিয়াকে "কি" বা "কাকে" দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তা -
ক. কর্মকারক
খ. অপাদান কারক
গ. অধিকরণ কারক
ঘ. করণকারক
১৪. সম্বোধন পদের পর কোন চিহ্ন বসে ?
ক. দাড়ি
খ. সেমিকোলন
গ. হাইফেন
ঘ. কমা
১৫. একবচন ও বহুবচনভেদে বিভক্তিগুলো কি ধরনের পার্থক্য রয়েছে ?
ক. গঠনগত
খ. আকৃতিগত
গ. অর্থগত
ঘ. উচ্চারনগত
১৬. কর্ম কারকের উদাহরণ কোনটি ?
ক. গরুতে দুধ দেয়
খ. দীনে দয়া কর
গ. ছেলেটি লাঠি খেলেছে
ঘ. ডাক্তার ডাক
১৭. রাখাল গরুকে ঘাস খাওয়ায় - 'গরু' শব্দটি কোন কর্তা ?
ক. মুখ্য কর্তা
খ. প্রযোজ্য কর্তা
গ. প্রযোজক কর্তা
ঘ. কোনটিই নয়
১৮. ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরন বা সহায়ককে কোন কারক বলে ?
ক. করণকারক
খ. কর্মকারক
গ. অধিকরণ কারক
ঘ. অপদান কারক
১৯. 'সূর্যোদয়ে অন্ধকার দূরবীত হয়' এটি কোন ধরনের অধিকরণ কারক ?
ক. ভাবাধিকরণ
খ. কালাধিকরণ
গ. ঐকদেশিক
ঘ. কোনটিই নয়
২০. আমারে তুমি করিবে ত্রান এ নহে মোর প্রার্থনা - এখানে 'আমারে' শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?
ক. কর্তৃকারকে সপ্তমী
খ. সম্প্রদানে দ্বিতীয়া
গ. কর্মকারকে দ্বিতীয়া
ঘ. কর্তৃকারকে ষষ্ঠী
২১. শহরের লোকেরা গায়ে এসেছে-এ বাক্যে 'লোকেরা' কোন কারক ?
ক. কর্মকারক
খ. করণকারক
গ. সম্প্রদান কারক
ঘ. কর্তৃকারক
২২. জগতে কীর্তিমান হও সাধনায়-এ বাক্যে 'সাধনায়' শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?
ক. সম্প্রদান কারকে ৭মী
খ. কর্ম কারকে ৭মী
গ. অধিকরন কারকে ৭মী
ঘ. অপদান কারকে ৭মী
২৩. গুরুজনে কর ভক্তি-এ বাক্যে 'গুরুজন' কোন কারক ?
ক. অপদান কারক
খ. সম্প্রদান কারক
গ. কর্তৃকারক
ঘ. অধিকরণ কারক
২৪. বসন্তে ফুল ফোটে-বাক্যে 'বসন্ত' কোন কারক ?
ক. অধিকরণ কারক
খ. করণ কারক
গ. কর্তৃকারক
ঘ. অপদান কারক
২৫. যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতুর পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাকে বলে-
ক. উপসর্গ
খ. ক্রিয়া
গ. প্রত্যয়
ঘ. বিভক্তি
Finish The Exam